স্বপ্নে কুকুর দেখলে কি হয়? বিড়াল, বাঘ দেখলে কি হয়? ২০২৪

স্বপ্নে কুকুর দেখলে কি হয়

Last Updated on 7th April 2024 by Mijanur Rahman

আমরা প্রায় সময় স্বপ্নে অনেক কিছু দেখে থাকি, স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা চিন্তিত থাকি, তাই এই পোস্টে স্বপ্নে কুকুর দেখলে কি হয়, স্বপ্নে বিড়াল দেখলে কি হয়, স্বপ্নে বাঘ দেখলে কি হয় তার ইসলামিক ব্যাখ্যা দেওয়া হল।

লেখায় পাবেন

  • স্বপ্নে কুকুর দেখলে কি হয়
  • স্বপ্নে বিড়াল দেখলে কি হয়
  • স্বপ্নে বাঘ দেখলে কি হয়

স্বপ্নে কুকুর দেখলে কি হয়

কুকুর হরহামেশাই আমরা আমাদের আশেপাশে দেখে থাকি, কুকুর খুব বন্ধুপ্রিয়ও হয়ে থাকে। তবে স্বপ্নে যখন কুকুর এসে হাজির হয় তখন, অনেক ধরনের অর্থ হয়ে থাকে। তাই স্বপ্নের কুকুর দেখলে ইসলাম কি বলে এবং ইসলামিক ব্যাখ্যা কি হয় তা নিয়েই এই লেখা। চলুন দেখে নেওয়া যাক কুকুর স্বপ্নে দেখলে তার কি ব্যাখ্যা হয়ে থাকে।

স্বপ্নে কুকুর দেখলে কি হয়
অর্থ
কেউ যদি স্বপ্নে কুকর দেখে
তার মানে দুশমন বৃদ্ধি পাওয়া কিন্তু তার শত্রুতা কঠোর কট্টর পর্যায়ে গড়াবে না, বরং স্বাভাবিক অবস্থায় থাকবে- এমনকি এক পর্যায়ে সে অন্তরঙ্গ সুহৃদে রূপান্তরিত হবে। কিন্তু তার বন্ধুত্ব হবে নীচজাতপ্রসূত এবং সৌজন্য-শালীনতার ছোঁয়াশূন্য।
স্বপ্নে কুকুর যদি তার দিকে ঘেউ ঘেউ করে, তার অর্থ হচ্ছে
নিম্ন শ্রেণীর শালীনতা বঞ্চিত কোন লােকের মুখে সে কটু বাক্য শুনতে পাবে। যার ফলে তার অন্তর ব্যথিত হবে।
কেউ যদি স্বপ্নে দেখে কুকুরটি তার সাথে ঝগড়ায় লিপ্ত তার অর্থ
তাকে কামড় দিতে উদ্যত, তাহলে অর্থ হবে কটু বচন তাে শুনবেই- সে অতিরিক্ত আরাে খারাপ কথা ও আচরণ শুনবে বা লাভ করবে।
স্বপ্নে কুকুর কামড়াতে দেখলে কি হয়? বা তার কাপড় ছিড়ে ফেলেছে তার অর্থ কি?
মনে হবে লােকটি তার মান-ইযযতে আঘাত দিবে। আর কাপড় যে পরিমাণ ছিড়েছে মর্মে দেখতে পায়, সে অনুপাতে মন্দ আচরণ তার থেকে সে প্রাপ্ত হবে।
কেউ যদি কুকুরের গোশত খেয়েছে দেখতে পায় তার অর্থ
শত্রুর উপর সে বিজয়ী হবে এবং প্রাধান্য বিস্তার করতে সক্ষম হবে। একই ভাবে দুশমন থেকে সে সম্পদও লাভ করবে।
কেউ যদি স্বপ্নে দেখে কুকরকে বেঁধে রেখেছে এর সাহায্যে কোনো কিছুর জয়ী হয়ে আছে তার অর্থ
এটা তার শত্রু নয়; বরং এদ্বারা এমন ব্যক্তি উদ্দেশ্য- যার মাধ্যমে সে বিভিন্ন বিষয়ে সাহায্য লাভ করবে।
কেউ যদি স্বপ্নে কুকুরের দুধ পান করেছে তার অর্থ
চরম ভীতি, যা দর্শনকারীর মন আচ্ছন্ন করে রাখবে। শিকারী দাত বিশিষ্ট যে কোন হিংস্র প্রাণী স্বপ্নে দেখতে পাওয়া নিজের শক্তির পরিমাণ দুশমন অর্থবােধক। (অর্থাৎ, দর্শনকারী যে পর্যায়ের শক্তি-সামর্থে বলীয়ান হবে দুশমনও সে একই শ্রেণীভুক্ত হওয়ার নিদর্শন।)

স্বপ্নে বিড়াল দেখলে কি হয়

স্বপ্নে বিড়াল দেখলে কি হয়

স্বপ্নে বিড়াল দেখলে কি হয়

পোষা প্রাণীর মধ্যে বিড়াল খুব জনপ্রিয়, এবং আমাদের নবী বিড়ালকে খুব ভালোবাসতেন। তবে বিড়াল স্বপ্নে দেখলে নানান অর্থ হয়ে থাকে, চলুন দেখে নেওয়া যাক স্বপ্নে বিড়াল দেখলে কি হয় ও তার ইসলামিক ব্যাখ্যা কি হয়।

স্বপ্নে বিড়াল দেখলে কি হয়
অর্থ
কেউ যদি দেখতে পায় নিজের ঘরে বা পরের ঘরে বিড়াল ঢুকেছে তার অর্থ
সেখানে চোর ঢুকবে
কেউ যদি দেখে বিড়াল জিনিস নিয়ে উধাও হয়ে গেছে তার অর্থ
চোর সেখান থেকে কোন জিনিস চুরি করে নিয়ে যাবে।
কেউ যদি স্বপ্নে দেখে বিড়াল মেরেছে বা জবাই করেছে তার অর্থ
সে ব্যক্তি শত্রুর উপর জয়লাভ করবে।
কেউ যদি দেখে বিড়াল তার সাথে যুদ্ধে রত আছে তার অর্থ
অতিশীঘ্র সে রােগাক্রান্ত হয়ে পড়বে।
যদি দেখে যুদ্ধে বিড়ালকে পরাজিত করেছে তার অর্থ
তাহলে এটা শীঘ্রই তার রােগমুক্তির আলামত।
স্বপ্নে বিড়াল কামড়ালে দেখলে তার অর্থ
তাহলে এটা তার রােগ দীর্ঘ দিন স্থায়ী হওয়ার নিদর্শন। এ প্রসঙ্গে ইমাম মুহাম্মদ ইবনে সীরীন (রহঃ) বলেছেন- এ রােগে সে পূর্ণ এক বছর ব্যাপী আক্রান্ত অবস্থায় পড়ে থাকবে। বলা বাহুল্য, গৃহপালিত বিড়াল অপেক্ষা বন বিড়াল বেশী ক্ষতিকর, অধিক মারাত্মক।
স্বপ্নে বাঘ দেখলে কি হয়
স্বপ্নে বাঘ দেখলে কি হয়

স্বপ্নে বাঘ দেখলে কি হয়

বাঘ হল একটা শিকারী প্রাণী, স্বপ্নের মধ্যে যখন বাঘ দেখা যায় তখন আমরা খুব চিন্তিত হয়ে পড়ি। চলুন দেখা নেওয়া যাক স্বপ্নে বাঘ দেখলে ইসলাম কি বলে, অথবা স্বপ্নে বাঘ দেখলে তার ইসলামিক ব্যাখ্যা কি হয়।

স্বপ্নে বাঘ দেখার অর্থ ও ব্যাখ্যা
অর্থ
কেউ যদি স্বপ্নে দেখে বাঘের সাথে সে লড়াইরত আছে তার অর্থ
আলােচ্য ধরনের লােকের সাথে সে ঝগড়ায় লিপ্ত রয়েছে।
কেউ যদি স্বপ্নে দেখে বাঘের পিঠে আরোহণ করে তার অর্থ
দর্শনকারী মান-মর্যাদা, ইজ্জত-সম্মান ও বুযুর্গী লাভে ধন্য হবে এবং শক্তিমান পরম শত্রুর উপর জয়লাভ করবে।
কেউ যদি স্বপ্নে দেখে বাঘিনীর দুধ পান করেছে তার অর্থ
তাহলে সে দুঃখ-যাতনা ও কঠিন বিপদের শিকার হবে
কেউ যদি স্বপ্নে বাঘের গোশত চামড়া, তার সকল অঙ্গ-প্রত্যঙ্গ দেখতে পাওয়া তার অর্থ
শত্রুর হাত থেকে ছিনিয়ে আনা সম্পদের অর্থ প্রকাশ করে।

এই ব্লগের কোন লেখায় তথ্যগত কোন ভুল থাকলে আমাদের Contact পেইজে সরাসরি যোগাযোগ করুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তথ্য যাচাই করে লেখা আপডেট করে দিবো।

Author

2 thoughts on “স্বপ্নে কুকুর দেখলে কি হয়? বিড়াল, বাঘ দেখলে কি হয়? ২০২৪”

  1. স্বপ্নে কুকুর কে তাড়াতে দেখলে কি হয়

Leave a Comment

Scroll to Top