গ্র্যান্ড সেলিম রিসোর্ট সিলেট, আল্টিমেট ভ্রমণ গাইড | ২০২৪

Grand Selim Resort & Tour

Last Updated on 6th April 2024 by Mijanur Rahman

গ্র্যান্ড সেলিম রিসোর্ট অ্যান্ড ট্যুর (জিএসআরটি) হল বহুতল বিশিষ্ট একটি সুন্দর বিল্ডিং। অর্থাৎ একটি বিল্ডিং এর মধ্যে রিসোর্টটি তৈরি করা হয়েছে। যা রামনগর মনিপুরীপাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত। গ্র্যান্ড সেলিম রিসোর্ট শ্রীমঙ্গলের ও সিলেটের একটি দর্শনীয় স্থান। রিসোর্টটির দক্ষিণে রয়েছে ফিনলে চা বাগান।

এই রিসোর্টে এলে আপনারা মনিপুরী উপজাতিদের দেখতে পাবেন। মনিপুরী উপজাতির মনোমুগ্ধকর সৌন্দর্য এবং তাদের ঐতিহ্য পর্যটকদের খুবই আকৃষ্ট করে। গ্র্যান্ড  সেলিম রিসোর্ট থেকে প্রায় ২-৩ কিলোমিটার দূরে সিলেট লাউয়াছড়া জাতীয় উদ্যান। তারপর বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট- বিটিআরআই গ্র্যান্ড সেলিম রিসোর্ট এর কাছেই অবস্থিত।

এই রিসোর্ট এর বিল্ডিং থেকে পর্যটকরা উপরের ছাদ থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে। রিসোর্টের প্রশিক্ষিত কর্মীরা সর্বদা সর্বোত্তম প্রচেষ্টা এবং আতিথেয়তার সাথে অতিথিদের প্রয়োজনীয়তা মেটাতে সব সময় প্রস্তুত।

সুযোগ সুবিধা

গ্র্যান্ড সেলিম রিসোর্টে সর্বোত্তম প্রচেষ্টা এবং আতিথেয়তার সাথে চেষ্টা করা হয় অতিথিদের প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে। নিম্নে তাদের বেশ কিছু সুবিধা মুলক দিক নিয়ে আলোচনা করা হলঃ 

  • ২৪ ঘন্টা রুম সার্ভিস। 
  • যারা স্বাভাবিক ভাবে চলাচল করতে অক্ষম অর্থাৎ বয়স্ক কিংবা প্রতিবন্ধীদেরতাদের জন্য  বিশেষ ব্যবস্থা রয়েছে। 
  • রিসোর্ট থেকে গাড়ি ভাড়া করার ব্যবস্থা রয়েছে।
  • রিসোর্ট থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুবিধা রয়েছে। 
  • প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য আলাদা আলাদা ভাবে খেলাধুলা করার ব্যবস্থা রয়েছে।
  • সুইমিংপুল রয়েছে গোসল বা সাতার কাটার জন্য।
  • ইনডোর গেমের ব্যবস্থা রয়েছে।
গ্র্যান্ড সেলিম রিসোর্ট রুম
ছবিঃ গ্র্যান্ড সেলিম রিসোর্ট বেড রুম

রিলেটেডঃ দুসাই রিসোর্ট এন্ড স্পা সিলেট, আল্টিমেট ভ্রমণ গাইড

রুম ভাড়া

সমসাময়িক বিলাসিতা এবং ঐতিহাসিক ঐতিহ্য, ডিলাক্স থাকার ব্যবস্থা, চমৎকার সুযোগ-সুবিধা, প্রকৃত আতিথেয়তা, পাহাড় এবং চা বাগানে চমৎকার অভিজ্ঞতা দেয়ার জন্য এই রিসোর্টের রুমগুলো অতিথিদের পছন্দ হবে। বর্তমানে এই রিসোর্টে ৩ ধরনের রুম এর ব্যবস্থা রয়েছে। নিম্নে রুম এর যাবতীয় তথ্য এবং সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলঃ

১) রুমের নামঃ কাপল ডিউলেক্স (১টি রুম)।

রুমের ভাড়াঃ ২,৪১৫ টাকা। (প্রতি রাতের জন্য)

রুমের ধারন ক্ষমতাঃ প্রাপ্তবয়স্ক ২ জন এবং ৫ বছরের কম বয়সী একজন শিশু থাকতে পারবে।

রুমের ধরনঃ রুমটি ৬০০ স্কয়ার ফিট। একটি কুইন সাইজ বেড রয়েছে এবং একটি বারান্দা  রয়েছে। রুম থেকে চা বাগান  দেখার সুযোগ রয়েছে।

গ্র্যান্ড সেলিম রিসোর্ট ডাইনিং
ছবিঃ গ্র্যান্ড সেলিম রিসোর্ট ডাইনিং

২) রুমের নামঃ ফ্যামিলি ডিউলেক্স (১টি রুম)।

রুমের ভাড়াঃ ২,৮৭৫ টাকা (প্রতি রাতের জন্য)

রুমের ধারন ক্ষমতাঃ ৩ জন প্রাপ্তবয়স্ক থাকতে পারবে এবং ৫ বছরের কম বয়সী একজন শিশু থাকতে পারবে।

রুমের ধরনঃ এই রুমটিও ৬০০ স্কয়ার ফিট। একটি কুইন সাইজ বেড রয়েছে এবং সিংগেল সাইজের বেড রয়েছে। একটি বারান্দা  রয়েছে এবং রুম থেকে চা বাগান দেখার সুযোগ রয়েছে।

৩) রুমের নামঃ ফ্যামিলি স্যুট (২ টি রুম)

রুমের ভাড়াঃ ৪,১৪০ টাকা (প্রতি রাতের জন্য)

রুমের ধারন ক্ষমতাঃ মোট ৪ জন থাকতে পারবেন। একটি প্রাপ্তবয়স্কদের জন্য আরেকটি শিশুদের জন্য।

রুমের ধরনঃ দুটি কুইন সাইজ বেড রয়েছে। একটি বারান্দা  রয়েছে এবং রুম থেকে চা বাগান দেখার সুযোগ রয়েছে।

রিলেটেডঃ শুকতারা নেচার রিট্রিট রিসোর্ট সিলেট, আল্টিমেট ভ্রমণ গাইড

রুমের সুযোগ সুবিধাঃ

  • প্রতিটি রুমেই একটি করে বারান্দার ব্যবস্থা রয়েছে যাতে অতিথিরা বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে।
  • ফ্রি ওয়াই-ফাই ইন্টারনেট অ্যাক্সেস।
  • শীতাতপ নিয়ন্ত্রিত রুম।
  • ২৪ ঘন্টা রুম সার্ভিস।
  • এলসিডি টিভি।
  • সকালের নাস্তা।

কিছু শর্তাবলীঃ রুমে অতিরিক্ত ব্যাক্তির জন্য অতিরিক্ত ভাবে ৫০০ টাকা দিতে হবে। অতিরিক্ত বেড এর জন্য অতিরিক্ত ভাবে ১০০০ টাকা দিতে হবে।

গ্র্যান্ড সেলিম রিসোর্ট বাথরুম
ছবিঃ গ্র্যান্ড সেলিম রিসোর্ট বাথরুম

দর্শনীয় স্থান

গ্র্যান্ড সেলিম রিসোর্ট থেকে সিলেটের যেসব দর্শনীয় স্থান দেখতে পারবেন তা হলঃ

চা বাগান

এই রিসোর্ট এর পাশেই রয়েছে বিস্তৃত এলাকা জুড়ে চা বাগান। চা বাগানটি রিসোর্ট এর একদম পাশাপাশি হওয়ায় পর্যটকেরা এই চা বাগান দেখে মুগ্ধ হয়। শুধু তাই নয় রিসোর্ট এর রুম গুলো থেকেও চা বাগান দেখার সুন্দর ব্যবস্থা রয়েছে। চা বাগান পাশাপাশি থাকাতে আপনার রিসোর্টটি এমনিতেই ভাল লেগে যাবে।

শ্রীমঙ্গল

সিলেটের শ্রীমঙ্গল অত্যন্ত সুন্দর একটি জায়গা। শ্রীমঙ্গলে বিভিন্ন ধরনের সুন্দর জায়গা রয়েছে ঘোরার জন্য। রিসোর্ট থেকে শ্রীমঙ্গল ঘোরার জন্য ব্যবস্থা রয়েছে। লাউয়াছড়া উদ্যান, মাধবপুর লেক, বাইক্কার বিল, চা রিসোর্ট ও জাদুঘর, হামহাম ঝর্ণা, নীলকণ্ঠের সাত রঙের চা, লাসুবন গিরিখাদ ইত্যাদি শ্রীমঙ্গল এর আরও বিভিন্ন জায়গাতে অতিথিরা ঘুরে বেড়াতে পারবে।

বুকিং পদ্ধতি

গ্র্যান্ড সেলিম রিসোর্ট বুকিং করার জন্য আপনাকে একটি ফর্ম পুরন করতে হবে। এই ফর্মটি পুরন করার পর তারাই আপনাকে বলে দিবে যে আপনি কিভাবে টাকা পাঠাতে পারেন। আপনাদের সুবিধার্থে ফর্মের লিংকটি নিচে দিয়ে দেয়া হলঃ 

ফর্মের লিংকঃ গ্রান্ড সেলিম রিসোর্ট অ্যান্ড ট্যুর

এছাড়াও বুকিং এর জন্য রিসোর্ট এর কর্তৃপক্ষ এর সাথে সরাসরি কথা বলতে পারেন।

নাম্বারঃ ১) ০১৭০৯৮৮৩৩৩৩

          ২) ০১৬৭৮১৭৩১৮৫

          ৩) ০১৬৭৮১৭৩১৮৫

যেভাবে যাবেন

আপনি যদি ঢাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে সিলেটে চলে আসতে হবে। সিলেটে আসার জন্য বাস, ট্রেন অথবা প্রাইভেট কার নিয়ে চলে আসতে পারেন। তারপর সিলেটে থেকে প্রথমে শ্রীমঙ্গলে চলে আসতে হবে। শ্রীমঙ্গল থেকে সিএনজি, ইজিবাইক অথবা রিকশায় করে রামনগর চলে আসলেই রিসোর্টে পৌছে যেতে পারবেন। রিসোর্ট বুকিং করার পর যদি রিসোর্ট থেকে আপনি গাড়ির ব্যবস্থা চান তাহলে আগে থেকে বলে রাখলে রিসোর্ট এর কর্তৃপক্ষরাই কিছু অর্থের বিনিময়ে গাড়ির ব্যবস্থা করে দিবে সিলেট থেকে রিসোর্টে আসার জন্য। 

যোগাযোগ

রামনগর মনিপুরীপাড়া, শ্রীমঙ্গল
টেলিফোন নাম্বারঃ ০৯৬৪৩২০০৪০০
মোবাইল নাম্বারঃ ০১৭০৯৮৮৩৩৩৩ এবং ০১৬৭৮১৭৩১৮৫
ইমেইলঃ [email protected] 
যাবতীয় তথ্যঃ  গ্রান্ড সেলিম রিসোর্ট অ্যান্ড ট্যুর

Author

Leave a Comment

Scroll to Top