Last Updated on 11th September 2024 by Mijanur Rahman
ফেসবুক বায়ুতে, ফটোতে, প্রোফাইল কিংবা কাভার ফটোতে আমরা অনেকেই ক্যাপশন দিয়ে থাকি। আবার কারো কারো ফেসবুকে যখন তখন স্ট্যাটাস দিতে ভালো লাগে, এই ভালোলাগাকে গুরুত্ব দিয়ে আমরা আজকের লেখায় নিয়ে এসেছি সময়ে চেয়ে বেশি আপডেট ও জনপ্রিয় কিছু স্টাইলিশ ফেসবুক ক্যাপশন নিয়ে।
এই লেখাতে হাজার খানেক স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন রয়েছে, যেগুলো অনেকের মুখেই হাসি ফুটাভে, অনেকে ফেসবুক ক্যাপশনগুলি দেখে অবাক হবে। এটা একটি পরিপূর্ণ ফেসবুক স্ট্যাটাসের লিস্ট, এখানে সব ধরনের ক্যাপশন পাওয়া যাবে। যে বা যারা ফেসবুকের জন্যে স্মার্ট ও অ্যাটিটিউড নিয়ে স্ট্যাটাস খোজতেছেন তাদের জন্যে এই লেখাই সেরা।
তাহলে দেরী না করে চলুন দেখে নেই আমাদের আল্টিমেট কালেকশটা।
স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস
ফেসবুকে নিউজফিডে কোন কিছু লেখাকেই ফেসবুক স্ট্যাটাস বলে, আপনি যদি ফেসবুকের শিক্ষণীয় কিংবা সুন্দর ফেসবুক স্ট্যাটাস খোঁজে থাকেন তাহলে নিচের ক্যাপশনগুলি দেখতে পারেন। এই লেখাগুলি ফেসবুক থেকে সংগৃহীত বলে আপনি যদি আপনার ওয়ালে, কিংবা ফটোর ক্যাপশনে, কিংবা যেকোন জায়গায় ব্যাবহার করেন তাহলে সংগৃহীত লেখতে ভুলবেন না।
সেরা ফেসবুক স্ট্যাটাস
আনকমন কিছু ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন নিয়ে এই সেকশন।
১) এই তুমি কি অন্য মেয়েদের সাথে চ্যাট করো?
– ইয়ে মানে সীমিত পরিসরে।
২) অভাব যখন দরজায় কড়া নাড়ে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়।
৩) গৌধুলি আলোর মোহনীয়তা গায়ে মাখলেই কাব্যিক হৃদয়ে রবীন্দ্রনাথ জেগে উঠে প্রিয়!
৪) আমি উল্লাসে মেতে উঠা মুক্ত জীবনানন্দ , চষে চলেছি জীবনের সব বিস্ময়ের পটভূমি
৫) কারো গল্পে আমি নায়ক, আবার কারো গল্পের আমি খলনায়ক। তবে আমার গল্পে আমি মুক্ত জীবনানন্দ।
৬) ক্রমশ হয়ে গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি দু মুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি।
৭) প্রত্যাশাই মানুষকে হতাশ করে। এই সহজ ব্যাপারটাই যারা মেনে নিতে পারে না,তাদের জীবনেই যত জটিলতা।
৮) শরীরের দিক থেকে বড্ড বড় গেছি। মনের দিক থেকে এখনো বাচ্চাই রয়ে গেছি।
৯) প্রহর শেষে রাঙা আলোয় সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ
১০) মাঝেমধ্যে নিজেকে একটা জোকার মনে হয়। বাইরে থেকে হাহা হাসিখুশি আর ভিতর থেকে হাহাকার জীবনের আক্ষেপ।
১১) তোমরে যে ভুলে চাহিয়াছে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন।
১২) আগে মানুষ ঘুমাইলে শরীরটা একটু রেস্ট পাইত এখন মানুষ ঘুমাইলে মোবাইলটা একটু রেস্ট পায়।
১৩) শীতল হাওয়ার পরশে তুমি থাকো কালে কিবা মহাকালে শ্রাবনের ধারা এলেই জড়িয়ে পড়ি তোমার মায়াজালে।
১৪)
নারী মা হলে করে শাসন
প্রেমিকা হলে করে শোষণ
আর বউ হলে দেয় ভাষণ
বড়ই অদ্ভুত এই নারী
১৫) সালামি দেয়না আমি বড় বলে, বিয়ে দেয়না আমি ছোট বলে।
১৬) জামাই থাকিলে সঙ্গে শীত লাগেনা অঙ্গে।
১৭) আগে জমিদারের ছেলেরা রাজনীতি করে ফকির হইত। এখন ফকিরের ছেলেরা রাজনীতি করে জমিদার হয়।
১৮) এই বর্ষায় আবার যদি বৃষ্টি নামে, আমিই তোমার প্রথম হবো। লেপ্টে যাওয়া শাড়ির মতো অঙ্গে তোমার জড়িয়ে রবো।
১৯) GF এর বাচ্চার বাবা হতে গিয়ে মামা হয়ে যাওয়া সকল ভাইদের জানাই বাবা দিবসের শুভেচ্ছা।
স্মার্ট ফেসবুক স্ট্যাটাস
আপনার যদি স্মার্ট ফেসবুক স্ট্যাটাস দরকার হয় তাহলে নিচের স্ট্যাটসগুলো দেখতে পারেন। স্মার্ট ফেসবুক স্ট্যাটাস হলো, খুব সুনিপুনভাবে উপস্থাপিত কোন শর্ট লেখা, যেগুলো পড়লে ও দেখলে যেকেউ আপনাকে অনেক স্মার্ট হিসাবে ধরে নিবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিছু স্মার্ট ফেসবুক স্ট্যাটাস।
২০) ক্লাস সিক্সের মেয়েটা ব্রেকাপের পর পোস্ট দিছে! “গর্ত যখন আছে,সাপের অভাব হবেনা”
২১) হ্যা আমি বেয়াদব কারন, আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে! তোমার ব্যথা লাগে জয়েন্টে জয়েন্টে।
২২) কালকে সবার জন্য ঈদ মোবারক হলেও আমার জন্য ঘুম মোবারক।
২৩) মা নামের যোদ্ধাকে শুধু Mothers Day তে না Others Day তেও একইভাবে ভালোবাসা উচিত।
২৪)
তুমি বসন্ত হয়ে এসেছিলে এক সন্ধার বর্ষায়
আমি হেমন্ত হয়ে তোমার চোখে শরৎ দেখেছিলাম।
আর তুমি শীত কুয়াশায় আমার ঠোঁটে রেখেছিলে গ্রীষ্মের উষ্ণতা
২৫)
তুমি হইবা চা
আমি হবো কাপ
তুমি হইবা মা
আমি হইবো বাপ
২৬) আমি ব্রিটিশ শাসন দেখিনি। তবে ৭ম শ্রেনীর মেয়ে একটা অনার্সের ছেলেকে শাসন করতে দেখেছি।
২৭) লাখ লাখ শুক্রাণু ফাইট করে একটা বাবু হয় আবার লাখ লাখ বাবু ফাইট করে একটাই জামাই হয়।
২৮) তোরা ছিলি,তোরা আছিস জানি মশারি টাঙালেও ৩/৪টা ভেতরে তোরাই থাকবি!
২৯) বান্ধবী যদি আপনাকে গার্লফ্রেন্ড খুজে না দেয় বুঝে নিবেন সে আপনাকে মনে মনে পছন্দ করে।
৩০) পোলাপান হাদিস সম্পর্কে খুব একটা না জানলেও বিয়ে করা যে ফরয এটা ঠিক জানে।
৩১) তুমি যাকে ‘দুনিয়া’ ভাবো সে তোমাকে ‘এলাকা’ তো দূরে থাক ‘চিপার গলি’ও ভাবেনা।
৩২) নো পিম্পল, গালে ডিম্পল এমন একটা সিম্পল মেয়ে চাই।
৩৩) বাসা ভাড়া নিবো ১০/১২ তালার ওপরে। যাতে অভাব আসলে ভালোবাসা পালাইতে না পারে।
৩৪) পুরুষ হয়েও যদি তোমার মুখে না থাকে দাড়ি তবে তুমি সীমিত আকারের নারী।
৩৫) কি হবে জানু’য়ারী মাস দিয়ে? যদি কাউকে “জানু” বলেই ডাকতে না পারি।
৩৬) কিছু মানুষ এত ভালো নাটক জানে মনডা চায় টিকেট কেটে খালি ওদের নাটক দেখি।
৩৭) সততার ১০ টাকা উপার্জনে যে সুখ অসততার ১০ কোটি টাকা উপার্জনেও সে সুখ পাওয়া যায়না।
৩৮) কেঁদেও শান্তি নাইরে ভাই। ২ মিনিট কান্না করলে ২ ঘন্টা মাথাব্যথা করে।
৩৯) শুন্য বিছানার থেকেও দুষ্টু বউ অনেক ভালো।
৪০) পকেটের টাকার উপর রাজত্ব যতদিন সারা দুনিয়ার উপর রাজত্ব ততদিন। টাকা নাইতো দুনিয়াও নাই।
আরো পড়ুনঃ ছেলে মেয়েদের স্টাইলিশ ফেসবুক আইডির নাম
ফানি ফেসবুক স্ট্যাটাস
৪১) দামী ড্রেস পরে গর্ব করার কিছুই নেই জীবনে সবচেয়ে সুখের মুহুর্ত কাটে বিনা ড্রেসে।
৪২) কি লাভ হিসাববিজ্ঞান পড়ে? যদি বাজারে মেরে দেওয়া ১০০ টাকার হিসাব আম্মুকে দিতে না পারি।
৪৩) কোনো এক শীতের রাতে তোমার গায়ে ঠান্ডা পানি ঢেলে দিয়ে বলবো “ভালোবাসি”।
৪৪) টিকটকের মাইয়ারা এক ভিডিওতে সাজে হুজুর খলিফা আরেক ভিডিওতে মিয়া খলিফা
ভন্ড শালীরা!
৪৫) দুনিয়াতে সবচেয়ে বড় বারোভাতারী হলো সাবান সব মানুষের সাথে শারিরীক সম্পর্ক আছে হালার।
৪৬) নোয়াখালী-১ আসন থেকে গোসল করতে যাচ্ছি। সকলের কাছে দোয়াপ্রার্থী
৪৭) BreakUp হওয়ার পর আমার Ex স্ট্যাটাস দিলো, “ইসলামে প্রেম করা হারাম”
৪৮)
তুমি যেটা চাইলেই পাও
সেটা Allahর ডিরেকশন
তুমি যেটা চাইলে পাওনা
সেটা Allahর প্রটেকশন
৪৯)
জীবনে 69 বার প্রেমে পড়েছিলাম।
প্রতিবারই মনে হইছে
তাকে ছাড়া বাঁচবোই না
৫০) মেয়েদের প্রোফাইল লক থাকাই ভালো। কারন ডাস্টবিন বন্ধ থাকলে দুর্গন্ধ কম ছড়ায়।
৫১) মানুষের হার্টের দাম ১.৪ মিলিয়ন ডলার আর তোমরা সেটা BF/GF রে মাগনা দাও ক্যান ভাই?
৫২) ছেলেরা আসলেই অনেক অবহেলিত কারন তারা বউয়ের সাথে রাগ করে বাপের বাড়ি যেতে পারেনা।
৫৩) Yes একটি অদ্ভুত শব্দ একবার বললে সুশীল লাগে কিন্তু দুইবার বললে অশ্লীল লাগে।
৫৪) উম্মাহ দিলে করোনা ছাড়ে চুম্মাহ দিলে ঠোঁট ফাটা সারে এমন নিব্বি কই পাওয়া যাবে ভাই?
৫৫) ব্রেকিং নিউজঃ অনলাইন ক্লাসে ছাত্রকে মারতে না পেরে আইডিতে রিপোর্ট মারলো টীচার।
৫৬) শালী ছাড়া বিয়ে করা এক বন্ধুকে ব্লক দিলাম।বেঈমানের কোনো জায়গা নেই আমার লাইফে।
৫৭)
শীতে ৩ টা জিনিস ছোট হয়ে যায়
১)দিন
২)কলিজা
৩) প্রথমে যেটা ভাবছিলেন ঔটাই।
৫৮) শ্রাবন্তি আর মিথিলা জীবনে যতগুলা ছেলের স্বপ্ন ভাংগছে ওতবার স্বপ্নদোষও হয়নাই আমার।
৫৯) জীবনে কারো উপর নির্ভর থাকা মানে হলো মেঘশুন্য আকাশের দিকে বৃষ্টির আশায় চেয়ে থাকা।
৬০) শীতকাল হইলো বিড়ি টানার Bestকাল ধরা খাইলে বিড়ি ধোয়াকেও কুয়াশার ধোয়া বলে চালানো যায়।
* অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে রইলুৃম নির্বিকারচিত্তে
স্মার্ট ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
আপনি যদি আপনার fb তে fb status bangla, কিংবা ফানি ক্যাপশন দিতে চান তাহলে নিসন্দেহে নিচের স্ট্যাটসগুলো দিতে পারেন।
৬১) পড়তে না বসার ১ বছর পূর্তিতে বইখাতা সব পুড়িয়ে আজ কেক কাটবো।
৬২) সব দোকানে বাকী খাওয়া যদি একটা শিল্প হয় তবে আমি দুনিয়ায় সবচেয়ে বড় বাকীশিল্পী।
৬৩) আমি কখনো ঝগড়া করে হারিনি হয় জিতেছি,না হয় জুতা মেরে দৌড় দিয়েছি।
৬৪) ইউটিউবে এড দেখতে দেখতে এখন মাঝেমাঝে স্বপ্নের ভিতরও ফুডপান্ডার এড দেখি।
৬৫) “কাজিনদের প্রেমে ধরা খাওয়ার” নিউজ শোনার মতন পৈশাচিক আনন্দ আর কিছুতে নাই।
৬৬) নতুন শাড়ি পড়লে মেয়েরা যতটুকু খুশি হয় নতুন লুঙ্গি পড়লে ছেলেরা ঠিক ততটাই বিরক্ত হয়।
৬৭) তুমি EGO সরিয়ে OGO বলে ডাক দাও আমি KiGO বলে সারা দেবো!
৬৮) গোবর শুকাইলে হয় জ্বালানী জমিতে গেলে হয় সার আর মগজে গেলে হয় ‘একাত্তর টিভি।
৬৯) যদিনা থাকে তোমার ‘চাপ চাপ দাড়ি’ ভাগ্যে নাই তবে তোমার ‘শাড়ী পড়া নারী’
৭০) যেই বয়সে খাওয়ার কথা ‘বেশিবেশি ক্রাশ’ সেই বয়সে খাচ্ছি ‘বেশিবেশি বাশঁ’
৭১) তোমরা বউ চাও Hot আর বউ সেই Hotness দিয়া সংসারে একটু আগুন লাগাইলেই দোষ?
৭২) যাদের ফ্যামিলি থেকে লাভ ম্যারেজ সাপোর্ট করে। দেখা যায় তাদেরই লাভ আইমিন প্রেম হয়না।
৭৩) নায়কের মতন ছেলের সাথে প্রেম করবা আর সে একটু অভিনয় করলেই দোষ? Lol!
৭৪) ময়লা জামাকাপড় পরলেই নাকি লাখপতি হওয়ার চান্স আছে। তাই ল্যাংটা বসে আছি। কোটিপতি হবো।
৭৫)
বায়োতে ‘শেষ নবীর উম্মত’
ইনবক্সে ‘শেষ ন্যুডটা প্লিজ’
এসব কি ভাই?
৭৬) ফেবুতে কারো কাশঁফুলের সাথে তোলা ছবি দেখলে মনে হয় ওরা ফার্মেসীর ফেমিকনের এড দিচ্ছে।
৭৭) বিড়ি টানতে টানতে বিড়ির বিরুদ্ধে লেকচার দিতে থাকা মানুষগুলা মারাত্মক ইনোসেন্ট হয়।
৭৮)
পাট আর কাশফুল-দুইটাই দুই অশ্লীল গাছ। একটু বাতাস পেলেই একটা আরেকটার লগে লাগালাগি করে।
৭৯)
আচ্ছা, “PlayBoy” এর সাথে “PlayGirl” এর বিয়ে দিলে বাচ্চা কি “PlayStore” হবে?
৮০) একমাত্র মূর্খরাই বউ পিটায়। বুদ্ধিমানরা তো বুদ্ধি করে রাতে ৩ কেজি গুড়া মাছ কিনে আনে।
নিচে কিছু আবেগী ক্যাপশনের ভিডিও দেওয়া হল।
Attitude স্মার্ট ফেসবুক স্ট্যাটাস
৮১) একটি এ্যাপ ইনস্টল করতে গিয়ে আরেকটি এ্যাপ আনস্টল করা মানুষগুলাই প্রকৃত মধ্যবিত্ত।
৮২) কারো ফোনের প্যাটার্ন লক খোলা দেখলেই বোঝা যায় তার মনেও ঠিক কতটা প্যাচঁ।
৮৩) রাতে ঘুম আসেনা কিন্তু সকালে খুব ঘুম পায়। এইটা কি আমার আমেরিকার যাওয়ার লক্ষণ?
৮৪) বামুন হয়ে চাঁদে হাত দেওয়া আর Data User হয়ে Data Packageএ হাত দেওয়া এখন দুটোই সমান।
৮৫) রাস্তায় দুজন লোক গালাগালি করছিলো। আমি গিয়ে বুঝানোর পর এখন তারা মারামারি করতেছে।
৮৬) আইডি কার্ডে নিজের ছবিটা দেখে এত্ত মায়া লাগে।ইচ্ছে করে নিজেরে দুইটা টাকা ভিক্ষা দেই।
৮৭) মধ্যরাতে গার্লস গ্রুপে ডুকলে মনে হয় এক চটি’তালয়ে ডুকে পড়েছি। রসেভরা টসটসে পোস্ট সব।
৮৮)
বসন্ত হয়েই তুমি এসেছিলে এক সন্ধার বর্ষায়।
আমি শরৎ হয়েই তোমার চোখে হেমন্ত খুঁজেছিলাম।
আর তুমি গ্রীষ্মের আঁচলে ঢেকেছিলে শীতাবৃত চাহনী
৮৯)
দুনিয়ার সব এটিটিউড
মাটি গজিয়ে উঠে এক্সের সামনে আর
মাটি চাপা পড়ে আম্মুর ঝাটার সামনে
৯০)
বাজারের সব ইলিশ পদ্মার
সব আম রাজশাহীর আর
বাসার সব দোষ আমার
৯১) আমার বউ আমি নিবো অতি দেনমোহর কেনো দিবো?
৯২) টাকা হইলো ডেটল সাবানের মতো। এটা আমাদের 99.9% প্রবলেমস ধ্বংস করে।
৯৩) জামাই যখন দরজায় দাড়ায়। জাস্টফ্রেন্ড তখন জানালা দিয়ে পালায়।
৯৪)
মাংসের গন্ধে ঘুম আসেনা
একলা জেগে রই।
মাগো আমার অমৃত স্বাদের
সবজি ডাল-ভাত কই
৯৫) ২ কিঃমিঃ জার্নি করে ২ কেজি বমি করে। আবার ফেবু বায়োতে লিখে রাখে “Born Traveller”
৯৬) মেয়েরা মাস্কের নিচেও লিপস্টিক দেয়। আর তুমি ভাবো তোমার জন্য সাজে??
৯৭) পাছায় মাংস না থাকলে কোথাও দাম নাই। না ইন্সট্রা’গ্রামে, না গরুর-হাট-গ্রামে।
৯৮) বিড়ি কেনা’র চেয়েও কষ্টকর হলো ‘বিড়ি টানা’র জন্য একটা নিরাপদ জায়গা খুঁজে বের করা।
৯৯) “দুইটির বেশি থাপ্পড় নয়।একটি হলে ভালো হয়” -ক্রেতাদের উদ্দেশ্য কোরবানির গরু
১০০) যেসব মেয়েদের গালের টোল আর গজ দাঁতের অহংকার ছিলো সব আজ মাস্কের নিচে চাপা পড়ে গেছে।
স্টাইলিশ বাংলা ক্যাপশন
১০১) বাংলাদেশের তাবিজ বিক্রেতার আপগ্রেডেড ভার্সন হইলো ‘মোটিবেশনাল স্পিকার’
১০২) মায়ের সাথে মার্কেটে গিয়ে দামাদামির সময় এমন ভাব ধরতে হয় যেনো এই মহিলারে আমি চিনিই না।
১০৩) মুড়ি’র চরিত্র বড়ই সন্দেহজনক কখনো কাঁঠালের সাথে, কখনো চানাচুরের সাথে ইটিশপিটিশ।
১০৫) বর্তমানে বাঙালি ক্যারিয়ার নিয়েও ওতটা চিন্তিত না যতটা চিন্তিত পোস্টের রিচ নিয়ে।
১০৬) পৃথিবীর ২য় ভাগ্যবান বিল গেটস আর ১ম জন ‘বর্ষাকালে ছাতা ধার দিয়ে ফেরত পাওয়া ব্যাক্তি।
১০৭) চাঁদের নিজস্ব কোনো জাস্টফ্রেন্ড নেই। তাই পৃথিবীর চারপাশে টাংকি মারে।
১০৮) সুন্দরবনে এতো মৌমাছিও নাই, অনলাইনে যতগুলো মধুবিক্রেতা আছে।
১০৯) পরিশ্রম হলো সৌ’ভাগ্যের প্রসূতি আর বিসিএস হলো বউ’ভাগ্যের প্রসূতি।
১১০)
১৯২০ঃ মানুষকে বসতে দিলে শুইতে চাইত
২০২০ঃ মানুষকে বসতে দিলে WiFi পাসওয়ার্ড চায়
১১১) প্রাণ কোম্পানি মধু বানালে নাম কি হবে?? প্রাণ’হানি।
১১২)
ঔখানে মোর এক্সের বাড়ি
ডালিম গাছের তলে।
ত্রিশ বছর ভিজায়ে রেখেছি
সাদা হিসুর জলে
১১৩)
যে নারী গোসল কইরা
চুলে দিলো ঝাড়া।
এক রুপা থাকতে তাহার
হাজার হিমু খাড়া
১১৪)
মেয়েটার নাম ছিল উমা দেবী।
আইডি কার্ডে আসছে ‘চুমা দিবি
১১৫) ‘লিংক আছে’ শব্দটা এটম বোমের মত, কোথাও ছাড়লেই ইনবক্স বিস্ফোরিত হয়!
১১৬) বাশঁবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঔ মাগো আমায় ‘বাবু’ ডাকা জাস্টফ্রেন্ডটা কই।
১১৭) মাংসের অভাবে গালে টোল পড়ে, আর এটাকেই কিউট বলে চালিয়ে দেয় বাঙালি।
১১৮) মাত্র ১% চার্জ নিয়ে ক্রাশের লগে চ্যাট করি আর তুমি আমারে রিস্ক নেওয়া শিখাও?
১১৯) SSC Candidates After result: এখন আমার প্রথম কাজ নতুন ফোন কেনা।
১২০) প্রতিটা মেঘমাখা গর্জন বাংলা সিনেমার মত নিব্বি নিব্বাকে জড়িয়ে ধরার চান্স তৈরী করে।
অ্যাটিটিউড ক্যাপশন ২০২৪
১২১) ভাইয়া’ থেকে যদি ‘বাবু’ পরিণতি হয়, তবে ‘ভাইয়া’ ডাকাই শ্রেয়।
১২২) আবার আসিব ফিরে, টং দোকানের ভিড়ে, বিড়ি হাতে এই বাংলায়।
১২৩) ক্লাস সিক্সের একটা ছাত্র স্টাটাস দিছে, ‘রক্তে নিকোটিন আছে কিন্তু বেঈমানী নাই।
১২৪) সারা সৌরজগত খুজেঁও ওমর সানির মত এলিয়েন খুজেঁ পাওয়া যাবেনা।
১২৫) গফের বাসা ব্রাহ্মণবাড়িয়া শুনে চটজলদি ব্রেকাপ করে ফেললাম।
১২৬) হিন্দি সিরিয়াল দেখলে আর সাইন্স শেখা লাগেনা।
১২৭) ক্লিনশেভ কইরা নিজের মুখই খুজেঁ পাই না,আর তোমার মন কি খুজঁবো?
১২৮) ফেসবুকে যে মেয়ে যতটা নোংরা, ততটা জনপ্রিয়।
১২৯) ছেলেদের হেডফোনের তার আর পাছার নিছের বিছানা চাদর কখনোই ঠিক থাকেনা।
১৩০) গরমকালে শিমের তরকারি খাওয়া আর ঘাস খাওয়ার সমান।
১৩১) জাব পকেট মে প্যায়সা হোতা হে, এটিটিউট আপনে আপ আ যাতা হে।
১৩২) আমার পেট থেকে যদি বাংলাদেশে গ্যাসলাইন সাপ্লাই দেওয়া যেত,এতদিনে কোটিপতি হয়ে যেতাম।
১৩৩) আপনি যতই স্মার্ট হউন না কেন! এক বছর আগের আপনার আপনিকে আপনার কাছে ক্ষ্যাতই মনে হবে।
১৩৪) প্রেসার নিতে নিতে জীবনটা প্রেসার কুকার হয়ে গেলো।
১৩৫) বাইরে মাইকিং হচ্ছে, “জেসমিন আপার ফুটবলে, সিল মারুন তালে তালে”
১৩৬) বিয়েবাড়িতে বউ বিদায়ের সময় বউকে বোন বলতেছে, “কান্দিস না বইন,মেকাপ নষ্ট হয়ে যাবে”
১৩৭) সবাই বলে, “চা খাবেন!ঢেলে দেই!!” কিন্তু কেউ বলেনা, “GF লাগবে!এনে দেই!”
১৩৮) বাসা থেকে খুব খুব চাপ দিচ্ছে -গোসলের জন্য।
১৩৯) গার্লস স্কুলের সামনে দাড়িয়ে গফকে টাটা দিচ্ছিলাম, কোন শালা সেটার ছবি তুলে পোস্ট দিছে “বাবাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ।
১৪০) আমি বিলাসবহুল ফ্ল্যাটের বারান্দায় ঝুলে থাকা লুঙ্গির মতো, তোমাদের শহরে বড্ড বেমানান।
– রৌদ্রস্নানের নির্জনতায় আমি দাড়িয়ে একা। কোথাও যেন কেউ নেই।
প্রেমিকা নিয়ে স্ট্যাটাস
প্রেমিকাকে নিয়ে ফেসবুক ক্যাপশন খোজতেছেন? তাহলে এই আর্টিকেল দেখুন, এই আর্টিকেলে রয়েছে মনের মানুষ নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস।
১৪১)
আপনি মোটা হলে পাবলিক বলবে সারাদিন খান, আপনি চিকন হলে পাবলিক বলবে নেশা করেন। আপনি সুস্বাস্থ্যের অধিকারি হলে পাবলিক বলবে এসব ছেলে/মেয়ে পটানোর ধান্দা। মোটকথা আপনি যেমনই হোন না কেন, পাবলিক চুলকাবে, তাদের চুলকানির সমস্যা।
১৪২)
মন বললো সমুদ্রে চল
কাজ বললো অফিস
মনকে বোঝাই সুযোগ হলে
আবার ঘুরে আসিস।
১৪৩)
কিপটা জ্যোৎস্না-
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, ৮০ ৮০ বলে জ্যোৎস্না ৭০ দিয়েছে।
বিফ লাভার জ্যোৎস্না-
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, খাসি খাসি বলে জ্যোৎস্না গরু দিয়েছে।
১৪৪) মন খারাপ থাকা খারাপ কিছু না। যাদের মন বলে কিছু একটা আছে, তাদেরই মাঝে মাঝে একটু মন খারাপ হয়।
১৪৫) হানিফ সংকেতের বাসায় অভিযান। বিপুল পরিমাণে মহামূল্যবান বই ও পরিবেশবান্ধব গাছ উদ্ধার!
১৪৬) পৃথিবীতে অপেক্ষার দাম কমে গেছে। আগে একটা চিঠি দিয়ে মানুষ দশদিন অপেক্ষা করতো। এখন দশজনকে মেসেজ পাঠিয়ে মানুষ একটা রিপ্লাইয়ের অপেক্ষায় থাকে।
১৪৭) আগে ভালো লাগা তারপর ভালো করে লাগা। আগেই লাগানোর চিন্তা করে আগানো ঠিক না।
১৪৮) মেয়েদের সাথে কথা বলার চেয়ে মদ খাওয়া ভালো। তবে মদ খেয়ে মেয়েদের সাথে কথা বলতে পারলে আরো ভালো লাগে।
১৪৯) চাওয়া ভালো। তবে খুব করে চাইতে নেই। খুব করে চাইলে অবশেষে না পেলে মেনে নেয়া যায় না। না পাওয়ার কষ্টগুলো কোথা থেকে এসে জড়ো হয়। জ্বরও হয়, মনের।
১৫০) ভাত আমাদের প্রিয় খাবার। আমরা বারো মাসই ভাত খাই। এই হিসেবে আমরা সবাই বারো ভাতারি।
১৫১) অফিস খোলা কিন্তু যানবাহন বন্ধ ব্যাপারটা অনেকটা প্রেম করবো কিন্তু যা হবে বিয়ের পরের মতোন।
১৫২) লজ্জায় মুখ দেখাতে পারিনি, তাই পাছা দেখিয়ে চলে আসলাম।
১৫৩) যে দেশে পোলাপান ইয়াবাকে “বাবা” বলে ডাকে, সেই দেশে বাবাদের শুধু বাবা দিবসই না, অন্য দিবসেও শান্তি নাই।
১৫৪) তোমার প্রতি আমার কোন রাগ নেই। যা আছে তাকে অভিমান বলতে পারো। অভিমান আছে বলে তুমি কিছু মনে করো না আবার। যা ক্ষতি শুধু আমার, তোমার কোন দোষ নেই তাতে।
১৫৫) শুক্রবারে নিজের বাসায় পোলাও মাংস না থাকা যতটা কষ্টের, পাশের বাসা থেকে পোলাও মাংসের গন্ধ আসা তারচেয়ে বেশি কষ্টের।
১৫৬) জোর করে টিকিয়ে রাখা সম্পর্ক জমে যাওয়া গরুর মাংসের মতো। রান্না যতই ভালো হোক, মজা পাওয়া যায় না।
১৫৭) মনতো আর রাউটার না। একবার অফ করে অন করলে তোমাকে ভুলে যাবো!
১৫৮) জিব্বার মধ্যে সিভিটই আমাদের LSD
১৫৯) অনেক হাহা রিঅ্যাকশনের মধ্যে কিছু লাইক রিঅ্যাকশন যেন এক বালতি দুধে গরুর মুত।
১৬০) বাসা থেকে বাইরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে।
বাংলা শর্ট ক্যাপশন 2024
ওয়াটসাপ স্টোরিতে যদি রোমান্টিক স্ট্যাটাস, বা স্টাইলিশ স্ট্যাটাস দিতে চান তাহলে নিচের লেখাগুলি দেখতে পারেন।
১৬১) এক্সের আশীর্বাদে ভালোই আছি।
১৬২) বাসায় এসি থাকায় গরম নিয়ে স্ট্যাটাসও দিতে পারতেছি না।
১৬৩)
– ভাই! ভাবী কি প্রেগন্যান্ট?
– নাহ, ইফতার একটু বেশি খাইছে।
১৬৪) বিল গেটসেরই ব্রেকআপ হয়ে যায়, আমরা কোন বাল।
১৬৫) যতটা বৃষ্টি শহরে, তার চেয়ে বেশি হৃদয়ে।
১৬৬)
এই ঝড়ে
আমার মন
তোমার বারান্দায়
আছে পড়ে।
১৬৭) ভালো থাক সব কাক।
১৬৮)
মিথ্যের শহরে কেন যে তুমি আমায় নিয়ে ভাবো
যে যাই বলুক, যাই সাধুক আমি তোমার কাছে যাবো।
১৬৯) তোমাকে মেসেজ পাঠাতে গিয়ে কতোবার শুধু প্রোফাইল থেকে ঘুরে এসেছি, সে কথা আমার ঈশ্বর জানে।
১৭০) তোমার জন্যে লিখতে গিয়ে কতবার যে ব্যাকস্পেস চেপে গুটিয়ে নিয়েছি হাত.. সে কথা আমার ঈশ্বর জানেন।
১৭১) বিশ্বাসতো সেদিনই উঠে গেছে যেদিন শীতের মাস ডিসেম্বরে ফ্যান ছেড়ে ঘুমাতে হয়েছে।
১৭২) শালার মশা, রক্ত না খেয়ে চর্বি খেলে এতদিনে আমার সিক্স প্যাক থাকতো।
১৭৩) জীবনে মোটিভেশন না লাগলেও সিঙ্গারার সাথে পেঁয়াজ অবশ্যই লাগে।
১৭৪) দেখানো রাগটাই দেখলে, জমানো অভিমানটুকু জানলে না।
১৭৫) চা মূলত অনেক প্রকারঃ
দুধ চা, লিকার চা, আদা চা, লেবু চা, বিচার চা, মাফ চা, ধইন চা, এদিক চা, সেদিক চা, এটা চা, ওটা চা।
১৭৬)
বৃষ্টি পড়ে টাপুরটুপুর নদে এলো ঢেউ
বাজারে আসছে আইফোন 15, কিনে দিবে কেউ?
১৭৭) বন্ধু তুমি আছো সুখে, আগুন জ্বলে আমার বুকে!
১৭৮) জীবনযুদ্ধে হোঁচট খেয়ে পড়ে গেলে ব্যারিস্টার সুমনের মতো বলতে হবে- “মাডিত ফরনই লাগবো।”
১৭৯) রূপবতী মেয়েদের ফেসবুক প্রোফাইলে বেশিক্ষণ ঘোরাঘুরি করা যায় না। মনে হয় এই বুঝি বউ দেখে ফেলবে।
১৮০) কেমন আছিস? কোথায় আছিস? বেঁচে আছিসতো?
ইউনিক ক্যাপশন বাংলা
ভালোবাসার মানুষকে নিয়ে, প্রেমিকা কিংবা ভালো লাগার মানুষকে নিয়ে যদি ফেসবুক ক্যাপশন, ফেসবুক স্ট্যাটাস খোঁজে থাকেন তাহলে এই আর্টিকেল আপনার জন্য, এই আর্টিকেলে দেওয়া হয়েছে সেরা সেরা ফেসবুক স্ট্যাটাস।
১৮১) মানুষ মানুষকে প্রশংসা করতে গেলে কার্পণ্য করে। আবার অনেক প্রশংসা ঠিক প্রশংসাও না, বুক ভরা হিংসা।
১৮২)
শেয়াল ডাকে হুক্কাহুয়া
আমি কসাই তুমি বুয়া!
১৮৩) আমি শুধু তোমাকে ফলো করিনা, লাভ কেয়ারও দেই।
১৮৪) তুমি ভাতের মতো নরম, ভর্তার মতো ঝাল।
১৮৫) লিপস্টিকের দাগ দেখে বোঝা গেলো- এটা তোমার মাস্ক।
১৮৬) লিভারপুলও লিগ জিতে যাচ্ছে অথচ আমি এখনও তোমার মন জিততে পারলাম না।
১৮৭) আগুন সুন্দরী এক মেয়ের ছবি দেখে ইনবক্সে হাই লিখতে গিয়েছিলাম। পরে প্রোফাইল চেক করে দেখি ফেস অ্যাপ দিয়ে মেয়ে সেজে বসে আছে এক দাড়িওয়ালা ইতর পোলা।
১৮৮) একটু বুদ্ধিমান না হলে প্রেম করা যায় না। আর বেশি বুদ্ধিমানদের প্রেম বেশিদিন টিকে না। প্রেমের পর গাধা হয়ে যাওয়া ভালো, বিয়ের পরও তাই।
১৮৯) ঘুমিয়ে আছে বাবুর বাবা সব বাবুরই অন্তরে।
১৯০) আমি তারায় তারায় রটিয়ে দিবো তুমি চামার!
১৯১) মনডা চায় লাইভে আইসা কিছু মানুষরে থাবড়াই!
১৯২)
সাধারণ আম- ল্যাংড়া আম, ফজলি আম।
কেমিস্ট্রির আম- পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম
হতাশার আম- কী করবাম, আমার কী কাম, বিধিবাম
খারাপ আম- আকাম, কুকাম, বদনাম
১৯৩) এবারও বাজেটে বাড়েনি তোমার কাছে আমার দাম।
১৯৪) বেঁচে আছি, এইতো জরুরী খবর।
১৯৫)
জানি আসবেনা তুমি, তোমার খবর
ঝড় ঝরবার আগে কিংবা বৃষ্টির পর।
১৯৬) মেয়েরা শুধু নোবেলদেরই বেল দেয়। ভালো ছেলেদের তারা ভাই বানায়, রিলেশনে জড়ায় না, বিবাহ করেনা।
১৯৭) শুয়ে তারা দেখলে আশেপাশের সবকিছু যেন উধাও হয়ে যায়। মনে হয় আকাশে ভাসছি, কেউ ডাকলে বলবো- তারাগ্রস্থ আছি, ফিরে তাকাবো না।
১৯৮)
সময়োপযোগী বিড়িবিরোধী স্লোগান-
আসিতেছে আম্পান
বন্ধ করো ধূমপান
১৯৯) ছবির সাথে ছবি মিলাইতে পারো, আমার সাথে তোমাকে মিলাইতে পারো না।
২০০)
তোমার জামা গোলাপি
তুমি খাও জিলাপি
হৃদয়ের হিসাবে
তুমি ঋণ খেলাপি।
২০১) বন্ধু তখনই চিনা যায়, যখন বিপদ আসে।
১৮+ ফেসবুক স্ট্যাটাস
বঊ কিংবা প্রেমিকা নিয়ে যদি মজার ১৮+ ফেসবুক স্ট্যাটাস কিংবা ১৮+ ফেসবুক ক্যাপশন খোঁজেন তাহলে নিচের ছোট ছোট লেখাগুলি হতে পারে সেরা পছন্দ।
- দুই মহিলা চুলাচুলি করতেছে। এখানে দোষ কার? এই দুই মহিলার স্বামীর। –উইম্যান চাপ্টার।
- কামের মধ্যে প্রেমের মূল না থাকিলে ভোগের বিকাশ পরিপূর্ণ এবং স্থায়ী হয় না।
- যখন মুখের ভাষা বন্ধ হয়ে যায়, তখন প্রেমিক-প্রেমিকারা চোখের ভাষায় কথা বলে। যখন চোখও কথা বলে না, তখন হৃদয়ে-হৃদয়ে বাণী বিনিময় হয়।
- একটি পুরুষ আর একটি নারীকে যদি একত্রে কোথাও রাখ, অল্প কিছু জিনিসই তাদের করার থাকে। তারা পরস্পরকে জড়িয়ে ধরে। উষ্ণ করে তোলে একে অপরকে। বাকি থাকে সবই শূন্য আর মৃত।
- এক ছাগল আমার সব পোস্টে এংরি রিএক্ট দিচ্ছে। পরে খবর নিয়ে জানতে পারলাম এই ছেলে আমার সাবেক প্রেমিকার বর্তমান প্রেমিক।
- জীবনের শ্রেষ্ঠতম মোটিভেশনাল বাক্য — “ডরাইলেই ডর। ভইরা দিলে কিয়ের ডর?”
- দ্যাট অকোয়ার্ড মোমেন্ট…যখন খেয়াল করলেন ভাইরাল হওয়া কোনো ভিডিওর বিছানার চাদর আর আপনার ঘরের বিছানার চাদর একই রকম। খাটের দিকে তাকাইলেই নিজেরে নষ্ট মনে হয়!
- জীবনটা বিএনপি হইয়া গেলো। যে সিদ্ধান্তই নেই,কয়দিন পর দেখা যায় সেটা ভুল সিদ্ধান্ত ছিলো!
- – আমাকে কখনো ছেড়ে যাবা না তো? — বাংলা একাডেমি ‘ঈদ’ বানান ‘ইদ’করেছে।কিন্তু আমি নতুন ‘ইদ’পেয়ে পুরোনো ঈদ কে ছেড়ে দেই নি। এখনো সবসময় ঈদ-ই লিখি। ইউ ক্যান ট্রাস্ট অন মি।ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না!
- এই দেশে লাক্স-চ্যানেল আই ছাড়া অন্য কোনো চামড়া ব্যবসায়ী,চামড়ার প্রকৃত দাম দেয় না!
- রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু শিঙাড়া অনন্ত- যৌবনা!
- শুভ জন্মদিন চেগুয়েভারা। আপনি থাকবেন আমাদের বুকে। –জনৈক টিশার্ট ব্যাবসায়ী।
- রোজা শেষ হওয়ার পরের সময়টা খুব ভাল্লাগে। নিজে খারাপ কাজ করলেও দোষটা দিব্যি শয়তানের উপর চাপিয়ে দেয়া যায়।
- সবাই পর্দা চায়,সবাই মানসিকতা পরিবর্তন চায়। আবার সবাই লিংকও চায়। বড়ই আজিব দেশ আমার।
- চুমুতে চিনি নেই, মধুও মেশানো থাকে না–তবুও চুমুর মতো মধুর স্বাদ জগতে আর কিছুতে নেই।
- কামনা আর প্রেম এ দুটো হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন।
রোমান্টিক বাংলা ক্যাপশন
এখানে পাবেন কিছু ফেসবুক স্ট্যাটাস বাংলা, চলুন দেখেনেই
# যে প্রেমিকারা প্রেমিকদের বাবু বাবু বলে ডাকে তাদের মা দিবসের শুভেচ্ছা।
# সুহুর, জালেবি, তারাউই বলার দিন শেষ। ঈদ মোবারক বাংলাদেশ।
# পরের জন্মে আমি ঐ আপুটি হতে চাই যার জামাই মৌলিক চাহিদা জামা, জুতা, মেকআপের পাশাপাশি ঈদ উপলক্ষে আইফোনের নতুন মডেল উপহার দেয়। – প্রেমিকাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস
#এই গরমে নিজেকে চুলায় বসানো কড়াই মনে হচ্ছে। পানি পড়লেই ছ্যাঁত করে উঠে।
# রেস্টুরেন্ট থেকে ফেরার সময় পকেটে টিস্যু না ঢোকালে নিজেকে বাঙালি লাগে না।
ভেতরে সাহস, সততা, শক্তি থাকলেই ৭ মার্চের মতো ভাষণ দেয়া যায়। বর্তমানে বড় নেতা থেকে শুরু করে পাতি নেতা পর্যন্ত বঙ্গবন্ধুকে নকল করে ভাষণ দিতে যায়। জননেতা না হতে পারায়, ভেতরে কিছু না থাকায় তাদের ভাষণ মানুষকে হাসায়। বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস
fb caption bangla
চলুন এবার দেখে নেই কিছু ফানি ও মজার ফেসবুক স্ট্যাটাসঃ
# আমার এক্স এর কথা মনে হচ্ছে হোক, আমি আস্তাগফিরুল্লাহ বলে, শয়তান তাড়ানোর লোক;
#মোবাইল টিপার সময় মাঝেমাঝে মুচকি হাসি খুবই বিপদজনক কারন আম্মু মনে করে আমি প্রেম করতাছি।
#জীবনে এমন একটা জিনিস, যা কখনো ডিলিট হয় না,, আর সেটা হলো কারো রেখে যাওয়া মধুর সৃতি
# বুদ্ধিমান ছেলেরা কখনো সিগারেট খায়না কারণ….. সে জানে তার ঠোঁটগুলো তার স্ত্রীর হক।
# আজকের ছেলেরা সবকটি গাদা, তাই আমি এখনো সিঙ্গেল রয়ে গেলাম।
# যেকোন জিনিষ Delete যতো তারাতাড়ি হয়, Download ততো তারাতাড়ি হয়শনা। সেটা কোনো মোবাইল Apps হোক কিংবা বা রিলেশন হোক।
# অহংকার ও হিংসা দুইটাকেই ত্যাগ করো, কারণ আমি ও তুমি এই পৃথিবীর দুই দিনের অতিথি মাত্র।
ফেসবুক স্ট্যাটাস ছবি
যারা ফেসবুক স্ট্যাটাসের জন্যে ফেসবুক স্ট্যাটাস ছবি খোজতেছেন তাদের জন্যে নিচে কিছু ফটো স্ট্যাটাস দেওয়া হল।
শেষ কথা
এই দীর্ঘ লেখাতে আমরা অনেক ধরনের ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন দেখলাম, আপনারা চাইলে এখান থেকে পোস্টগুলি কপি করে আপনাদের নিউজফিডে শেয়ার করতে পারেন, এছাড়া ফটোর কাভার, স্টোরি কিংবা ফেসবুক রিলেও এইসব সুন্দর সুন্দর স্ট্যাটাসগুলি ব্যবহার করতে পারেন।
আমরা এই লেখার প্রায় শেষে চলে এসেছি, আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী লেখাতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ!