আমরা প্রায় সময় স্বপ্নে সাপ দেখি, স্বপ্নগুলো এতো বাস্তব হয়ে থাকে যা ঘুম ভাঙ্গার পরো মাথায় গেথে থাকে, অনেকের মনে তখন প্রশ্ন জাগে স্বপ্নে সাপ দেখলে কি হয়, ইসলামের দৃষ্টিতে স্বপ্নে সাপ দেখলে কি হয়? আসলে স্বপ্নে শুধু সাপ দেখলে কি হয় তা বুঝা মুশকিল, তাই আপনাকে আগে মনে রাখতে হবে স্বপ্নে সাপকে কি অবস্থায় দেখেছেন, সাপের কার্যকলাপ কি ছিলো, সাপের আকার আকৃতি কেমন ছিলো ইত্যাদি। আজকের লেখায় আমি তুলে ধরবো স্বপ্নে সাপ দেখলে ইসলাম কি বলে, বা তার ইসলামিক ব্যাখ্যা কি। তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক আমার সাপ নিয়ে যেসব প্রশ্ন বেশি শুনি….
- স্বপ্নে সাপ দেখলে কি হয়?
- স্বপ্নে সাপে কাটলে কি হয়?
- স্বপ্নে সাপে কামড়াতে দেখলে কি হয়?
- স্বপ্নে সাপ মারলে কি হয়?
- স্বপ্নে সাপ দেখার ফলাফল কি?
আরো পড়ুনঃ স্বপ্নে কুকুর দেখলে কি হয়
আরো পড়ুনঃ স্বপ্নে বিড়াল দেখলে কি হয়
আরো পড়ুনঃ স্বপ্নে গাভী দেখলে কি হয়
আরো পড়ুনঃ স্বপ্নে ঊঠ দেখলে কি হয়
আজকের লেখাটা মূলত উপরের সব প্রশ্নগুলো নিয়েই, নিচে স্বপ্নে সাপ দেখার ইসলামিক ব্যাখ্যা দেওয়া হল।
স্বপ্নে সাপ দেখলে কি হয়
অস্ট্রিয়ার মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের ‘দ্য ইন্টারপ্রিটেশন অব ড্রিমস’ বইতে বলেছেন, যেকোন ধরনের স্বপ্ন বাস্তব জীবনের অনেক জিনিসের সাথে মিলে যায়, এমনকি বিভিন্ন জ্যোতিষ শাস্ত্রমতে স্বপ্নে আমরা যা দেখি তা বাস্তব জীবনে অনেক ধরনের বার্তা দেয়। তাই স্বপ্নকে হালকা করে নেওয়ার সুযোগ নাই। চলুন দেখে নেই ইসলামের দৃষ্টিতে স্বপ্নে সাপ দেখলে কি হয়।
স্বপ্ন |
ইসলামিক ব্যাখ্যা |
স্বপ্নে বড় সাপ দেখার অর্থ |
তার শত্রু বড় হবে, অনেক শক্তিশালী হবে |
স্বপ্নে ছোট সাপ দেখার অর্থ |
তার শত্রু হবে কম শক্তিশালি, ও অপেক্ষাকৃত দুর্বল। |
স্বপ্নে সাপের সাথে মারামারি কিংবা যুদ্ধ দেখার অর্থ |
বাস্তব জীবনে শত্রুর সাথে জগড়া বিবাদে জড়ানো, |
স্বপ্নে সাপের সাথে যুদ্ধে জয়ী হওয়ার অর্থ |
বাস্তব জীবনে শত্রুর সাথে জয়ী হওয়া। |
স্বপ্নে সাপের সাথে যুদ্ধে পরাজিত হওয়ার অর্থ |
বাস্তব জীবনে শত্রুর কাছে পরাজিত হওয়া। |
স্বপ্নে সাপে কাটার অর্থ হচ্ছে |
সাপে কাটার ব্যাথার অপর নির্ভর করে শত্রু পক্ষ থেকে সে আঘাত ও যাতনাপ্রাপ্ত হবে। |
স্বপ্নে সাপ হত্যা করার অর্থ |
বাস্তব জীবনে শত্রুর উপর সে বিজয়ী হবে। |
স্বপ্নে সাপকে দুই টুকরা করে ফেলেছে অর্থ |
বাস্তব জীবনে একইভাবে আপন শত্রুকে সে দ্বিখন্ডিত করে ফেলবে। |
স্বপ্নে কেউ সাপের ভয়ে ভীত-বিহ্বল,অথচ সাপটি সে চোখে দেখছে না, এমন স্বপ্ন দেখলে |
বাস্তব জীবনে সে শত্রুর অনিষ্ট থেকে সে নিরাপদে থাকবে। |
স্বপ্নে যদি কেউ দেখে তার ঘরে সাপ ঢুখেছে ,এমন স্বপ্ন দেখলে |
বাস্তব জীবনে তার কোন নারী বা কোন আত্মীয় তার শত্রু হওয়া নিদর্শন। |
স্বপ্নে যদি কেউ দেখে তার ঘর থেকে সাপ বের হয়ে গেছে ,এমন স্বপ্ন দেখলে |
তাহলে এটা কোন দূরবর্তী আত্মীয় তার শত্রু হওয়ার অর্থবোধক। |
কেউ যদি দেখতে পায় তার মলদ্বার,কান অথবা পেট থেকে সাপ নির্গত হয়েছে ,এমন স্বপ্ন দেখলে |
তাহলে তার আপন সন্তানদের মধ্য থেকে কেউ শত্রু হবে অথবা আছে। |
কেউ যদি স্বপ্নে দেখে সে সাপের বন্ধু হয়েছে ,এমন স্বপ্ন দেখলে |
তাহলে এটা তার শত্রু নয়, বরং রাজত্ব ও নেয়ামতপ্রাপ্তি আলামত। সাপের অবয়ব-আকৃতি যত বড় হবে, সে অনুপাতে তার প্রভুত্ব ও কর্তৃত্ব বিস্তৃত হবে ও নেয়ামত বৃদ্ধি পাবে। |
স্বপ্নে কালো বর্ণের সাপ দেখলে |
বাস্তবে এটি সেনাপতি হিসেবে তার সৈন্য পরিচালনার নিদর্শন। |
স্বপ্নে সাদা বর্ণের সাপ দেখলে |
বাস্তবে এটি অদৃষ্ট ও সৌভাগ্যের নিদর্শন । |
যদি কেউ স্বপ্নে মসৃণ-তৈলাক্ত ও নরম তুলতুলে সাপের মালিক হয়েছে , এমন স্বপ্ন দেখে তার অর্থ হচ্ছে। |
বাস্তবে এটা শাহী ধন-ভান্ডারের মধ্য হতে কোন ধন-ভান্ডার লাভ করার পূর্ব লক্ষণ। |
স্বপ্নে সাপে দংশন করলে
এছাড়া যদি স্বনে দেখেন সাপ আপনাকে ছোবল দিচ্ছে, বাং সাপে কাটছে, অথবা সপে আপনাকে তাড়া করছে তাহলে এই স্বপ্নের ইসলামিক ব্যাখ্যা হচ্ছে, অশুভ ইঙ্গিত। বাস্তব জীবনে আপনার বিপদ আসন্ন। এমতাবস্থায় ইসলামিক স্কলাররা বলেন এই সময়ে সতর্ক থাকতে।
স্বপ্নে জোড়া সাপ দেখা
স্বপ্নে জোড়া সাপ দেখা শুভ লক্ষণ
স্বপ্নে সাপে নেউলে লড়াই
স্বপ্নে সাপে নেউলে লড়াই করতে দেখলে তার ইসলামিক ব্যাখ্যা হচ্ছে বাস্তব জীবনে আইনি ঝামেলার মধ্যে দিয়ে যাবেন।
স্বপ্নে সাপ তার খোসা পরিবর্তন করলে
অনেক সময় আমরা স্বপ্নে দেখি সাপ তার খোসা পরিবর্তন করছে, তার অর্থ শুভ কিংবা অশুভ নয়, এর মানে হচ্ছে আপনি বাস্তব জীবনে নিজেকে পরিবর্তন করবেন।
ত বন্ধুরা ইসলামের দৃষ্টিতে স্বপ্নে সাপ দেখলে কি হয় লেখাতে যদি স্বপ্নে সাপ দেখা নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
বিঃদ্রঃ এই ব্লগের প্রত্যেকটা ব্লগ পোস্ট Sylhetism ব্লগের নিজস্ব ডিজিটাল সম্পদ। কেউ ব্লগের কোন পোস্ট কিংবা আংশিক অংশ ব্লগের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কপি পেস্ট করে অন্য কোথাও প্রকাশ করলে ব্লগ কর্তৃপক্ষ ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করার অধিকার রাখে। এবং অবশ্যই কপিরাইট ক্লাইম করে যে মাধ্যমে এই ব্লগের পোস্ট প্রকাশ করা হবে সেখানেও কমপ্লেইন করা হবে।
এই ব্লগের কোন লেখায় তথ্যগত কোন ভুল থাকলে আমাদের Contact পেইজে সরাসরি যোগাযোগ করুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তথ্য যাচাই করে লেখা আপডেট করে দিবো।
এই ব্লগের কোন স্বাস্থ বিষয়ক পোস্টের পরামর্শ নিজের বাস্তব জীবনে প্রয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের মতামত নিবেন, আমরা স্বাস্থ বিষয়ে কোন বিশেষজ্ঞ না, আমাদের উদ্দেশ্য ও লক্ষ হচ্ছে সঠিক তথ্য পরিবেশন করা। সুতারাং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার অবশ্যই আমরা নিবো না।
ধন্যবাদ, ব্লগ কর্তৃপক্ষ।
স্বপ্নে সাপ দেখার সাথে অনেক ব্যাখ্যা জড়িত আছে। তবে কোনটার ভিত্তি নেই তেমন।
হতে পারে, আমার জানা নাই। তবে এই পোস্টে যেসব ব্যাখ্যা দেওয়া আছে তা ইবনে শীরীনের বই থেকে নেওয়া। এবং বর্তমানে স্বপ্নের তাবীর হিসাবে এই বই পরিচিত।
স্বপ্নে পাকা পেয়ারা দেখলে কি হয়??
স্বপ্নে যেকোন ধরনের পাকা ফল দেখা অসুস্থ হওয়ার শামিল।
বাস্তবে আমার ফুপুকে একটা সাপ কামড়েছিল।
আমি স্বপ্নে দেখি একটু পুকুর পাড়ে সাপ পড়ে আছে। আমি মারতে গেলে দেখি সাপ মরে পড়ে আছে।।
এটার ব্যাখা কি??
Ami sopne dakhe ci..ekta coto sap ka kew marca.