থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ও প্রতিকার ২০২৪

থ্যালাসেমিয়া

Last Updated on 7th April 2024 by Mijanur Rahman

থ্যালাসেমিয়া হল একটি জেনেটিক কিংবা জীনগত রোগ, এই রোগ বংশগত ভাবে ছড়িয়ে থাকে বলে আধুনিক চিকিৎসা বিজ্ঞান মনে করে। থ্যালাসেমিয়া সম্পর্কে সর্বপ্রথম ১৯২৫ সালে ডেট্রয়েটের একজন চিকিৎসক আলোচনা করেন, ঐ চিকিৎসক তখন লোহিত রক্তকণিকা ও রক্ত সল্পতা নিয়ে ইতালিতে পড়াশোনা করছিলেন। ১৯৪৬ সালে এই রোগের কারণ হিসাবে ধরা রক্তে অস্বাভাবিক হিমোগ্লোবিন গঠনকে দায়ী করা হয়। কারণ হিসাবে ধরা হয় হিমোগ্লোবিন লোহিত রক্ত ​​কণিকাকে ধ্বংস, ও শরীরে রক্ত সল্পতা সৃষ্টি করে। এই ক্ষতিপূরণে শরীর আবার দ্রুত রক্তকণিকা উৎপাদনের চেষ্টা করে, এর ফলে  হাড়ের অস্বাভাবিকতা এবং থ্যালাসেমিয়া রোগের নানান জটিলতা দেখা দেয়।

আপনি যদি এই রোগের কারণ, লক্ষণ, এবং কেন এই রোগ হয়, এর চিকিৎসা কি এইসব জানতে চান তাহলে ঠিক জায়গায় এসেছেন, এই আর্টিকেলে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয়ে আজ আলোচনা করবো।

থ্যালাসেমিয়া কেন হয়

থ্যালাসেমিয়া হল একটি রক্তের ব্যাধি বা রক্ত বাহিত রোগ। যদি করো শরীরে এই রোগ থাকে তাহলে শরীরে স্বাভাবিকের চেয়ে অনেক কম হিমোগ্লোবিন তৈরি হয়। হিমোগ্লোবিন লোহিত রক্ত ​​কণিকাকে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। এই  রোগটি যদি কারো হয়ে থাকে তাহলে হিমোগ্লোবিন লোহিত রক্ত ​​কণিকাকে অক্সিজেন সরবরাহ তুলনামুলক অনেক কম করে।  এই রোগে আক্রান্ত ব্যক্তিদের হালকা বা মারাত্মক রক্তা সল্পতা হতে পারে। যাদের এই রোগ আছে তারা স্বাভাবিক মানুষদের তুলনায় অনেক কম স্বাস্থ্যকর। এই সকল রোগীদের বেঁচে থাকার জন্য প্রতি মাসে গড়ে ১-২ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। বাংলাদেশে এই রোগ খুবই সাধারণ। আমাদের দেশে জনসংখ্যার ৭% এই রোগ এর রোগের বাহক এবং বাংলাদেশে প্রতি বছর ৭০০০ নতুন শিশু এই রোগ নিয়ে জন্ম নেয়। যথাযথ জ্ঞান এবং সচেতনতার মাধ্যমে এই রোগ সহজেই প্রতিরোধ করা যায়। দুই ধরনের থ্যালাসেমিয়া হতে পারে যেমনঃ

১) আলফা-থ্যালাসেমিয়া

২) বিটা-থ্যালাসেমিয়া

Thalassemia
যেভাবে রক্তকণিকাকে ধ্বংস করে

আলফা-থ্যালাসেমিয়া

আলফা হিমোগ্লোবিন চেইন তৈরিতে চারটি জিন এর প্রয়োজন হয়। আপনি আপনার পিতামাতার প্রতিটি থেকে দুটি করে জিন পান। যদি আপনি তাদের উত্তরাধিকারী হয়ে থাকেনঃ

  • একটি পরিবর্তিত জিনের সাথেঃ আপনার শরীরে এই রোগের কোন লক্ষণ বা উপসর্গ থাকবে না। কিন্তু আপনি এই রোগের বাহক এবং এটি আপনার সন্তানদের কাছেও পৌছে যেতে পারে।
  • দুটি পরিবর্তিত জিনের সাথেঃ আপনার এই রোগের লক্ষণগুলি হালকা হবে। এই অবস্থাকে আলফা-থ্যালাসেমিয়া বৈশিষ্ট্যও  বলা যেতে পারে।
  • তিনটি পরিবর্তিত জিনঃ আপনার লক্ষণ এবং উপসর্গ মাঝারি থেকে গুরুতর হতে পারে।

চারটি মিউটেটেড জিনের উত্তরাধিকার পাওয়া বিরল। এই অবস্থার সাথে জন্ম নেওয়া শিশুরা প্রায়শই জন্মের পরেই মারা যায় বা যদি বেচে থাকে তাহলে আজীবন ট্রান্সফিউশন থেরাপির প্রয়োজন হয়। বিরল ক্ষেত্রে, এই অবস্থার সাথে জন্ম নেওয়া একটি শিশুকে ট্রান্সফিউশন এবং স্টেম সেল ট্রান্সপ্লান্ট দিয়ে চিকিৎসা  করা হয়ে থাকে।

বিটা-থ্যালাসেমিয়া

বিটা হিমোগ্লোবিন চেইন তৈরিতে দুটি জিন এর প্রয়োজন হয়। আপনি আপনার পিতামাতার প্রত্যেকের কাছ থেকে একটি করে জিন পেয়ে থাকে। যদি আপনি তাদের উত্তরাধিকারী হয়ে থাকেনঃ

  • একটি পরিবর্তিত জিনঃ এই ক্ষেত্রে আপনার হালকা লক্ষণ এবং উপসর্গ থাকবে। এই অবস্থাকে বলা হয় থ্যালাসেমিয়া মাইনর বা বিটা-থ্যালাসেমিয়া।
  • দুটি পরিবর্তিত জিনঃ আপনার লক্ষণ এবং লক্ষণগুলি মাঝারি থেকে গুরুতর হবে। এই অবস্থাকে বলা হয় থ্যালাসেমিয়া মেজর বা কুলি অ্যানিমিয়া।

দুটি ত্রুটিপূর্ণ বিটা হিমোগ্লোবিন জিন নিয়ে জন্ম নেওয়া শিশুরা সাধারণত জন্মের সময় সুস্থ থাকে কিন্তু জীবনের প্রথম দুই বছরের মধ্যে লক্ষণ ও উপসর্গ দেখা দেয়। এই রোগ  ইন্টারমিডিয়া নামে একটি মৃদু ফর্ম, দুটি পরিবর্তিত জিন থেকেও হতে পারে।


থ্যালাসেমিয়া কেন হয়?

থ্যালাসেমিয়া রোগের লক্ষণ

এই রোগের লক্ষন বিভিন্ন ধরনের হতে পারে। এই রোগের লক্ষণগুলি আক্রান্ত ব্যক্তির শরীরের অবস্থার ওপর উপর নির্ভর করে। এই রোগ এর লক্ষণ এবং উপসর্গগুলি হলোঃ

দুর্বলতা

যখন আপনার শরীরে পর্যাপ্ত পরিমান লোহিত রক্তকণিকা না থাকে, তখন শরীরের অন্যান্য সমস্ত কোষে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে না। যা একজন ব্যক্তিকে দুর্বল বা শ্বাসকষ্ট এর মত সমস্যা অনুভব হতে পারে।

হলুদ বর্ণের ত্বক

Β- থ্যালাসেমিয়া রোগীদের বেশির ভাগ ক্ষেত্রে ফ্যাকাশে বা হলুদ বর্ণের ত্বক লক্ষ্য করা যায়। হিমোগ্লোবিনের নিম্ন স্তরের কারণে শরীরের অনেক অংশে অক্সিজেনের অভাব দেখা দেয়। এই কারনে এই সকল রোগীদের ফ্যাকাশে বা হলুদ বর্ণের ত্বক দেখতে পাওয়া যায়।

ক্লান্তি

এই রোগে আক্রান্ত মানুষ অন্যান্য স্বাভাবিক  মানুষ তুলনায় অনেক  ক্লান্তি অনুভব করে। ইত্যাদি এই সকল লক্ষন দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

কিছু শিশু জন্মের সময় এই রোগের লক্ষণ ও উপসর্গ নিয়ে জন্মায়। তবে বেশির ভাগ ক্ষেত্রে শিশু জন্মের  প্রথম দুই বছরের মধ্যে এই রোগ দেখা দেয়।একটি শিশু তখনই কেবলমাত্র এই রোগ নিয়ে জন্ম নিতে পারে যদি তার এই ত্রুটিপূর্ণ জিন দুটি বাবা মায়ের কাছ থেকে পেয়ে থাকে। উদাহরণস্বরূপ, যদি বাবা-মা উভয়েরই ত্রুটিপূর্ণ জিন থাকে, তাহলে প্রতিটি সন্তানের মধ্যে ১ জনের সম্ভাবনা রয়েছে এই রোগ হওয়ার।এই রোগ এ আক্রান্ত শিশুর বাবা -মাই সাধারণত প্রধান বাহক।

ট্যাবলেটের নমুনা
ট্যাবলেটের নমুনা

থ্যালাসেমিয়া রোগের কারণসমূহ

  • পারিবারিক ইতিহাসঃ ম্যালেটেড হিমোগ্লোবিন জিনের মাধ্যমে এই রোগ পিতামাতার কাছ থেকে বাচ্চাদের মধ্যে চলে যায়।
  • বংশীয় কারনঃ কোন কোন সময় বাবা মা ছাড়াও পূর্ব পুরুষ বা বংশীয় কারনেএই রোগ হতে পারে। উদাহরণসরুপ- প্রায়ই দেখা যায় আফ্রিকান আমেরিকানদের এবং ভূমধ্যসাগরীয় এবং দক্ষিণ -পূর্ব এশীয় মানুষদের মাঝে বংশীয় কারনে এই রোগ বেশি দেখা যায় মধ্যে।

থ্যালাসেমিয়া কোষের ডিএনএতে মিউটেশনের কারণে হয় যা হিমোগ্লোবিন তৈরি করে। লোহিত রক্ত ​​কণিকার উপাদান যা আপনার সারা শরীরে অক্সিজেন বহন করে। এই রোগের সাথে সম্পর্কিত মিউটেশনগুলি পিতামাতার কাছ থেকে শিশুদের কাছে চলে যায়।হিমোগ্লোবিন অণুগুলি আলফা এবং বিটা চেইন নামক চেইন দিয়ে তৈরি যা মিউটেশন দ্বারা প্রভাবিত হতে পারে। থ্যালাসেমিয়াতে, আলফা বা বিটা চেইনের উৎপাদন কমে যায়, ফলে আলফা-থ্যালাসেমিয়া বা বিটা-থ্যালাসেমিয়া হয়। আলফা-থ্যালাসেমিয়াতে, আপনার এই রোগ এর তীব্রতা নির্ভর করে আপনার পিতামাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিন মিউটেশনের সংখ্যার উপর। বিটা-থ্যালাসেমিয়ায়, আপনার এই রোগ এর তীব্রতা নির্ভর করে হিমোগ্লোবিন অণুর কোন অংশে আক্রান্ত হয় তার উপর।

থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা

১) যারা এই রোগ এর একটু গুরুতর রোগী তাদের জন্য স্ট্যান্ডার্ড চিকিৎসা হল রক্ত ​​সঞ্চালন এবং আয়রন কেলেশন। নতুন রক্ত সঞ্চালনের ব্যবস্থা করা। যাতে  হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা ব্যাহত থাকে।

২) মাঝারি বা মারাত্মক আক্রান্ত রোগীদের প্রতি ৪ মাস অন্তর নতুন রক্ত সঞ্চালনের ব্যবস্থা করতে হয় এবং বিটা-থ্যালাসেমিয়া মেজর রোগীদের প্রতি ২ থেকে ৪ সপ্তাহ পর পর রক্ত  সঞ্চালনের ব্যবস্থা করতে হয়।

৩) আয়রন কেলেশন হল শরীর থেকে অতিরিক্ত লৌহ অপসারণ। রক্ত সঞ্চালনের সময় একটি সমস্যা হল যে তারা লৌহ ওভারলোড হওয়ার সম্ভাবনা থাকে। যা অন্য অঙ্গগুলির ক্ষতি করতে পারে। এই কারণে, যেসব রোগী ঘন ঘন রক্ত ​​গ্রহণ করে তাদের আয়রন কেলেশন থেরাপির প্রয়োজন হয়।

৪) কোন ডোনার বা দাতার কাছ থেকে অস্থি মজ্জা এবং স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করার মাধ্যমেও এই রোগ এর নিরাময় করা যেতে পারে। এটি সবচেয়ে কার্যকর চিকিৎসা। কিন্তু ডোনারকে অবশ্যই এই রোগে আক্রান্ত রোগীর সাথে তার শরীরের প্রোটিন একই ধরনের হতে হবে। এই পদ্ধতিটির নাম হলো হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। যে ব্যক্তি ট্রান্সপ্ল্যান্ট গ্রহণ করবে অবশ্যই ওই ব্যাক্তির ভাই বা বোনের কাছ থেকে অস্থি মজ্জা প্রতিস্থাপন করতে হবে। তা না হলে এই প্রক্রিয়াটি কাজ করবে না। এই পদ্ধতিটি  নিরাময়ের সর্বোত্তম উপায় বলে আখ্যায়িত করা হয়। কিন্তু এই পদ্ধতির সমস্যাটি হল এই রোগ এ আক্রান্ত বেশিরভাগ রোগীরই উপযুক্ত ভাই বোন ডোনার পাওয়া কঠিন হয়ে পড়ে। সাকসেসফুল ভাবে  অস্থি মজ্জা প্রতিস্থাপনের পর ১ মাসের মধ্যে প্রতিস্থাপিত অস্থি মজ্জা স্টেম সেলগুলি নতুন করে সুস্থ রক্ত ​​কোষ তৈরি করতে শুরু করে। তবে এর উচ্চ ঝুকি রয়েছে। অস্থি মজ্জা প্রতিস্থাপনের উচ্চ ঝুঁকির পরিপ্রেক্ষিতে এটি হালকা বা মাঝারি থ্যালাসেমিয়া রোগীদের জন্য এটি কখনই ব্যবহার করা হয় না।


থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা

বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন (বিটিএফ) একটি অলাভজনক প্রতিষ্ঠান যা  এই সকল রোগীদের সাহায্য ও সহযোগিতার জন্য নিবেদিত। ২০০২ সালে  এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানটি স্বেচ্ছাসেবকদের একটি সহায়ক গোষ্ঠী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এটি পরে রোগীদের ব্যবস্থাপনা এবং  এই রোগ এর সচেতনতার জন্য তাদের কার্যক্রম সম্প্রসারিত করে। ফাউন্ডেশনটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত এবং ২০০৩ সাল থেকে। এটি থ্যালাসেমিয়া  ইন্টারন্যাশনাল ফেডারেশনের (টিআইএফ) এর সক্রিয় সদস্য।

সংগঠনের মূলমন্ত্র হলো সঠিক চিকিৎসা ও সহায়ক পরিচর্যার মাধ্যমে এই রোগ এর রোগীদের জীবনমান উন্নত করা। এই ফাউন্ডেশনটি বাংলাদেশের চিকিৎসা সম্প্রদায়ের সাথে একটি শক্তিশালী সম্পর্ক বজায় রাখে।

থ্যালাসেমিয়া বুঝার উপায়

এই রোগ এর মাঝারি এবং গুরুতর অবস্থার  লোকেরা সাধারণত শৈশবে তাদের অবস্থা সম্পর্কে জানতে পারে। কারণ তাদের জীবনের প্রথম দিকে রক্ত সল্পতার লক্ষণ দেখা দেয়। যাদের এই রোগ  কম গুরুতর তারা কেবলমাত্র এই কারণেই জানতে পারে যে তাদের রক্তাল্পতার লক্ষণ রয়েছে। অথবা হতে পারে যে কোন কারনে আপনি রক্ত পরীক্ষা কর‍তে গেলেন, রক্ত পরীক্ষা কর‍তে গিয়ে দেখলেন যে আপনার   রক্ত সল্পতা রয়েছে।

যেহেতু  এই রোগ এর উত্তরাধিকার সূত্রে বা বাবা মার মাধ্যমে পাওয়া যায়। তাই আপনি অনেক সময় এই রোগের লক্ষন দেখলেই বুঝে যেতে পারবেন যে আপনি  এই রোগ এ আক্রান্ত। বিশ্বের কিছু দেশে  এই রোগ হওয়ার ঝুঁকি অনেক বেশি। গ্রিস এবং তুরস্কের মতো ভূমধ্যসাগরীয় দেশগুলির এবং এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মানুষের মধ্যে  এই রোগ এর বৈশিষ্ট্য বেশি দেখা যায়। যদি আপনার রক্তশূন্যতা থাকে এবং আপনারও এই এলাকা থেকে পরিবারের সদস্য থাকে, তাহলে আপনার এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।


থ্যালাসেমিয়া বুঝার উপায়

রোগ প্রতিরোধে করনীয়

এই রোগ এ আক্রান্ত রোগীরা সব সময় হেমাটোলজিস্ট (একজন চিকিৎসা বিশেষজ্ঞ যিনি রক্তের রোগ বা রোগের চিকিৎসা করেন) এর কাছ থেকে পরামর্শ নিলে তারা অনেক আংশে সুস্থ থাকে। স্বাস্থ্যসম্যত খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, এবং ধূমপান না করা বা অ্যালকোহল পান না করা ইত্যাদি এই সকল অভ্যাস যথাসম্ভব সুস্থ থাকতে সাহায্য করতে পারে। নিম্ন লিখিত আরও বেশ কিছু উপায়ে এই রোগ প্রতিরোগ করা সম্ভব যেমনঃ

টিকা

এই রোগ  প্রতিরোধে ভ্যাকসিন এই মারাত্মক সংক্রমণ প্রতিরোধের একটি দুর্দান্ত উপায়।  এই রোগ এ আক্রান্ত শিশু এবং প্রাপ্তবয়স্কদের ফ্লু টিকা সহ সমস্ত প্রস্তাবিত টিকা নেওয়া উচিত। নিম্নলিখিত কিছু টিকার নাম দেয়া হলোঃ

  • হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি (হিব)
  • নিউমোকোকাল টিকা
  • মেনিনজোকক্কাল টিকা

পুষ্টিকর খাবার

স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখার জন্য  পুষ্টিকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ – ফলমুল এবং শাক সবজি এই সকল খাবার আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। চর্বি কম যুক্ত খাবার আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি অর্জনের জন্য আদর্শ।  এই রোগ এ আক্রান্ত মানুষের জন্য প্রচুর পরিমাণে আয়রন যুক্ত খাবার খাওয়া খুবই উপকারি।  তাই আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। মাংস, মাছ এবং কিছু শাকসবজি যেমন-পালং শাক ইত্যাদিতে প্রচুর  আয়রন পাওয়া যায়। লৌহসমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে মুরগির কলিজা, ঝিনুক, ডিম, আপেল, বেদানা, ডালিম, তরমুজ, কুমড়ার বিচি, খেজুর, জলপাই, কিশমিশ ইত্যাদি।

ফল
পুষ্টিকর ফল

ব্যায়াম

ব্যায়াম স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ এবং স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। যদিও  এই রোগ এ আক্রান্ত কিছু লোকের সব ধরনের ব্যায়ামে অংশ নিতে সমস্যা হতে পারে।  কিন্তু  এই রোগ এ আক্রান্ত মানুষ সাইকেল চালানো, দৌড়ানো এবং হাঁটা সহ মাঝারি ধরনের শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে পারে। যদি  এই রোগ এ আক্রান্ত ব্যক্তির জয়েন্টগুলোতে সমস্যা হয়, তবে যোগ ব্যায়াম, সাঁতার ইত্যাদি ধরনের ব্যায়াম খুবই কার্যকরী। আপনার যদি  এই রোগ থাকে, তাহলে আপনার ডাক্তারের সাথে ব্যায়ামের ব্যাপার নিয়ে আলোচনা করা উচিত। ডাক্তার আপনাকে আপনার শরীরের ধরন অনুযায়ী আপনার  জন্য সঠিক ব্যায়ামের লিস্ট প্রদান করবেন।

সুসম্পর্ক

সবার সাথে ভাল সম্পর্ক থাকা আমাদের সবার জীবনেই একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে  এই রোগ এ আক্রান্ত রোগীদের জন্য।  বন্ধুরা সহ সহকর্মী, সহপাঠী এবং পরিবারের সদস্যদের সাথে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক থাকলে এই ধরনের রোগীরা দৈনন্দিন জীবনের চাপ মোকাবেলায় করতে তাদের সহায়তা করে।

তবে শারীরিক সম্পর্ক এর ক্ষেত্রে অবশ্যই সচেতন  হতে হবে। এই রোগটি যাতে শারীরিক সম্পর্ক এর মাধ্যমে না ছড়িয়ে পরে সেই ব্যাপারে ডাক্তার এর সাথে অবশ্যই পরামর্শ করে নিতে হবে। যদি কারো  এই রোগ এর বৈশিষ্ট্য থাকে, অথবা আপনার পরিবারের কারোর এই রোগ থাকে, তবে তাদেরকে জেনেটিক কাউন্সেলিং করার পরামর্শ দেওয়া হয় যে কোনো গর্ভাবস্থার আগে যাতে তাদের সঙ্গীর  এই রোগ এর আক্রান্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে অবহিত করা যায়।  এই রোগ এর জন্য গর্ভাবস্থার পূর্বে পরীক্ষার  পরামর্শ দেওয়া হয়। যাতে তারা আগে থেকেই এর ঝুঁকি এরাতে পারে। সকল দম্পতিকেই এই রোগে  পরীক্ষা করা উচিত, বিশেষ করে পরিবার শুরু করার আগে।

কিছু হসপিটালে  এই রোগ এর পরীক্ষা করা হয়।

নিম্নে এদের কিছু নাম দেয়া হল

  • ঢাকা শিশু হাসপাতাল।
  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্লাড সেন্টার।
  • বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল।
  • বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতাল।

অনেক জেনেটিক কাউন্সিলরা দম্পতিদের জন্য বিকল্প ব্যাবস্থার জন্য অনুপ্রেরণা দেন যেমন- সন্তান না নেওয়ার জন্য অনুপ্রেরণা দেন। ওই  সকল দম্পতিদেরকে  দত্তক নিতে বলা হয়। যদি গর্ভাবস্থায় ভ্রূণ  এই রোগ  ধরা পড়ে তবে দম্পতিরা গর্ভাবস্থা বন্ধ করার বিকল্প প্রসব -পূর্ব নির্ণয়ও বেছে নিতে পারে। প্রাক ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস (PGD) ব্যবহার করা যেতে পারে। এখানেই কৃত্রিম প্রজনন প্রযুক্তি ব্যবহার করে একটি ভ্রূণ তৈরি করা হয় যা মায়ের জরায়ুতে স্থানান্তরিত হওয়ার আগে  এই রোগ এর জন্য পরীক্ষা করা যায়।

থ্যালাসেমিয়া ও গর্ভধারণ

ধরুন আপনার এই রোগ  আছে এবং আপনি সন্তান নিতে চান তবে আপনি সবার আগে একজন জেনেটিক্স চিকিৎসকের সাথে কথা বলতে হবে। জেনেটিক্স চিকিৎসকেরা  এই  রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিয়ে ব্যাখ্যা করেন। এই রোগ প্রতিরোধ করা মোটেও কোন সহজ কাজ নয়। বেশিরভাগ ক্ষেত্রে, আপনি  এই রোগ  প্রতিরোধ করতে পারবেন না কারণ এটি জেনেটিক। এটি উত্তরাধিকারসূত্রে (পিতামাতার) কাছ থেকে প্রাপ্ত। বাবা মায়ের জিনের মাধ্যমে শিশুদের মধ্যে প্রবেশ করে। তাই এই ধরনের দম্পতিদের অনেক সচেতন হতে হয়। এই রোগ এ আক্রান্ত দম্পতি তারা কিভাবে একটি সুস্থ শিশুর গর্ভধারণ করতে পারে সে বিষয়ে তাদের চিকিৎসকদের কাছ থেকে পর্যাপ্ত নির্দেশনার প্রয়োজন হয়। প্রি -ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস এই পদ্ধতির মাধ্যমে  একটি সুস্থ শিশুর গর্ভধারণ সম্ভব।

বিঃদ্রঃ এই ব্লগের প্রত্যেকটা ব্লগ পোস্ট Sylhetism ব্লগের নিজস্ব ডিজিটাল সম্পদ। কেউ ব্লগের কোন পোস্ট কিংবা আংশিক অংশ ব্লগের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কপি পেস্ট করে অন্য কোথাও প্রকাশ করলে ব্লগ কর্তৃপক্ষ ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করার অধিকার রাখে। এবং অবশ্যই কপিরাইট ক্লাইম করে যে মাধ্যমে এই ব্লগের পোস্ট প্রকাশ করা হবে সেখানেও কমপ্লেইন করা হবে।

এই ব্লগের কোন লেখায় তথ্যগত কোন ভুল থাকলে আমাদের Contact পেইজে সরাসরি যোগাযোগ করুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তথ্য যাচাই করে লেখা আপডেট করে দিবো।

এই ব্লগের কোন স্বাস্থ বিষয়ক পোস্টের পরামর্শ নিজের বাস্তব জীবনে প্রয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের মতামত নিবেন, আমরা স্বাস্থ বিষয়ে কোন বিশেষজ্ঞ না, আমাদের উদ্দেশ্য ও লক্ষ হচ্ছে সঠিক তথ্য পরিবেশন করা। সুতারাং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার অবশ্যই আমরা নিবো না।

ধন্যবাদ, ব্লগ কর্তৃপক্ষ।

Author

Leave a Comment

Scroll to Top