স্বপ্নে গরু দেখলে কি হয়? স্বপ্নে গাভী দেখলে কি হয়? ২০২৪

স্বপ্নে গরু দেখলে কি হয়

Last Updated on 7th April 2024 by Mijanur Rahman

স্বপ্নে গরু দেখলে কি হয়, স্বপ্নে গাভী দেখলে কি হয়? এটা নিয়ে ইসলাম কি বলে, ইসলামিক ব্যাখ্যা কি? যদি আপনি এসব চিন্তা করে থাকেন তাহলে এই লেখা আপনার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক গরু স্বপ্নে দেখলে, গরুর দুধ স্বপ্নে দেখলে কি হয় বা গরু সম্পর্কিত স্বপ্নের ইসলামিক ব্যাখ্যা ও তার অর্থ কি।

স্বপ্নে গরু দেখলে কি হয়

স্বপ্ন আলাদা একটা জগত, মাঝেমধ্যে আমরা স্বপ্নের এতো গভীরে চলে যাই যে স্বপ্নের মধ্যে আর বাস্তবতার মধ্যে ঘুলিয়ে ফেলি, স্বপ্ন নিয়ে একটা সাইন্স ফিকশন মুভি আছে, আগ্রহীরা অবশ্যই দেখতে পারেন। যাইহোক আজকের লেখা হলো যদি আমরা স্বপ্নে গরু দেখি তা হলে কি হয়, চলুন দেখা নেওয়া যাকঃ

স্বপ্নে গরু দেখলে কি হয়
ইসলামিক ব্যাখ্যা
স্বপ্নে শিং বিশিষ্ট গরু দেখতে পাওয়া মানে
ক্ষমতাশালী প্রশাসক যার নিকট বৈষয়িক উপকার লাভের আশা করা যায়। কিন্তু যদি শিংবিহীন হয়, তাহলে ব্যাখ্যা হবে- বিত্তহারা খর্বকায় ব্যক্তি সামাজিক মর্যাদা বলতে যার কিছুই নেই এবং লােকের দৃষ্টিতে যে লাঞ্ছিত-অপমানিত। | 
স্বপ্নে শিংবিহীন গরু দেখতে পাওয়া মানে
বিত্তহারা খর্বকায় ব্যক্তি সামাজিক মর্যাদা বলতে যার কিছুই নেই এবং লােকের দৃষ্টিতে যে লাঞ্ছিত-অপমানিত।
গরু পিঠে সওয়ার হওয়া অর্থ
এর মালিক হয়েছে তাহলে ব্যাখ্যা হবে -বাদশাহর পক্ষ  থেকে সে উচ্চপদে আসীন হবে,শাহী অনুগ্রহে ধন্য হবে কোন সরকারি  উচ্চপদস্থ লোক তার প্রভাবাধীন হবে এবং তার মাধ্যমে সে বিপুল অর্থের মালিক হবে। 
যদি গরুটি তার ঘরে ঢুকে তার অর্থ
অর্জিত ধন সংরক্ষণ করা তার  পক্ষে সম্বব হবে এবং গরুটি তার কল্যাণ বৃদ্ধির কারণ হবে।
কেউ যদি দেখে সে বহু গরুর মালিক হয়েছে  তার অর্থ
সে বিপুল সম্পদের পরিচালক হবে  এবং এগুলাে তার অধিকারে ন্যস্ত থাকবে।
কেউ যদি স্বপ্ন দেখে গরু  শিং দিয়ে গুতা মারছে তার অর্থ 
সে কর্মচ্যুত হবে এবং শিং -এর আঘাতের তীব্রতা অনুপাতে সে ক্ষয়-ক্ষতির সম্মুখীন হবে।
কেউ যদি দেখে  গরুর শিং ভেঙ্গে গেছে তার অর্থ
তার কাজে  বিপর্যয় দেখে দিবে এবং তার অবস্থা কর্মচ্যুতির নিকটবর্তী হয়ে যাবে।
স্বপ্নে গরুর শিং দেখলে তার অর্থ হচ্ছে
সাধারণত ব্যক্তির মান-ইযযত, ধন-সম্পদ ও যােগ্যতাকর্মদক্ষতা দ্বারা করা হয়। 
স্বপ্নে গরু জবাই করা দেখা মানে
ব্যাখ্যা সে মৃত্যুবরণ করবে।
যদি স্বপ্নে দেখে গরু কর্মক্ষম কর্মোপযােগী নয়
সে ব্যক্তি সেখানেই মারা যাবে এবং তার মাল-সম্পদ ভাগ-বাটোয়ারা হয়ে যাবে।
স্বপ্নে একের অধিক গরু দেখার ইসলামিক ব্যাখ্যা হল
স্বপ্নে দেখা গরুগুলাে যদি অপরিচিত, অজ্ঞাত হয়, এগুলাের তত্ত্বাবধানকারী কোন রাখাল বা পরিচালক বর্তমান না থাকে আর গরুগুলাে কোন স্থানে বা ঘরে ঢুকে পড়েছে মর্মে দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে- সে অঞ্চলে রােগ-ব্যাধি ও মহামারী ছড়িয়ে পড়বে। বিশেষত বলদগুলাের | রং যদি বিভিন্ন রকম হয়, কিংবা কাল বা হলুদ বর্ণ হয়, তাহলে মহামারীর প্রাদুর্ভাব সুনিশ্চিত।
স্বামী বর্তমান আছে এমন নারী গরুর পিঠে আরোহণ করেছে স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা হল
স্বামী তার অধীন হবে, স্বামী স্ত্রীর কথামতো চলবে, ঘরে স্ত্রীর কথার মূল্য বাড়বে।
বয়স হয়নি এমন গরু বা বাছুর যবাহ করেছে মর্মে স্বপ্ন দেখার অর্থ 
কোন ব্যক্তিকে সে বশীভূত করবে এবং মৃত্যুর পূর্বেই তার মাল-সম্পদ হাতিয়ে নেবে।
স্বপ্নে কালো গরু দেখলে কি হয় ইসলামী ব্যাখ্যা
স্বপ্নে গরু দেখলে কি হয়
গাভী স্বপ্নে দেখলে কি হয়

আরো পড়ুনঃ স্বপ্নে সাপ দেখলে কি হয়? স্বপ্নে সাপ দেখার ইসলামিক ব্যাখ্যা 

আরো পড়ুনঃ স্বপ্নে কুকুর দেখলে কি হয়? স্বপ্নে বিড়াল দেখলে কি হয়?

স্বপ্নে গাভী দেখলে কি হয়

স্বপ্নের মধ্যে গাভী দেখলে গরুর চেয়ে ভিন্ন অর্থ হয়ে থাকে, চলুন তাহলে জেনে নেই স্বপ্নে গাভী দেখলে কি হয়।

 স্বপ্নে গাভী দেখলে কি হয়
অর্থ
স্বপ্নে গাভী দেখতে পাওয়া মানে
বছর কিংবা নারী অর্থবােধক তার অর্থ
হৃষ্টপুষ্ট, মােটাতাজা গাভী দেখতে পেল তার অর্থ
এখন সে যদি গাভীগুলাের মালিক হয়েছে মর্মে দেখতে পায় অথবা সেগুলাে যেখানে অবস্থান করে, সে স্থানের মালিকের অধিকারভুক্ত হয়, তাহলে এর অর্থ চলতি সনের গতি ভাল, ফল-ফসলে প্রাচুর্য দেখা দিবে।
গাভীর গোশত চামড়া, লেদা, চোনা  স্বপ্নে দেখার অর্থ
ধন-সম্পদ, টাকা-পয়সা- যা সে উপার্জন করবে। আর যাবতীয় চতুষ্পদ জন্তুর গােবর সবই সম্পদের অর্থ বহন করে। তবে সে মালের বৈধ-অবৈধ, হালাল-হারাম নিরূপণ করা হবে গােবরের গন্ধ অনুসারে।
গাভীর  জন্তুর পেট থেকে নির্গত মল-মূত্র তার অর্থ
একই ধরনের তবে এর পরিমাণ ডুবে যাওয়ার মত অধিক হলে অবৈধ-অপবিত্র মালের অর্থবােধক। যার অন্তরালে কোন কল্যাণ নেই।
কেউ যদি স্বপ্নে দেখে গাভীর দুধ দোহন তার মানে
গোলাম হলে হলে আযাদ হবে, এমনকি আযাদকারিণী মনিবানকে সে বিয়ে করবে।
স্বপ্নে গর্ভবতী গাভী দেখতে পাওয়ার মানে
চলতি সন অতিক্রান্ত হবে অধিক ফলন, প্রাচুর্য ও নিশ্চিত কল্যাণের ভিতর দিয়ে।
কালো গাভী দেখা মানে
চলতি বছরে ফসেল ফলন ভালো হওয়া
গাভীর ঘি, দুধ দেখতে পাওয়া মানে
ধন-সম্পদ, অধিক ফলন ও প্রাচুর্য অর্থবােধক তার জন্য, যে ব্যক্তি এর মালিক হবে এবং হাসিল করবে।
স্বপ্নে গরু দেখলে কি হয় ইসলামী ব্যাখ্যা

ত বন্ধুরা স্বপ্নে গরু দেখলে কি হয়, স্বপ্নে গাভী দেখলে কি হয়? এটা নিয়ে ইসলাম কি বলে, ইসলামিক ব্যাখ্যা কি? এই লেখাটি যদি ভালো লেগে থাকে কিংবা স্বপ্নের ইসলামিক ব্যাখ্যা নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

বিঃদ্রঃ  এই ব্লগের প্রত্যেকটা ব্লগ পোস্ট Sylhetism ব্লগের নিজস্ব ডিজিটাল সম্পদ। কেউ ব্লগের কোন পোস্ট কিংবা আংশিক অংশ ব্লগের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কপি পেস্ট করে অন্য কোথাও প্রকাশ করলে ব্লগ কর্তৃপক্ষ ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করার অধিকার রাখে। এবং অবশ্যই কপিরাইট ক্লাইম করে যে মাধ্যমে এই ব্লগের পোস্ট প্রকাশ করা হবে সেখানেও কমপ্লেইন করা হবে।

এই ব্লগের কোন লেখায় তথ্যগত কোন ভুল থাকলে আমাদের Contact পেইজে সরাসরি যোগাযোগ করুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তথ্য যাচাই করে লেখা আপডেট করে দিবো।

এই ব্লগের কোন স্বাস্থ বিষয়ক পোস্টের পরামর্শ নিজের বাস্তব জীবনে প্রয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের মতামত নিবেন, আমরা স্বাস্থ বিষয়ে কোন বিশেষজ্ঞ না, আমাদের উদ্দেশ্য ও লক্ষ হচ্ছে সঠিক তথ্য পরিবেশন করা। সুতারাং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার অবশ্যই আমরা নিবো না।

ধন্যবাদ, ব্লগ কর্তৃপক্ষ।

Author

Leave a Comment

Scroll to Top