অন্ডকোষ ব্যাথার কারন কি? ডান ও বাম অন্ডকোষ ব্যাথার কারন কি?

অন্ডকোষ ব্যাথার কারন কি

Last Updated on 12th July 2023 by Mijanur Rahman

আমাদের মধ্যে অনেক যুবক কিংবা পুরুষ আছেন যাদের অন্ডকোষে হঠাত ব্যথা দেখা দেয়। এই ব্যথা যেকোন বয়সের যুবক কিংবা পুরুষের হতে পারে, একটি অন্ডকোষে কিংবা উভয় অন্ডকোষে এই ব্যাথা দেখা দেয়, অন্ডকোষ অত্যাধিক স্পর্শকাতর হওয়ায় মেডিকেলের বাসায় বলে ইমার্জেন্সি কন্ডিশন।

এই ব্যাথা সাধারণত কম বয়সী যুবকদের ক্ষেত্রে বেশি দেখা দিয়ে থাকে। আজকের আর্টিকেলে আমরা জানবো অন্ডকোষ ব্যাথার কারন কি, কেন হঠাৎ আমরা অন্ডকোষ ব্যাথার সম্মুখীন হয়, আর এই ব্যথায় আক্রান্ত হলে আমাদের করণীয় কি এসব। তাহলে চলুন দেখে নেই ডান অন্ডকোষ ব্যাথার কারন কি? এবং বাম অন্ডকোষ ব্যাথার কারন কি? অন্ডকোষ ব্যাথার কারন ও প্রতিকার।

অন্ডকোষ ব্যাথা

অন্ডকোষ ব্যাথা সাধারণত কুঁচকিতে আঘাত (Groin), অন্ডকোষে ঘর্ষণ, ছত্রাক বা ব্যাক্টেরিয়া জনিত আক্রমনের ফলে হয়ে থাকে। এই ব্যাথা যেকোন সময়ে খুব তীব্রভাবে আক্রমণ করতে পারে। আবার খুব অল্প অল্প করে এই ব্যাথা দীর্ঘায়িত হতে পারে। যদি আপনি খুব তীব্রভাবে ব্যাথা অনুভব করেন তাহলে দেরী না করে যত তারাতারি সম্ভব বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

অন্ডকোষ ব্যাথার কারন কি

অন্ডকোষ ব্যাথার কারণ অনেক ধরনের হতে পারে। যদি এই ব্যথার ফলে আপনি চিন্তা করেন আপনার অন্ডকোষে কোন মারাত্মক রোগ বাসা বেধেছে তাহলে ভুল করবেন। কারণ কিডনিতে পাথর হলেও অন্ডকোষে ব্যাথা হতে পারে, বা আরো নানান কারণে এই ব্যাথা দেখা দিতে পারে। চলুন দেখে নেই কি কি কারণে অন্ডকোষে সাধারণত ব্যাথা হয়।

  • যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের এই ব্যাথা দেখা দিতে পারে। ডায়াবেটিসের কারণে শরীরের অনেক নার্ভ বিকল হয়ে যায়, যার ফলে অন্ডকোষে ব্যাথা দেখা দেয়।
  • অণ্ডকোষের সেল খারাপ বা বিকল হওয়ার ফলে এই ব্যাথা হয়ে থাকে।
  • কোন কিছুর আঘাত অন্ডকোষ ব্যাথার কারন হতে পারে। অন্ডকোষ খুব নরম হওয়ার ফলে হালকা কোন আঘাতে তীব্র ব্যাথা হয়ে থাকে।
  • অন্ডকোষে তরল (fluid buildup) জমা হওয়ার ফলে অনেক সময় অন্ডকোষ ফুলে যায়, যার কারণে ব্যাথা হয়।
  • কিডনিতে পাথর হওয়ার কারণে
  • মুত্রনালীর সংক্রমণের ফলে। (রিলেটেডঃ প্রসাবে জ্বালাপোড়া ঘরোয়া চিকিৎসা, কারণ ও লক্ষণ)
  • অন্ডকোষের রক্ত সরবরাহের শিরাতে সমস্যা হলে অনেক সময় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে তীব্র ব্যাথা হতে পারে। এমন হলে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত।
  • অন্ডকোষে ক্যান্সারের ফলে এই ব্যাথা হতে পারে। ১৫-৩৫ বছরের যুবক কিংবা পুরুষের ক্ষেত্রে এই ক্যান্সার খুব স্বাভাবিক বিষয়। তাই যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে মেডিকেল টেস্ট করানো উচিত।
অন্ডকোষ ব্যাথার কারন কি
এথলেটিক underwear

ডান অন্ডকোষ ব্যাথার কারন কি? বাম অন্ডকোষ ব্যাথার কারন কি?

ডান বা বাম অন্ডকোষে যেখানেই ব্যথা হোক না কেন এই ব্যথা নিয়ে বসে থাকার সুযোগ নেই। চলুন এবার জেনে নেই ডান বা বাম অন্ডকোষের ব্যাথার সম্ভাব্য কিছু কারণঃ

  • কিডনিতে পাথরঃ কিডনিতে পাথর হলে ডান ও বাম অন্ডকোষে ব্যাথা হতে পারে, তবে এই বিষয়ে বিশেষজ্ঞ ইউরোলজিস্ট পরীক্ষা নিরীক্ষা করেই বলতে পারবেন কোথা থেকে এই ব্যাথার উৎপত্তি।
  • টিউমারঃ টিউমারের কারণেত ২০-৩৯ বছরের ছেলে বা পুরষদের অন্ডকোষে ব্যাথা দেখা দিতে পারে।
  • ক্যান্সারঃ ক্যান্সারের কারণেও এই ব্যাথা হয়ে থাকে।
  • ব্যাকটেরিয়াঃ অনেক সময়ে বাজে ছত্রাকের কারণে উভয় অন্ডকোষে দেখা দিয়ে থাকে।
  • Gangrene গ্যাংগ্রিনঃ গ্যাংগ্রিন হলো শরীরের কোন অংশ অকেজো হওয়া বা আরো সহজ করে বললে শরীরের কোন নির্দিষ্ট অংশের মৃত্যু হওয়া। এটা সাধারণত হাত পায়ের আঙ্গুলে হয়ে থাকে। যেসব যায়গায় গ্যাংগ্রিন হয় সেখানে শরীরের অন্যান্য জাগার মতো রক্ত চলাচল করে না। গ্যাংগ্রিনের কারণে ডান ও বাম উভয় অন্ডকোষে ব্যাথা হতে পারে।

অন্ডকোষ ব্যাথায় করণীয়

অন্ডকোষ ব্যাথা হলে সবার আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ব্যথা অল্প হলে বা তাৎক্ষণিক ডাক্তারের কাছে যেতে না পারলে যেসব ঘরোয়া চিকিৎসার সাহায্য নিবেন তা হলঃ

  • বেশি হাটা চলা না করা, বিশ্রাম নেওয়া।
  • দুই হালকা গরম পানি দিয়ে গোসল করা কিংবা যেখানে ব্যাথা সেখানে গরম কিছু দিয়ে তাপ দেওয়া।
  • যদি অন্ডকোষ ফুলে থাকে তাহলে বরফ দিয়ে হালকা ঘষা দিতে পারেন। বরফ অন্ডকোষে কোন ধরনের তরল বা লিকুইড জমা হলে সেটা থেকে সাময়িক মুক্তি দিতে পারে।
  • ব্যাথার সময় ভারি কিছু বহন না করা।
  • টাইট underwear পড়তে পারেন, যদি এই ব্যাথা অন্ডকোষে বেশি নাড়াছাড়া খাওয়ার ফলে আসে তাহলে এথলেটিক underwear সাহায্য করতে পারে।


আগ্রহীরা এই ভিডিও দেখতে পারেন “অন্ডকোষের রোগ ও চিকিৎসা | সুস্থ থাকুন প্রতিদিন”

এই ছিলো অন্ডকোষ ব্যাথার কারন ও করণীয় হেলথ টিপস, অন্ডকোষ পুরুষের শরীরের সবচেয়ে স্পর্শকাতর জায়গা। তাই এখানে কোন ধরণের সমস্যা দ্রুত ডাক্তারের যাওয়া উচিত।

Author

Scroll to Top