Last Updated on 7th April 2024 by Mijanur Rahman
ভোজন রসিক বাঙালি হিসাবে আমরা খুবই পরিচিত, তাই মসলা হিসাবে লবঙ্গ ব্যবহার আমরা কমবেশি সবাই করে থাকি। লবঙ্গ হল এক প্রকার ফুল জাতীয় উদ্ভিত যা Myrtaceae পরিবারের অন্তর্ভুক্ত। লবঙ্গকে ইংরেজীতে “Clove” হিসাবে ডাকা হয়। লবঙ্গ গাছের ফুলটাই আমরা শুকিয়ে মসলা হিসাবে সুগন্ধের জন্যে তরকারিতে ব্যবহার করে থাকি।
লবঙ্গ শুধু আমাদের খাবারকে সুগন্ধি করে তুলে না, এর রয়েছে হরেক রকম ঔষধিগুণ। বিজ্ঞানীরা ধারণা করেন লবঙ্গের ব্যবহার অনেক পুরোনো, প্রায় ১০০০ বছর আগে শ্রীলংকাতে লবঙ্গ ব্যবহার করা হয়েছে।
একটা লবঙ্গ গাছ ৪/৫ কেজি শুকনো লবঙ্গ ফুল উৎপাদন করতে সক্ষম। একটা লবঙ্গ ফুলে ১৮-২০% সুগন্ধি তেল ও ক্যামিকাল পদার্থ Eugenol থাকে। এই Eugenol নামক পদার্থ যা ভালো চেতনাশক হিসাবে কাজ করে।
যাইহোক আজকের এই লেখা বিশেষ করে মিলনে লবঙ্গের উপকারিতা নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক, যৌনমিলনে লবঙ্গ কি কি উল্লেখ্যযোগ ভুমিকা রাখে।
আরো পড়ুনঃ দাদ চুলকানি দূর করার উপায় ১০০% কার্যকারী উপায়
আরো পড়ুনঃ ওজন কমানোর সাইন্টেফিক উপায়
মিলনে লবঙ্গের উপকারিতা
দাঁতের চিকিৎসায় লবঙ্গের ব্যবহার বেশ পুরোনো, তবে এর পাশাপাশি মিলনে লবঙ্গের ব্যবহারে বেশ ফল পাওয়া যায় বলেই বিজ্ঞানীরা জানিয়েছেন।
- লবঙ্গ পুরুষের বিভিন্ন যৌন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। সেই সাথে দ্রুত বীর্যপাতরোধে বড় ভুমিকা পালন করে।
- মিলনের আগে ১টি লবঙ্গ চিবিয়ে খেলে মুখে সুগন্ধ আসে, যার ফলে মিলন হতে পারে আরো সুন্দর ও উপভোগ্য।
- লবঙ্গ টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে সাহায্য করে, মেয়েদের যৌনক্ষমতা বড়াতে টেস্টোস্টেরন হরমোন অনেক বড় ভূমিকা পালন করে, এছাড়া এটি পুরুষকে মিলনে অনেক বেশি আগ্রহী করে তুলে।
- এটি নারী পুরুষের যৌনাঙ্গের রক্ত প্রবাহ এবং স্নায়ু উদ্দীপনা বাড়াতে সাহায্য করে যার ফলে দীর্ঘ সময় মিলন উপভোগ করা যায়।
- লবঙ্গে বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন রয়েছে, flavonoids, alkaloids, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে, যা শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে, এবং বীর্যকে ঘন ও আটালো করে তুলে।
- লবঙ্গে রয়েছে, ম্যাগনিজ (Manganese) ফেনল (Phenols ) এবং স্টেরোলস (Sterols) যা মেয়ে, পুরুষ উভয়ের হরমোন বৃদ্ধিতে সাহয্য করে, যার ফলে কম সময়ে দুজন চুড়ান্ত উত্তেজিত পার্যায়ে যাওয়া যায়।
আরো পড়ুনঃ মুখের ছোট ছোট ব্রণ দূর করার উপায়
আরো পড়ুনঃ মেছতা কি, মেছতা দূর করার উপায়
লবঙ্গ যেভাবে ব্যবহার করবেন
- শুকনো লবঙ্গ চিবিয়ে খাওয়া যেতে পারে
- মিষ্টি জাতীয় কোন পদার্থ যেমন মিস্রির সাথে লবঙ্গ খাওয়া যায়।
- লবঙ্গের ১/২ ফোটা তেল মধুর সাথে মিশিয়ে খাওয়া যায়।
লবঙ্গের ব্যবহার
এই ছিলো লবঙ্গ নিয়ে আজকের লেখা, যদি লেখাটা ভালো লাগে কমেন্ট কিংবা শেয়ার করতে ভুলবেন না।
আরো পড়ুনঃ গর্ভবতী মায়ের খাবার তালিকা।
আরো পড়ুনঃ চুল ঘন করার উপায়
বিঃদ্রঃ এই ব্লগের প্রত্যেকটা ব্লগ পোস্ট Sylhetism ব্লগের নিজস্ব ডিজিটাল সম্পদ। কেউ ব্লগের কোন পোস্ট কিংবা আংশিক অংশ ব্লগের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কপি পেস্ট করে অন্য কোথাও প্রকাশ করলে ব্লগ কর্তৃপক্ষ ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করার অধিকার রাখে। এবং অবশ্যই কপিরাইট ক্লাইম করে যে মাধ্যমে এই ব্লগের পোস্ট প্রকাশ করা হবে সেখানেও কমপ্লেইন করা হবে।
এই ব্লগের কোন লেখায় তথ্যগত কোন ভুল থাকলে আমাদের Contact পেইজে সরাসরি যোগাযোগ করুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তথ্য যাচাই করে লেখা আপডেট করে দিবো।
এই ব্লগের কোন স্বাস্থ বিষয়ক পোস্টের পরামর্শ নিজের বাস্তব জীবনে প্রয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের মতামত নিবেন, আমরা স্বাস্থ বিষয়ে কোন বিশেষজ্ঞ না, আমাদের উদ্দেশ্য ও লক্ষ হচ্ছে সঠিক তথ্য পরিবেশন করা। সুতারাং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার অবশ্যই আমরা নিবো না।
ধন্যবাদ, ব্লগ কর্তৃপক্ষ।