Last Updated on May 13, 2022 by Mijanur Rahman
আপনার National Identity Card: NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানার সহজ উপায় হল আপনার Sim (Subscriber Identity Module) অপারেটরে ম্যাসেজ বা কল দিয়ে জেনে নেওয়া।
যেভাবে সিম অপারেটরে ম্যাসেজ বা কল দিবেনঃ
আপনি যেকোন সিম অপারেটর থেকে ডায়েল করুন *16001# নাম্বারে, ফিরতি ম্যাসেজে আপনি আবার আপনার NID, পাসপোর্ট, জন্ম নিবন্ধন ও ড্রাইভিং লাইসসেন্সের শেষের ৪টি ডিজিট প্রেস করুন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার জাতীয় পরিচয়পএ দিয়ে, পাসপোর্ট কিংবা জন্ম নিবন্ধন দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে। নিচে সুবিধার জন্যে টেবিল আকারে দেওয়া হলঃ
সিম অপারেটর | যে নাম্বারে কল দিবেন | ম্যাসেজে যা লেখবেন | ম্যাসেজ যে নাম্বারে পাঠাবেন |
info | 4949 | ||
বাংলালিংক | *16001# | NID এর শেষের ৪ সংখ্যা | |
রবি | *16001# | NID এর শেষের ৪ সংখ্যা | |
টেলিটক | info | 1600 | |
এয়ারটেল | *16001# | NID এর শেষের ৪ সংখ্যা |
বিঃদ্রঃ এই ব্লগের প্রত্যেকটা ব্লগ পোস্ট Sylhetism ব্লগের নিজস্ব ডিজিটাল সম্পদ। কেউ ব্লগের কোন পোস্ট কিংবা আংশিক অংশ ব্লগের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কপি পেস্ট করে অন্য কোথাও প্রকাশ করলে ব্লগ কর্তৃপক্ষ ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করার অধিকার রাখে। এবং অবশ্যই কপিরাইট ক্লাইম করে যে মাধ্যমে এই ব্লগের পোস্ট প্রকাশ করা হবে সেখানেও কমপ্লেইন করা হবে।
এই ব্লগের কোন লেখায় তথ্যগত কোন ভুল থাকলে আমাদের Contact পেইজে সরাসরি যোগাযোগ করুণ, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তথ্য যাচাই করে লেখা আপডেট করে দিবো।