কৃত্রিম বুদ্ধিমত্তা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি?

কৃত্রিম বুদ্ধিমত্তা কি

Last Updated on 15th October 2023 by Mijanur Rahman

Artificial Intelligence যাকে আমরা সংক্ষেপে AI হিসাবে চিনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা অনেকেই হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা AI এই তিনটি শব্দে গড়মিল পাকিয়ে ফেলি।

তবে মজার বিষয় হলো এই তিনটি শব্দের অর্থ একই। যাইহোক আপনি যদি এই লেখাতে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা কি, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে এইসব নিয়ে বিস্তারিত জানবো। তাহলে দেরী না করে চলুন জেনে নেই কৃত্রিম বুদ্ধিমত্তা কি।

কৃত্রিম বুদ্ধিমত্তা কি

কৃত্রিম বুদ্ধিমত্তাকে অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়, একদম সহজ করে বললে, কৃত্রিম বুদ্ধিমত্তা হল মেশিন বা সফ্টওয়্যারের বুদ্ধিমত্তা, কোন প্রোগ্রামিং ভাষার সাহায্যে এই বুদ্ধিদীপ্ত মেশিন বানানো হয়ে থাকে।

আরো সহজ করে বললে, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কোন একটি প্রোগ্রামিং ভাষা, যা মানুষের মতো চিন্তা করতে পারে।

এভাবেও বলা যায়, যে মেশিন বা প্রোগ্রাম মানুষের মতো কাজ করে তাকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI বলে।

কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে?

Stanford University এর কম্পিউটার সাইন্টিস্ট John McCarthy ২০০৪ সালে  কৃত্রিম বুদ্ধিমত্তা্র সবচেয়ে যুক্তিক ও সুন্দর সংজ্ঞা দেন। তার মতে “It is the science and engineering of making intelligent machines, especially intelligent computer programs. It is related to the similar task of using computers to understand human intelligence, but AI does not have to confine itself to methods that are biologically observable.” (Source: PDF [1])

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাখ্যা

কৃত্রিম বুদ্ধিমত্তার সবচে সহজ ও সাবলীল ব্যাখ্যা হলো “রোবট” আমরা সবাই রোবটের সাথে মোটামুটি পরিচিত। প্রত্যেকটা রোবটই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত। যা কোন কম্পিউটার প্রোগ্রামিংয়ের দ্বারা পরিচালিত হয়ে থাকে।

একটা রোবটকে যেসব বুদ্ধি প্রোগ্রামিংয়ের দ্বারা ইনপুট দেওয়া হয়, সে অনুযায়ী রোবট বিশ্রামহীন কাজ করতে পারে।

ধরেন একটা ক্লিনার রোবটকে খুব সাধারণ একটা প্রোগ্রাম দ্বারা বলা হলো ১ ঘন্টা পর পর সে যেনো একটা শফিংমলে ফ্লোর কিংবা নিজের রুম পরিষ্কার করে। সেই রোবট ঠিক ১ ঘন্টা পর পর ই নির্দিষ্ট মলের ফ্লোর পরিষ্কার করবে। এবং এই ক্লিনার রোবট অনেকদিন ধরেই আমেরিকার মার্কেটে মাত্র ১৫০০ ডলার দামে বিক্রি হচ্ছে।

রিলেটেডঃ প্রোগ্রামিং কি এবং কেন? জেনে নিন প্রোগ্রামিং ভাষাগুলো

কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ

কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদাহরণ হলঃ

  • ওপেন এ আইয়ের “চ্যাট জি পি টি (Chatgpt)”
  • টেসলার “সেলফ ড্রাইভিং কার”
  • গুগল মেইলের “অটো সাজেশন”
  • ফেসবুক পেইজের চ্যাটবট
  • আলোচিত রোবট সুফিয়া
  • আইফোনের “সিরি” এপস
  • মাইক্রোসফটের Cortana 
  • ফেসবুক, গুগল, এপলের Facial Detection and Recognition
  • গুগল ম্যাপের “ম্যাপ নেভিগেশন”
সেলফ ড্রাইভিং কার
সেলফ ড্রাইভিং কার | Photo: Canva

পরিশেষে

তো বন্ধুরা এই ছিলো আজকে আমাদের লেখা কৃত্রিম বুদ্ধিমত্তা কি, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে এইসব নিয়ে বিস্তারিত আলোচনা।

যদি এই লেখা নিয়ে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী লেখাতে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

Author

Scroll to Top