Last Updated on February 21, 2023 by Mijanur Rahman
বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য শুভেচ্ছা বাণী খুঁজছেন? তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন। জন্মদিনের দিনটি আমাদের প্রত্যেকের জীবনের একটি আনন্দময় এবং সুখময় দিন হয়ে থাকে। আপনি নিজেও জানেন সেটা, আপনার জন্মদিনে যখন কেউ আপনাকে উইশ করে বা শুভেচ্ছা জানায় তখন আপনার সেটি অনেক ভালো লাগে।
একইভাবে আপনিও যখন আপনার বন্ধু বা বান্ধবীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাবেন কিছু বিশেষ উক্তির মাধ্যমে তাহলে সেটাও তার জীবনে স্মরণীয় বা মনে রাখার মত হবে।
আর তাই আপনার সুবিদার্থে আমি আজকে বেশ কয়েকটি জন্মদিনের শুভেচ্ছা এসএমএস বা জন্মদিনের শুভেচ্ছা বাণী শেয়ার করছি, আশা করছি এখান থেকে একটি আপনি আপনার বান্ধবীকে উইশ করার জন্য ব্যবহার করতে পারবেন।
বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা
১. তোমার হাসি এবং সুখে ভরা একটি মহান দিন কামনা করছি। এভাবেই প্রতি বছর হাসি খুশিতে তোমার জন্মদিন পালিত হক। শুভ জন্মদিন বান্ধবী !
২. সৃষ্টিকর্তা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে আশীর্বাদ/দোয়া করুক। তোমার জীবন হোক সুখী ও উজ্জ্বল। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো !
৩. শুভ জন্মদিন প্রিয় বান্ধবী! আমি সত্যিই ভাগ্যবান যে তোমার মতো একজন এত ভালো এবং সৎ বন্ধু পেয়েছি। তুমি সর্বদা সুখী এবং সুস্থ থাকো এই কামনা করি।
৪. শুভ জন্মদিন ভাই বান্ধবী ! আমার জীবনের সেরা বন্ধু হওয়ার জন্য তোমাকে জানাই ভালোবাসা। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাকে দীর্ঘ এবং সুন্দর জীবন দান করেন।
৫. শুভ জন্মদিন বন্ধু ! সৃষ্টিকর্তা তোমাকে স্বাস্থ্য, সম্পদ, এবং তোমার জীবনে সমৃদ্ধি আশীর্বাদ করুক। সবসময় হাসি খুশি থাকো এই কামনা করি।
৬. সামনের বছরটি তোমার জীবনে উল্লেখযোগ্য এবং ইতিবাচক পরিবর্তন আনুক! সর্বদা ভালো ও সুস্থ্য থেকো, শুভ জন্মদিন প্রিয় বান্ধবী !

৭. তোমার এমন একটি দিন কামনা করছি যা তোমার মতোই বিশেষ। শুভ জন্মদিন এবং এই বিশেষ দিনের অনেক শুভ প্রত্যাবর্তন, অনেক অনেক ভালোবাসা !
৮. শুভ জন্মদিন বান্ধবী! তুমি যা চাও সৃষ্টিকর্তা তোমাকে সেসব দিক, এই দিনটি অনেক অনেক খুশি হয়ে ফিরে আসুক তোমার জীবনে বার বার।
৯. মোমবাতির আলো তোমার জীবনের বাকি দিনগুলো আলোকিত করে তুলুক। তোমার জন্মদিনে সৃষ্টিকর্তা তোমাকে আশীর্বাদ করুন। তোমাকে অনেক অনেক শুভ কামনা! তোমার জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো !
১০. তোমার হৃদয় আনন্দে এবং তোমার জীবন সুখে পূর্ণ হোক। জন্মদিনের প্রানভরা শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বান্ধবী।
১১. বয়স মাত্র তো কেবল একটি সংখ্যা মাত্র, কিন্তু জ্ঞান হচ্ছে সবচেয়ে বড় ধন। প্রতিটি জন্মদিন যেনো তোমাকে বুদ্ধিমান এবং আরও পরিপক্ক করে তোলে।।শুভ জন্মদিন প্রিয়!
১২. এই সুন্দরতম দিনটি তোমার জীবনে সুখ এবং নতুন সুযোগ নিয়ে আসুক। তোমাকে সবচেয়ে সুখী জন্মদিনের শুভেচ্ছা জানাই প্রিয় বান্ধবী !
১৩. শুভ জন্মদিন বান্ধবী !
তুমি যেখানেই থাকো না কেন, আমার আন্তরিক দোয়া এবং ভালোবাসা সবসময় তোমার সাথে থাকবে। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক।
১৪. শুভ জন্মদিন প্রিয় বান্ধবী, জন্মদিনে আমার ভালোবাসা নিও !
আমি আশা করবো, তোমার জীবনের প্রত্যেকটা দিনই যেনো এই বিশেষ দিনটির মত করে কাটে। দূর থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও।
১৫. শুভ জন্মদিন, {বান্ধবীর নাম দিন}। সুখ তোমার এই বিশেষ দিনকে এবং আপনার সারা জীবনকে ঘিরে থাকুক। শুভেচ্ছা এবং ভালোবাসা নিও !
১৬. শুভ জন্মদিন, আমার প্রিয় বান্ধবী/সাথী!
তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দের সাথে কাটুক এবং তুমি তোমার শুভাকাঙ্ক্ষীদের সাথে সবসময় হাসি খুশি থেকো এই কামনা করি।
১৭. কিছু মানুষ সুন্দর মুখ নিয়ে জন্মায় আবার কেউ উজ্জ্বল মন নিয়ে জন্মায়। কিন্তু তুমি এই দুটি গুন নিয়ে জন্মেছো। তোমার আগমনের আরো একটি বছর পূরণ হলো, এভাবেই জীবনে সবার মন জয় করে চলো। শুভ জন্মদিন বান্ধবী ! শুভ কামনা রইলো !
১৮. তোমার জীবনের প্রতিটি ইচ্ছা পূরণ হোক। এই দিনে অনেক অনেক খুশি ফিরে আসুক তোমার জীবনে, তোমাকে জানাই হ্যাপি বার্থডে এর অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা !
১৯. শুভ জন্মদিন বান্ধবী আমার ! আমি আজ তোমাকে আমার সমস্ত ভালবাসা পাঠাচ্ছি, গ্রহণ করো কিন্তু।
২০. তোমার জন্মদিনের শুভেচ্ছা কোনো উক্তি বা বাণী দিয়ে প্রকাশ করা সম্ভব না। তুমি তো এর থেকেও বেশি কিছু প্রাপ্য। যাহোক আজকের এই বিশেষ দিনে তোমাকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, শুভ জন্মদিন প্রিয় !
২১. তুমি হলে আমার জীবনের ভিআইপি একজন মানুষ। তাই আমার জীবনের একজন ভিআইপিক মানুষকে শুভ জন্মদিন! অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা রইলো!
২২. আরেকটি দুঃসাহসিক ভরা বছর তোমার জন্য অপেক্ষা করছে। মহা ধুমধাম এর সাথে স্বাগত জানাই। শুভ জন্মদিন প্রিয় বান্ধবী!
২৩. তোমার সব ইচ্ছে পূরণ হোক,
তোমার সব চাওয়া পূরণ হোক,
তোমার সব পাওয়া পূরণ হোক,
তোমার সব স্বপ্ন পূরণ হোক,
শুভ জন্মদিন প্রিয় !
২৪. পেছনের দিনগুলি ভুলে, জন্মদিনের নতুন বছরকে স্বাগত করো, সর্বদা তোমার মঙ্গল হোক এই কামনা করি। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই!

২৫. ১১.৫০, ১১.৫১, ১১.৫২, ১১.৫৩, ১১.৫৪, ১১.৫৫, ১১.৫৬, ১১.৫৭, ১১.৫৮, ১১.৫৯, ১২.০০………
অবশেষে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ..
শুভ জন্মদিন প্রিয় ! ভালো থাকো, সুস্থ্য থাকো সবসময়। মন থেকে তোমাকে জানাই জন্মদিনের বুক ভরা ভালোবাসা।
২৬. হ্যাপি বার্থডে প্রিয় বান্ধবী!
সর্বদা তোমার জীবনের সাফল্য কামনা করি, জীবনে অনেক বড় হও, তোমার সব স্বপ্নগুলো যাতে পূরণ হয় এই কামনা করি সবসময়।
২৭. হাসি দিয়ে তোমার জীবন গণনা করো, কান্না দিয়ে নয়। বন্ধুদের দ্বারা তোমার বয়স গণনা করো, বছর দিয়ে নয়। শুভ জন্মদিন প্রিয় বান্ধবী !
২৮. খুশী থেকো! আজ সেই দিন, যেদিন তোমাকে এই পৃথিবীতে আনা হয়েছিল মানুষের জন্য আশীর্বাদ এবং অনুপ্রেরণা হয়ে থাকার জন্য। তোমার চলার পথ যাতে আলোকিত হয় সে কামনা করছি।
শুভ জন্মদিন প্রিয় বান্ধবী !
২৯. অতীতকে ভুলে যাও, ভবিষ্যতের জন্য অপেক্ষা করো, কারণ সেরা জিনিসগুলি এখনও আসেনি তোমার জীবনে। জন্মদিন হল একটি নতুন শুরু, একটি নতুন সূচনা এবং নতুন লক্ষ্য নিয়ে নতুন প্রচেষ্টা চালানোর একটি সময়৷ আত্মবিশ্বাস ও সাহস নিয়ে এগিয়ে যান, তুমি সফল হবেই। তোমার জীবনের এই বিশেষ দিনে তোমাকে জানায় শুভ জন্মদিন!
৩০. শুভ জন্মদিন প্রিয় বান্ধবী! আমি আশা করি তোমার সমস্ত জন্মদিনের শুভেচ্ছা এবং স্বপ্ন সত্যি হবে।
বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি
১. শুভ জন্মদিন বেস্টু!
তোর জীবন সূর্যের আলোর মত উজ্জ্বল হোক, ভালো থাকিস সবসময়।
২. শুভ জন্মদিন প্রিয় বান্ধবী!
তেমন কিছু নাহয় নাই বললাম, জন্মদিনের শুভেচ্ছা নিস এবং ট্রিট মনে করে দিয়ে দিস।
৩. আজকের এই বিশেষ দিনে আমার প্রিয় বান্ধবীকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই! সবসময় ভালো ও হাসি খুশি থাকিস।
৪. তোর জন্মদিনের মতই, আমাদের বন্ধুদের বছর গুলো বিশেষভাবে কাটুক এই আশা করি। জন্মদিনের অনেক ভালোবাসা তোর জন্য।
৫. শুভ জন্মদিন প্রিয় বেষ্টু!
আজ তোর বার্থ ডে হলেও আমাদের জন্য ট্রিট ডে।
৬. তোর জীবনের এই বিশেষ দিকে তোর জন্য দূর থেকেই অনেক অনেক ভালোবাসা! জন্মদিনের ভালোবাসা এবং শুভেচ্ছা গ্রহণ করিস।
৭. সর্বকালের সেরা জন্মদিন হোক তোমার ! Happy Birthday Dear!
৮. দিনটি আজ তোরই – Happy Birthday Dear Bestu!
৯. তোকে জানাই জন্মদিনে শুভকামনা – তোর জীবনে আসুক নতুনত্বের ছোঁয়া।
১০.অতীতে তুমি যে আনন্দ ছড়িয়েছো তা এই দিনে তোমার কাছে আবারও ফিরে আসুক। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই! Happy Birthday Dear!
বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা নিয়ে ভিডিও
বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
১) প্রথম দেখায় মন দিয়েছি ফেরত চাইনি আর
তুমি আমার মনের মানুষ আমার কন্ঠ হার
সকালে তুমি বিকালে তুমি তুমি সারা বেলা
আমার মনের গোপন ঘরে করো শুধু খেলা।
“শুভ জন্মদিন”
২) শুভ শুভ শুভ দিন ,আজ তোর জন্মদিন -মুখে
তোর দিপ্ত হাসি ফুল ফুটেছে রাশি রাশি হাজার
ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,তেমন করে
বন্ধু তোমার জীবন হওক সুখের্
Happy Birthday
৩) আজ এই দিন তোর জন্য অনেক সুখময়
নতুন এক প্রভত ।আজকের দিন তোর জন্য হওক
কষ্টহীন ।আজকের এই সময়টা শুধু তোর জন্য …
তোর জন্য আজ দুনিয়াটা হয়ে যাক রঙ্গিন ।
তোর জন্য ভালোবাসা হাজার গোলাপ জুঁই আমার থেকে
শুভ জন্মদিন
৪)সুন্দর এই দুনিয়ায়তে সুন্দরতম জীবন হওক তোর
পূরণ হওক প্রতি সপ্ন প্রতি আশা বেচেঁ থাক হাজার
বছর ধরে ,…..Happy Birthday
৫)ফুল ফুটেছে বনে বনে ভাবছি তোকে মনে মনে
বলছি তোকে কানে কানে শুভ জন্মদিন ।তোর জীবনের
প্রতিটা মুহূত আনন্দময় হওক । এই শুভ কামনা করি ।
৬) শুভ জন্মদিন ……জন্মদিন স্ট্যটাস দিয়ে ভালোবাসা
হয় না । ভালোবাসাটা অন্তরে থাকে তবুও বলে দিলাম
জন্মদিনে শুভেচ্ছাও প্রাণঢালা অভিনন্দন ।সুন্দর ও
প্রাণবন্ত হওক আগামী প্রতিটা দিন চাঁদের আলোই উদ্ভাসিত
হওক জীবনের প্রতি মুহূর্ত //শুভ জন্মদিন //প্রিয়।
৭)আশা করি সারা জীবন এমনই থাকবি ,সবসময়
ভালো থাকবি ,এই কামনা করি জন্মদিনে শুধু এটাই কাম্য
যাতে ভবিষ্যতে অনেক অনেক সুখি হোক ।আজকের
এই দিনে সব কিছু হোক নতুন করে ,সুখের সময় থাক
কাছে ,দুঃখ গুলা যাক দূরে ।হ্যাপি বার্থ ডে ।
৮)জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল
প্রার্থনা করি তোমার জীবনের প্রতিটা সপ্ন সুন্দর ও সফল হওক ।
সফল ব্যাক্তিদের মাঝে তোমার নাম থাকুক । সু-স্বাস্থ্য ও সুন্দর
জীবনএর উদ্দ্যেশে এগিয়ে যাও ।মা-বাবা প্রত্যেকটা সপ্ন পূরণ
করেন , এই দোয়া করি । শুভ জন্মদিন ।
৯)শুভ জন্মদিন প্রিয় বন্ধু ,
সুন্দর মন প্রান রন্ত হোক তোর আগামী প্রতিটা সময় ,সূর্যদয়
চাঁদের আলোয় উদ্ভাসিত হোক তোর জীবনের প্রতিটা মুহূত
বন্ধু ।তোর জীবনের প্রতিটা ক্ষন আনন্দময় হোক এই শুভ কামনা
করি ।অনেক অনেক ভালোবাসা তোর প্রতি বন্ধু …… শুভ জন্মদিন ।
শেষ কথা
আজকে আমরা বেশ কয়েকটি বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর উক্তি/মেসেজ বা জন্মদিনের শুভেচ্ছা বাণী সম্পর্কে জানলাম। আশা করছি এসব শুভেচ্ছা মেসেজ/উক্তি গুলো থেকে আপনি একটি আপনার প্রিয় বান্ধবী বা বন্ধুকে শুভেচ্ছা জানাতে ব্যবহার করতে পারবেন।
বিঃদ্রঃ এই ব্লগের প্রত্যেকটা ব্লগ পোস্ট Sylhetism ব্লগের নিজস্ব ডিজিটাল সম্পদ। কেউ ব্লগের কোন পোস্ট কিংবা আংশিক অংশ ব্লগের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কপি পেস্ট করে অন্য কোথাও প্রকাশ করলে ব্লগ কর্তৃপক্ষ ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করার অধিকার রাখে। এবং অবশ্যই কপিরাইট ক্লাইম করে যে মাধ্যমে এই ব্লগের পোস্ট প্রকাশ করা হবে সেখানেও কমপ্লেইন করা হবে।
এই ব্লগের কোন লেখায় তথ্যগত কোন ভুল থাকলে আমাদের Contact পেইজে সরাসরি যোগাযোগ করুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তথ্য যাচাই করে লেখা আপডেট করে দিবো।
এই ব্লগের কোন স্বাস্থ বিষয়ক পোস্টের পরামর্শ নিজের বাস্তব জীবনে প্রয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের মতামত নিবেন, আমরা স্বাস্থ বিষয়ে কোন বিশেষজ্ঞ না, আমাদের উদ্দেশ্য ও লক্ষ হচ্ছে সঠিক তথ্য পরিবেশন করা। সুতারাং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার অবশ্যই আমরা নিবো না।
ধন্যবাদ, ব্লগ কর্তৃপক্ষ।