জুম্মা মোবারক স্ট্যাটাস, উক্তি, ছন্দ, কবিতা, SMS | ২০২৩

জুম্মা মোবারক

Last Updated on 3rd August 2023 by Mijanur Rahman

ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে জুম্মার দিন হচ্ছে অন্যতম একটি পবিত্র দিন। তাই প্রত্যেক শুক্রবার জুম্মার দিন মুসুল্লিরা পালন করে থাকেন। আর এই জুম্মার দিন পালন করার জন্য মুসল্লীরা একজন আরেকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেইসাথে মুসলিম ধর্মের ভ্রাতৃত্ববোধ রাখেন।  তাই আজ আমরা আপনাদের জন্য জুম্মা মোবারক স্ট্যাটাস, এসএমএস, উক্তি, ছন্দ, কবিতা ২০২২ নিয়ে এসেছি। যাতে করে আপনারা আমাদের এখান থেকে জুম্মা মোবারক সকলে স্ট্যাটাস সমূহ সংগ্রহ করে নিতে পারেন

লোকমুখে শোনা যায় যে, জুম্মার দিন হচ্ছে গরিবের হজের দিন। তাছাড়া এই দিনে ইবাদতের ফজিলত বলে শেষ করার মতো নয়। তাই জুম্মার দিনের সকল মুসল্লীরা তাদের সামর্থ্য এবং সক্ষম অনুসারে বিশেষ আমল করে থাকে। তার পাশাপাশি একজন মুসলমান আরেকজন মুসলমানকে দিয়ে থাকেন।

তাই আমরা আপনাদের জন্য জুম্মা মোবারক স্ট্যাটাস নিয়ে এসেছি। আশা করছি আপনারা আমাদের পুরো পোস্টটি পড়লে জুম্মা মোবারক স্ট্যাটাস জানতে পারবেন এবং সেইসাথে জুম্মা মোবারক এর অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তাহলে এবার শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ দিনের জুম্মা মোবারক স্ট্যাটাস।

জুম্মা মোবারক স্ট্যাটাস ২০২৩

আমার দিনে একজন মুসলমান আরেকজন মুসলমানকে শুভেচ্ছা বিনিময় করে থাকে। বর্তমান যেহেতু অনলাইনের যুগ অনলাইনের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে (ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি) স্ট্যাটাস দেয়ার মাধ্যমে জুম্মা মোবারক স্ট্যাটাস দেয়া হয়। তাই আপনাদের জন্য আমরা এমন কিছু জুম্মা মোবারক স্ট্যাটাস নিয়ে এসেছি যাতে করে আপনারা আমাদের এখান থেকে এই সকল স্ট্যাটাস সংগ্রহ করে ব্যবহার করতে পারেন। নিম্নে কিছু স্ট্যাটাস দেয়া-

১)

একজন মুসলিম যখন মসজিদের দিকে যেতে থাকে,

তখন তার ঘরে ফিরে আসা অব্দি

প্রতি কদমে মহান আল্লাহতালা নেকি দান করে থাকেন

এবং এক একটি গুনাহ মোচন করে থাকেন। হযরত মুহাম্মদ (সাঃ)

সকলকে জানাই জুম্মার দিনের জুম্মা মোবারক

২)

তুমি যদি আল্লাহর দিকে যাও

আল্লাহ তোমার দিকে সৌভাগ্য ফিরিয়ে আনবে

জুম্মা মোবারক

জুম্মা মোবারক স্ট্যাটাস
জুম্মা মোবারক স্ট্যাটাস

৩)

জুম্মার দিন হচ্ছে- গুনাহ মোচন করার দিন এবং আমল করার দিন।

আর এই দিনে বয়ে আনে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন ইচ্ছে

তাই জুম্মার দিনে সব ঠিক সময়ে মসজিদে গিয়ে জালাই মোদের নিবেদন

সেইসাথে সকলকে জানাই জুম্মা মোবারক

৪)

নিজেকে পরিশুদ্ধ করতে চলছি ঘর ছেড়ে

মসজিদের উদ্দেশ্যে

অন্যদিকে আকাশে সূর্যের আলো

জুমার নামাজ পড়তে লাগে ভালো

তোমাদের জানাই জুম্মা মোবারক

৫)

একজন মুসুল্লিস যখন নামাজ পড়ে

তখন মহান আল্লাহতালা তাকে সঠিক পথ দেখায়

জুম্মা মোবারক

৬)

যৌবনকে সবাই প্রাধান্য দেয় এবং পছন্দ করে

তাই যৌবনকালে ইবাদত করলে মহান আল্লাহতালার কাছে পছন্দনীয়

জুম্মা মোবারক

৭)

যে পবিত্র হতে চায় তাকে পবিত্র হতে দাও

কারণ আল্লাহ তাআলা সকলকে পবিত্র হওয়ার সুযোগ দিয়েছেন

আল্লাহতালা পরম ক্ষমাশীল এবং দয়ালু

জুম্মা মোবারক

৮)

কুরআনের আলো চোখে পরলে,

চোখের জ্যোতি বৃদ্ধির উপায়,

ঠিক তেমনি নামাজ পড়লে প্রাণ পরিশুদ্ধ হয়,

তাই জুম্মার দিনে সকলকে নামাজের আহ্বান জানাই

জুম্মা মোবারক

৯)

আমরা শ্বাস নিতে পারছি

সুস্থভাবে বেঁচে আছি

এবাদত করতে পারছি

তার জন্য মহান আল্লাহ তাআলার নিকট জানাই আলহামদুলিল্লাহ

জুম্মা মোবারক

১০)

শুক্রবার এর অন্য নাম গরিবের হজের দিন

তাই কাজে লাগাই এই দিনকে আমরা সবাই

জুম্মা মোবারক

জুম্মা মোবারক শুভেচ্ছা ২০২২

জুম্মার দিনে এক জন মুসল্লির যখন অন্য আরেকজনের সাথে সাক্ষাৎ করেন তখন তাদেরকে শুভেচ্ছা বিনিময় করতে হয়। এটি হচ্ছে একজন মুসলিম ব্যক্তির পরিচয়। কারণ জুম্মার দিনের মতো বিশেষ দিনে ইবাদাত করার পাশাপাশি মাতৃত্ব বজায় রাখা একান্ত কর্তব্য। আমরা তার জন্য আপনাদের সামনে জুম্মা মোবারক শুভেচ্ছা উপস্থাপন করছি-

১)

মুসলিম হচ্ছে ভাই ভাই

তাই মুসলিম ভাইকে দেখা মাত্রই জানাই

জুম্মা মোবারক

২)

বুকের হাজারো কষ্ট বেঁধে রেখে আলহামদুলিল্লাহ

বলতে পারে শুধুমাত্র যারা মহান আল্লাহতালার উপর অগাধ বিশ্বাস রাখে।

জুম্মার দিনে আমল করার পাশাপাশি মহান আল্লাহতালার উপর বিশ্বাস রেখে জানাই।

জুম্মা মোবারক

জুম্মা মোবারক শুভেচ্ছা
জুম্মা মোবারক শুভেচ্ছা

৩)

মহান আল্লাহ তায়ালা তওবাকারীদের কে ভালোবাসেন

এবং যারা পবিত্র হয়ে থাকেন তাদের কেউ ভালোবাসেন ( সূরা বাকারা)।

জুম্মা মোবারক

৪)

নামাজ হচ্ছে সকল সমস্যার সমাধান

নামাজ হচ্ছে সকল রোগের সমাধান

নামাজ হচ্ছে সকল সুখের মূল

নামাজ হচ্ছে ভাগ্য পরিবর্তনের অন্যতম মাধ্যম

নামাজ হচ্ছে বেহেস্তের চাবি

জুম্মা মোবারক

৫)

নিজেকে কখনো অসুন্দর মনে করতে হয় না

কারণ আমরা সকলে মহান আল্লাহ তায়ালার সৃষ্টি

তাই আমাদের সকলের উচিত মহান আল্লাহতালার সকল সৃষ্টি কে সম্মান জানানো

জুম্মা মোবারক

৬)

শুক্রবার হচ্ছে প্রত্যেক সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন।

এই দিনে মুসল্লিদের গুনাহ মাফ করা হয় এবং

এই দিনে বিশেষ আমলের মাধ্যমে আল্লাহতালা হতে পুরস্কার অর্জন করা সম্ভব।

জুম্মা মোবারক

৭)

যখন কোন ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে

বাড়ি থেকে বের হয় তখন ৭০ হাজার ফেরেশতা

সেই ব্যক্তি কে চারদিক থেকে রক্ষা করে রাখে।

জুম্মা মোবারক

৮)

মায়ের সাথে উচ্চস্বরে-

কথা বলোনা কারন ‘ মা ‘

তোমাকে কথা বলা শিখিয়েছেন !

জুম্মা মোবারক

৯)

সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ

যার বেতন হচ্ছে জান্নাত

জুম্মা মোবারক

১০)

১০টাকার নামাজ শিক্ষার

বইয়ে যা আছে,

পৃথিবীর দামী বইয়েও তা নেই !

জুম্মা মোবারক

১১)

দুনিয়ায় ৪০০০ এর বেশি ভাষা

থাকলেও আজানের ধ্বনি কিন্তু এক

সুবাহানাল্লাহ

জুম্মা মোবারক

জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা

যারা মোবাইলের মাধ্যমে এসএমএস করতে পছন্দ করেন তারা এসএমএসের মাধ্যমে জুম্মা মোবারক স্ট্যাটাস পাঠাতে পারেন। আপনারা চাইলে আমাদের এখান থেকে এই সকল জুম্মা মোবারক উইশ এসএমএস সংগ্রহ করে নিতে পারেন। এবং অনুসারে সেইসব এসএমএস জুম্মার দিনে ব্যবহার করতে পারেন। সেইসাথে সকলের মধ্যে সুন্দর একটি সম্পর্ক বজায় থাকে।

১)

তুমি যদি জান্নাত চাও

তুমি যদি সুন্দর একটি জীবন চাও

তুমি যদি পরকালকে বিশ্বাস করো

তুমি যদি মহান আল্লাহ তাআলার সকল সৃষ্টি কে বিশ্বাস করো

তাহলে নামাজের মাধ্যমে তুমি তোমার বিশ্বাসকে প্রমাণ দাও।

জুম্মা মোবারক

২)

তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর

যেন জান্নাত তোমাকে চায়। হযরত আলী (রহঃ)

জুম্মা মোবারক

জুম্মা মোবারক এসএমএস
জুম্মা মোবারক এসএমএস

৩)

‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)” .“

যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে,

আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবো।

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)- জুম্মা মোবারক

৪)

কখনো হতাশ হলে

দুই রাকাত নফল নামাজ পড়ে নিও।

হতাশা কেটে যাবে ইনশাআল্লাহ ।

জুম্মা মোবারক

৫)

রাসূল (সাঃ) বলেছেন,

যে ব্যক্তি আমার উপর একবার

দুরুদ শরীফ পাঠ করে,

আল্লাহ তার উপর দশবার

রহমত বর্ষন করেন। (মুসলিমঃ৪০৮)

জুম্মা মোবারক

৬)

রাসূল (সাঃ) বলেছেনঃ

উচ্চস্বরে কাঁদার কারনে

মৃত ব্যক্তি কবরে আযাব

ভোগ করবে।(বুখারি)

জুম্মা মোবারক

৭)

যদি তুমি মানো কুরআন

আল্লাহ বাড়িয়ে দিবে

তোমার সম্মান।

জুম্মা মোবারক

জুম্মা মোবারক উক্তি / জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা ২০২৩

যেহেতু মুসল্লিদের কাছে জুম্মার দিন হচ্ছে একটি অন্যতম সেরা দিন সেহেতু মুসল্লিরা এই দিনে বিশেষ আমল করার জন্য প্রস্তুত হয়ে থাকেন। তাছাড়া এই দিনে সকলকে জুম্মা মোবারক স্ট্যাটাস পাঠানোর জন্য জুম্মা মোবারক উক্তি রচনা করে থাকেন। আর সেই সকল উক্তি সমূহ নিম্নে দেয়া হল-

১)

মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়,

সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে

আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।

২)

তুমি ফিরে যাও আল্লাহর দিকে

সৌভাগ্য ফিরবে তোমার দিকে – হযরত মুহাম্মদ (সাঃ)

জুম্মা মোবারক

জুম্মা মোবারক উক্তি
জুম্মা মোবারক উক্তি

৩)

মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই

দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই

যাকে তুমি আপন ভাবো সে হবে পর

আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর

“জুম্মা মোবারক”

৪)

তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,

যাদের আচার আচরণ সবচেয়ে ভালো

জুম্মা মোবারক

৫)

এই বরকতময় শুক্রবারের জন্য আল্লাহকে ধন্যবাদ।

পবিত্র জুম্মার শুভেচ্ছা

তোমাদের মধ্যে সে-ই উত্তম,

যে তার পরিবার পরিজনের কাছে উত্তম।

ইবনে মাজাহ

জুম্মা মোবারক

৬)

দুনিয়ায় ৪০০০ এর বেশি ভাষা

থাকলেও আজানের ধ্বনি কিন্তু এক

সুবাহানাল্লাহ

জুম্মা মোবারক

শেষ কথা

আশা করছি আপনারা যারা জুম্মা মোবারক স্ট্যাটাস খুঁজছিলেন তারা আমাদের এখান থেকে এই সকলের টাটা সমূহ পেয়ে গিয়েছেন। সকল মুসলিম উচিত জুম্মার দিনে জুমার দিনের বিশেষ অংশগ্রহণ করা এবং অবশ্যই বিশেষ আমলের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে তোলা।

আপনারা যদি জুম্মা মোবারক এর সম্পর্কে আরোও বিস্তারিত জানতে চান তাহলে আমাদেরকে জানাতে পারেন এবং আপনাদের মধ্যে যদি কোন প্রশ্ন থেকে থাকে জুম্মা মোবারক সম্পর্কে তাহলে আমাদেরকে জানাতে পারেন। জাযাকাল্লাহ খাইরান।

Author

Scroll to Top