Last Updated on 19th October 2024 by Mijanur Rahman
ফেসবুক বায়ুতে, ফটোতে, প্রোফাইল কিংবা কাভার ফটোতে আমরা অনেকেই ক্যাপশন দিয়ে থাকি। আবার কারো কারো ফেসবুকে যখন তখন স্ট্যাটাস দিতে ভালো লাগে, এই ভালোলাগাকে গুরুত্ব দিয়ে আমরা আজকের লেখায় নিয়ে এসেছি সময়ে চেয়ে বেশি আপডেট ও জনপ্রিয় কিছু স্টাইলিশ ফেসবুক ক্যাপশন নিয়ে।
এই লেখাতে হাজার খানেক স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন রয়েছে, যেগুলো অনেকের মুখেই হাসি ফুটাভে, অনেকে ফেসবুক ক্যাপশনগুলি দেখে অবাক হবে। এটা একটি পরিপূর্ণ ফেসবুক স্ট্যাটাসের লিস্ট, এখানে সব ধরনের ক্যাপশন পাওয়া যাবে। যে বা যারা ফেসবুকের জন্যে স্মার্ট ও স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস খোজতেছেন তাদের জন্যে এই লেখাই সেরা।
তাহলে দেরী না করে চলুন দেখে নেই আমাদের আল্টিমেট কালেকশটা।
বাংলা স্টাইলিশ ক্যাপশন ২০২৪
ফেসবুকে নিউজফিডে কোন কিছু লেখাকেই ফেসবুক স্ট্যাটাস বলে, আপনি যদি ফেসবুকের শিক্ষণীয় কিংবা সুন্দর স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস খোঁজে থাকেন তাহলে নিচের ক্যাপশনগুলি দেখতে পারেন। এই লেখাগুলি ফেসবুক থেকে সংগৃহীত বলে আপনি যদি আপনার ওয়ালে, কিংবা ফটোর ক্যাপশনে, কিংবা যেকোন জায়গায় ব্যাবহার করেন তাহলে সংগৃহীত লেখতে ভুলবেন না।
আনকমন কিছু ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন নিয়ে এই সেকশন।
তুমি কি অন্য মেয়েদের সাথে চ্যাট করো? – হ্যাঁ, তবে সীমিত পরিসরে।
অভাব যখন দরজায় কড়া নাড়ে, ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়।
গৌধুলি আলোর মোহনীয়তা গায়ে মেখে রবীন্দ্রনাথের কবিতায় ডুব দেয় হৃদয়।
জীবনানন্দের মতো উল্লাসে মেতেছি, জীবনের বিস্ময়গুলো এক এক করে চিনে চলেছি।
কারো গল্পে আমি নায়ক, কারো গল্পে খলনায়ক, কিন্তু নিজের গল্পে আমি মুক্ত জীবনানন্দ।
প্রতি বিকেলে আমি নতুন পাতা যোগ করি জীবনের গল্পে, যে গল্পে বিকেল সঙ্গী।
প্রত্যাশাই মানুষকে হতাশ করে; এটা মেনে নিতে না পারাই জীবনের জটিলতা।
শরীরে বড় হলেও মন এখনো শিশুই আছে, পরিণতির ছোঁয়া লাগেনি।
সেদিন চৈত্রের রাঙা সন্ধ্যায় তোমার চোখে দেখেছি আমার সর্বনাশ।
মাঝেমধ্যে নিজেকে জোকার মনে হয়, বাইরে হাসি আর ভিতরে হাহাকার।
আগে মানুষ ঘুমালে শরীর বিশ্রাম পেত, এখন মানুষ ঘুমালে মোবাইল বিশ্রাম পায়।
শীতল হাওয়ায় তোমার কাছে থাকি, শ্রাবণের ধারায় জড়িয়ে যাই তোমার মায়াজালে।
নারী মা হলে করে শাসন
প্রেমিকা হলে করে শোষণ
আর বউ হলে দেয় ভাষণ
বড়ই অদ্ভুত এই নারী
সালামি দেয় না, আমি বড় বলে; বিয়ে দেয় না, আমি ছোট বলে।
জামাই থাকিলে সঙ্গে শীত লাগেনা অঙ্গে
একসময় জমিদারের ছেলেরা রাজনীতি করে ফকির হতো, এখন ফকিরের ছেলেরা রাজনীতি করে জমিদার হয়।
এই বর্ষায় যদি আবার বৃষ্টি আসে, আমি তোমার প্রথম হয়ে যাব, তোমার অঙ্গে লেপ্টে থাকবো যেন ভেজা শাড়ি।
GF এর বাচ্চার বাবা হতে গিয়ে মামা হয়ে যাওয়া সকল ভাইদের জানাই বাবা দিবসের শুভেচ্ছা।
স্মার্ট ফেসবুক স্ট্যাটাস
আপনার যদি স্মার্ট ফেসবুক স্ট্যাটাস দরকার হয় তাহলে নিচের স্ট্যাটসগুলো দেখতে পারেন। স্মার্ট ফেসবুক স্ট্যাটাস হলো, খুব সুনিপুনভাবে উপস্থাপিত কোন শর্ট লেখা, যেগুলো পড়লে ও দেখলে যেকেউ আপনাকে অনেক স্মার্ট হিসাবে ধরে নিবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিছু স্মার্ট ফেসবুক স্ট্যাটাস।
ক্লাস সিক্সের মেয়েটা ব্রেকআপের পর পোস্ট দিয়েছে! “গর্ত যখন আছে, সাপের অভাব হবে না”
হ্যাঁ, আমি বেয়াদব কারণ, আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে! তোমার ব্যথা লাগে জয়েন্টে জয়েন্টে।
কালকে সবার জন্য ঈদ মোবারক হলেও আমার জন্য ঘুম মোবারক।
মা নামের যোদ্ধাকে শুধু Mother’s Day-এ না, Others Day-এও একইভাবে ভালোবাসা উচিত।
তুমি বসন্ত হয়ে এসেছিলে এক সন্ধার বর্ষায়
আমি হেমন্ত হয়ে তোমার চোখে শরৎ দেখেছিলাম।
আর তুমি শীত কুয়াশায় আমার ঠোঁটে রেখেছিলে গ্রীষ্মের উষ্ণতা
তুমি হইবা চা
আমি হবো কাপ
তুমি হইবা মা
আমি হইবো বাপ
আমি ব্রিটিশ শাসন দেখিনি। তবে ৭ম শ্রেণীর মেয়ে একটা অনার্সের ছেলেকে শাসন করতে দেখেছি।
লাখ লাখ শুক্রাণু ফাইট করে একটা বাচ্চা হয়, আবার লাখ লাখ বাচ্চা ফাইট করে একটাই জামাই হয়।
তোরাই ছিলি, তোরাই আছিস জানি মশারি টাঙালেও ৩/৪টা ভেতরে তোরাই থাকবি!
বান্ধবী যদি আপনাকে গার্লফ্রেন্ড খুঁজে না দেয়, বুঝে নিবেন সে আপনাকে মনে মনে পছন্দ করে।
পোলাপান হাদিস সম্পর্কে খুব একটা না জানলেও বিয়ে করা যে ফরজ, এটা ঠিক জানে।
তুমি যাকে ‘দুনিয়া’ ভাবো, সে তোমাকে ‘এলাকা’ তো দূরে থাক, ‘চিপার গলি’ও ভাবেনা।
নো পিম্পল, গালে ডিম্পল—এমন একটা সিম্পল মেয়ে চাই।
বাসা ভাড়া নিবো ১০/১২ তলার ওপরে, যাতে অভাব আসলে ভালোবাসা পালিয়ে যেতে না পারে।
পুরুষ হয়েও যদি তোমার মুখে না থাকে দাড়ি, তবে তুমি সীমিত আকারের নারী।
কি হবে জানুয়ারী মাস দিয়ে? যদি কাউকে “জানু” বলেই ডাকতে না পারি।
কিছু মানুষ এত ভালো নাটক জানে, মনডা চায় টিকেট কেটে শুধু ওদের নাটক দেখি।
সততার ১০ টাকা উপার্জনে যে সুখ, অসততার ১০ কোটি টাকা উপার্জনেও সে সুখ পাওয়া যায় না।
কেঁদেও শান্তি নাইরে ভাই। ২ মিনিট কান্না করলে ২ ঘণ্টা মাথাব্যথা করে।
শূন্য বিছানার থেকে দুষ্টু বউ অনেক ভালো।
পকেটের টাকার উপর রাজত্ব যতদিন সারা দুনিয়ার উপর রাজত্ব ততদিন। টাকা নাইতো দুনিয়াও নাই।
আরো পড়ুনঃ ছেলে মেয়েদের স্টাইলিশ ফেসবুক আইডির নাম
ফেসবুক ফানি ক্যাপশন
যারা ফানি ফেসবুক স্ট্যাটাস খোজতেছেন তাদের জন্যে এই লেখা হতে পারে সঠিক জায়গা, এখানে সিঙ্গেল ছেলেদের ফানি স্ট্যাটাস, নতুন ফানি পোস্ট হিসাবে ফেসবুকে দেওয়ার জন্যে রয়েছে চরম হাসির ক্যাপশন,
দামী ড্রেস পরে গর্ব করার কিছুই নেই। জীবনে সবচেয়ে সুখের মুহূর্ত কাটে বিনা ড্রেসে।
কি লাভ হিসাববিজ্ঞান পড়ে? যদি বাজারে মেরে দেওয়া ১০০ টাকার হিসাব আম্মুকে দিতে না পারি।
কোনো এক শীতের রাতে তোমার গায়ে ঠান্ডা পানি ঢেলে দিয়ে বলবো “ভালোবাসি”।
টিকটকের মেয়েরা এক ভিডিওতে সাজে হুজুর খলিফা, আরেক ভিডিওতে মিয়া খলিফা—ভণ্ড শালীরা!
দুনিয়াতে সবচেয়ে বড় বারোভাতারী হলো সাবান। সব মানুষের সাথে শারীরিক সম্পর্ক আছে হালার।
নোয়াখালী-১ আসন থেকে গোসল করতে যাচ্ছি। সকলের কাছে দোয়াপ্রার্থী।
Breakup হওয়ার পর আমার ex স্ট্যাটাস দিলো, “ইসলামে প্রেম করা হারাম”।
তুমি যেটা চাইলেই পাও
সেটা Allahর ডিরেকশন
তুমি যেটা চাইলে পাওনা
সেটা Allahর প্রটেকশন
জীবনে 69 বার প্রেমে পড়েছিলাম।
প্রতিবারই মনে হইছে
তাকে ছাড়া বাঁচবোই না
মেয়েদের প্রোফাইল লক থাকাই ভালো। কারণ ডাস্টবিন বন্ধ থাকলে দুর্গন্ধ কম ছড়ায়।
মানুষের হার্টের দাম ১.৪ মিলিয়ন ডলার আর তোমরা সেটা BF/GF-কে মাগনা দাও কেন ভাই?
ছেলেরা আসলে অনেক অবহেলিত, কারণ তারা বউয়ের সাথে রাগ করে বাপের বাড়ি যেতে পারে না।
Yes একটি অদ্ভুত শব্দ, একবার বললে সুশীল লাগে কিন্তু দুইবার বললে অশ্লীল লাগে।
উম্মাহ দিলে করোনা ছাড়ে, চুম্মাহ দিলে ঠোঁট ফাটা সারে—এমন নিব্বি কোথায় পাওয়া যাবে ভাই?
ব্রেকিং নিউজ: অনলাইন ক্লাসে ছাত্রকে মারতে না পেরে আইডিতে রিপোর্ট মারলো টিচার।
শালী ছাড়া বিয়ে করা এক বন্ধুকে ব্লক দিলাম। বেঈমানের কোনো জায়গা নেই আমার লাইফে।
শীতে ৩ টা জিনিস ছোট হয়ে যায়
১)দিন
২)কলিজা
৩) প্রথমে যেটা ভাবছিলেন ঔটাই।
শ্রাবন্তি আর মিথিলা জীবনে যতগুলা ছেলের স্বপ্ন ভেঙেছে, ওতবার স্বপ্নদোষও হয়নি আমার।
জীবনে কারোর উপর নির্ভর থাকা মানে হলো মেঘশূন্য আকাশের দিকে বৃষ্টির আশায় চেয়ে থাকা।
শীতকাল হলো বিড়ি টানার সেরা সময়। ধরা খেলে বিড়ি ধোয়াকেও কুয়াশার ধোয়া বলে চালানো যায়।
অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে রইলুম নির্বিকারচিত্তে।
স্মার্ট ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
আপনি যদি আপনার fb তে fb status bangla, কিংবা ফানি ক্যাপশন দিতে চান তাহলে নিসন্দেহে নিচের স্ট্যাটসগুলো দিতে পারেন।
পড়তে না বসার ১ বছর পূর্তিতে বই-খাতা সব পুড়িয়ে আজ কেক কাটবো।
সব দোকানে বাকী খাওয়া যদি একটা শিল্প হয়, তবে আমি দুনিয়ায় সবচেয়ে বড় বাকীশিল্পী।
আমি কখনো ঝগড়া করে হারিনি, হয় জিতেছি, না হয় জুতা মেরে দৌড় দিয়েছি।
ইউটিউবে অ্যাড দেখতে দেখতে এখন মাঝেমাঝে স্বপ্নের ভিতরেও ফুডপান্ডার অ্যাড দেখি।
“কাজিনদের প্রেমে ধরা খাওয়ার” নিউজ শোনার মতো পৈশাচিক আনন্দ আর কিছুতে নেই।
নতুন শাড়ি পড়লে মেয়েরা যতটুকু খুশি হয়, নতুন লুঙ্গি পড়লে ছেলেরা ঠিক ততটাই বিরক্ত হয়।
তুমি EGO সরিয়ে OGO বলে ডাক দাও, আমি KiGO বলে সাড়া দেবো!
গোবর শুকালে হয় জ্বালানি, জমিতে গেলে হয় সার, আর মগজে গেলে হয় ‘একাত্তর টিভি’।
যদি না থাকে তোমার ‘চাপ চাপ দাড়ি’, ভাগ্যে নাই তবে তোমার ‘শাড়ি পড়া নারী’।
যেই বয়সে খাওয়ার কথা ‘বেশিবেশি ক্রাশ’, সেই বয়সে খাচ্ছি ‘বেশিবেশি বাঁশ’।
তোমরা বউ চাও Hot, আর বউ সেই Hotness দিয়ে সংসারে একটু আগুন লাগাইলেই দোষ?
যাদের ফ্যামিলি থেকে লাভ ম্যারেজ সাপোর্ট করে, দেখা যায় তাদেরই লাভ আই মিন প্রেম হয় না।
নায়কের মতো ছেলের সাথে প্রেম করবা আর সে একটু অভিনয় করলেই দোষ? Lol!
ময়লা জামাকাপড় পরলেই নাকি লাখপতি হওয়ার চান্স আছে। তাই ল্যাংটা বসে আছি। কোটিপতি হবো।
বায়োতে ‘শেষ নবীর উম্মত’
ইনবক্সে ‘শেষ ন্যুডটা প্লিজ’
এসব কি ভাই?
ফেবুতে কারো কাশফুলের সাথে তোলা ছবি দেখলে মনে হয়, ওরা ফার্মেসীর ফেমিকনের অ্যাড দিচ্ছে।
বিড়ি টানতে টানতে বিড়ির বিরুদ্ধে লেকচার দিতে থাকা মানুষগুলো মারাত্মক ইনোসেন্ট হয়।
পাট আর কাশফুল—দুইটাই দুই অশ্লীল গাছ। একটু বাতাস পেলেই একটা আরেকটার সঙ্গে লাগালাগি করে।
আচ্ছা, “PlayBoy” এর সাথে “PlayGirl” এর বিয়ে দিলে বাচ্চা কি “PlayStore” হবে?
একমাত্র মূর্খরাই বউ পিটায়। বুদ্ধিমানরা তো বুদ্ধি করে রাতে ৩ কেজি গুড়া মাছ কিনে আনে।
Attitude স্মার্ট ফেসবুক স্ট্যাটাস
Attitude স্মার্ট ফেসবুক স্ট্যাটাস হচ্ছে ফেসবুকে নিজের Attitude ও স্মার্টনেস প্রকাশের সেরা উপায়, তাদের কথা চিন্তা করেই এখানে দেওয়া হচ্ছে বাছাইকৃত সেরা সব Attitude স্মার্ট ফেসবুক স্ট্যাটাস।
একটি অ্যাপ ইনস্টল করতে গিয়ে আরেকটি অ্যাপ আনস্টল করা মানুষগুলোই প্রকৃত মধ্যবিত্ত।
কারো ফোনের প্যাটার্ন লক খোলা দেখলেই বোঝা যায়, তার মনেও ঠিক কতটা প্যাঁচ।
রাতে ঘুম আসে না কিন্তু সকালে খুব ঘুম পায়। এটা কি আমার আমেরিকার যাওয়ার লক্ষণ?
বামুন হয়ে চাঁদে হাত দেওয়া আর ডাটা ইউজার হয়ে ডাটা প্যাকেজে হাত দেওয়া এখন দুটোই সমান।
রাস্তায় দুজন লোক গালাগালি করছিলো। আমি গিয়ে বুঝানোর পর এখন তারা মারামারি করছে।
আইডি কার্ডে নিজের ছবিটা দেখে এত্ত মায়া লাগে। ইচ্ছে করে নিজেরে দুইটা টাকা ভিক্ষা দেই।
মধ্যরাতে গার্লস গ্রুপে ঢুকলে মনে হয় এক চটি’তালয়ে ঢুকে পড়েছি। রসেভরা টসটসে পোস্ট সব।
বসন্ত হয়েই তুমি এসেছিলে এক সন্ধার বর্ষায়।
আমি শরৎ হয়েই তোমার চোখে হেমন্ত খুঁজেছিলাম।
আর তুমি গ্রীষ্মের আঁচলে ঢেকেছিলে শীতাবৃত চাহনী
দুনিয়ার সব এটিটিউড
মাটি গজিয়ে উঠে এক্সের সামনে আর
মাটি চাপা পড়ে আম্মুর ঝাটার সামনে
বাজারের সব ইলিশ পদ্মার
সব আম রাজশাহীর আর
বাসার সব দোষ আমার
আমার বউ আমি নিবো অতি দেনমোহর কেনো দিবো?
টাকা হইলো ডেটল সাবানের মতো। এটা আমাদের 99.9% প্রবলেমস ধ্বংস করে।
জামাই যখন দরজায় দাড়ায়। জাস্টফ্রেন্ড তখন জানালা দিয়ে পালায়।
মাংসের গন্ধে ঘুম আসেনা
একলা জেগে রই।
মাগো আমার অমৃত স্বাদের
সবজি ডাল-ভাত কই
২ কিমি জার্নি করে ২ কেজি বমি করে। আবার ফেবু বায়োতে লিখে রাখে “Born Traveller”।
মেয়েরা মাস্কের নিচেও লিপস্টিক দেয়। আর তুমি ভাবো, তোমার জন্য সাজে??
পাছায় মাংস না থাকলে কোথাও দাম নেই। না ইনস্টাগ্রামে, না গরুর হাটে।
বিড়ি কেনার চেয়েও কষ্টকর হলো ‘বিড়ি টানার’ জন্য একটা নিরাপদ জায়গা খুঁজে বের করা।
“দুইটির বেশি থাপ্পড় নয়। একটি হলে ভালো হয়” – ক্রেতাদের উদ্দেশ্যে কোরবানির গরু।
যেসব মেয়েদের গালের টোল আর গজ দাঁতের অহংকার ছিল, সব আজ মাস্কের নিচে চাপা পড়ে গেছে।
মেসেঞ্জার ফানি ক্যাপশন বাংলা
মেসেঞ্জারে ফানি ক্যাপশন নোট কিংবা স্টোরিতে প্রাকাশ করার জন্যে এখানে দেওয়া হচ্ছে মজার সব মেসেঞ্জার ফানি ক্যাপশন বাংলা।
বাংলাদেশের তাবিজ বিক্রেতার আপগ্রেডেড ভার্সন হলো ‘মোটিভেশনাল স্পিকার’।
মায়ের সঙ্গে মার্কেটে গিয়ে দামাদামির সময় এমন ভাব ধরতে হয় যেন এই মহিলাকে আমি চিনিই না।
মুড়ির চরিত্র বড়ই সন্দেহজনক; কখনো কাঁঠালের সঙ্গে, কখনো চানাচুরের সঙ্গে ইটিশপিটিশ।
বর্তমানে বাঙালি ক্যারিয়ার নিয়েও ওতটা চিন্তিত নয়, যতটা চিন্তিত পোস্টের রিচ নিয়ে।
পৃথিবীর ২য় ভাগ্যবান বিল গেটস, আর ১ম জন ‘বর্ষাকালে ছাতা ধার দিয়ে ফেরত পাওয়া ব্যক্তি’।
চাঁদের নিজস্ব কোনো জাস্টফ্রেন্ড নেই। তাই পৃথিবীর চারপাশে টাংকি মারে।
সুন্দরবনে এত মৌমাছিও নেই, অনলাইনে যতগুলো মধুবিক্রেতা আছে।
পরিশ্রম হলো সৌভাগ্যের প্রসূতি আর বিসিএস হলো বউভাগ্যের প্রসূতি।
১৯২০ঃ মানুষকে বসতে দিলে শুইতে চাইত
২০২০ঃ মানুষকে বসতে দিলে WiFi পাসওয়ার্ড চায়
প্রাণ কোম্পানি মধু বানালে নাম কি হবে?? প্রাণ’হানি।
ঔখানে মোর এক্সের বাড়ি
ডালিম গাছের তলে।
ত্রিশ বছর ভিজায়ে রেখেছি
সাদা হিসুর জলে
যে নারী গোসল কইরা
চুলে দিলো ঝাড়া।
এক রুপা থাকতে তাহার
হাজার হিমু খাড়া
মেয়েটার নাম ছিল উমা দেবী।
আইডি কার্ডে আসছে ‘চুমা দিবি
‘লিংক আছে’ শব্দটা এটম বোমার মত, কোথাও ছাড়লেই ইনবক্স বিস্ফোরিত হয়!
বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো, আমায় ‘বাবু’ ডাকা জাস্টফ্রেন্ডটা কোথায়?
মাংসের অভাবে গালে টোল পড়ে, আর এটাকেই কিউট বলে চালিয়ে দেয় বাঙালি।
মাত্র ১% চার্জ নিয়ে ক্রাশের সঙ্গে চ্যাট করি, আর তুমি আমাকে রিস্ক নেওয়া শিখাও?
SSC Candidates After Result: এখন আমার প্রথম কাজ নতুন ফোন কেনা।
প্রতিটি মেঘমাখা গর্জন বাংলা সিনেমার মতো নিব্বি নিব্বাকে জড়িয়ে ধরার সুযোগ তৈরি করে।
অ্যাটিটিউড ক্যাপশন ২০২৪
ভাইয়া’ থেকে যদি ‘বাবু’ পরিণতি হয়, তবে ‘ভাইয়া’ ডাকাই শ্রেয়।
আবার আসিব ফিরে, টং দোকানের ভিড়ে, বিড়ি হাতে এই বাংলায়।
ক্লাস সিক্সের একটা ছাত্র স্ট্যাটাস দিয়েছে, ‘রক্তে নিকোটিন আছে কিন্তু বেঈমানী নাই।’
সারা সৌরজগত খুঁজেও ওমর সানির মতো এলিয়েন খুঁজে পাওয়া যাবে না।
গফের বাসা ব্রাহ্মণবাড়িয়া শুনে চটজলদি ব্রেকআপ করে ফেললাম।
হিন্দি সিরিয়াল দেখলে আর সাইন্স শেখা লাগে না।
ক্লিনশেভ করে নিজের মুখই খুঁজে পাই না, আর তোমার মন কী খুঁজব?
ফেসবুকে যে মেয়ে যতটা নোংরা, ততটা জনপ্রিয়।
ছেলেদের হেডফোনের তার আর পাছার নিচের বিছানা চাদর কখনোই ঠিক থাকে না।
গরমকালে শিমের তরকারি খাওয়া আর ঘাস খাওয়ার সমান।
জাব পকেটে পয়সা হয়, এটিটিউড নিজের থেকেই আসে।
আমার পেট থেকে যদি বাংলাদেশে গ্যাসলাইন সাপ্লাই দেওয়া যেত, এতদিনে কোটিপতি হয়ে যেতাম।
আপনি যতই স্মার্ট হন না কেন! এক বছর আগের আপনার আপনিকে আপনার কাছে ক্ষ্যাতই মনে হবে।
প্রেসার নিতে নিতে জীবনটা প্রেসার কুকার হয়ে গেল।
বাইরে মাইকিং হচ্ছে, “জেসমিন আপার ফুটবলে, সিল মারুন তালেপালে।”
বিয়েবাড়িতে বউ বিদায়ের সময় বউকে বোন বলছে, “কান্দিস না বইন, মেকাপ নষ্ট হয়ে যাবে।”
সকলেই বলে, “চা খাবেন! ঢেলে দিই!!” কিন্তু কেউ বলেনা, “GF লাগবে! এনে দিই!”
বাসা থেকে খুব চাপ দিচ্ছে – গোসলের জন্য।
গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে গফকে টাটা দিচ্ছিলাম, কোন শালা সেটার ছবি তুলে পোস্ট দিয়েছে “বাবাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ।”
আমি বিলাসবহুল ফ্ল্যাটের বারান্দায় ঝুলে থাকা লুঙ্গির মতো, তোমাদের শহরে বড্ড বেমানান।
রৌদ্রস্নানের নির্জনতায় আমি দাঁড়িয়ে একা। কোথাও যেন কেউ নেই।
প্রেমিকা নিয়ে স্ট্যাটাস
প্রেমিকাকে নিয়ে ফেসবুক ক্যাপশন খোজতেছেন? তাহলে এই আর্টিকেল দেখুন, এই আর্টিকেলে রয়েছে মনের মানুষ নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস।
আপনি মোটা হলে পাবলিক বলবে সারাদিন খান, আপনি চিকন হলে পাবলিক বলবে নেশা করেন। আপনি সুস্বাস্থ্যের অধিকারি হলে পাবলিক বলবে এসব ছেলে/মেয়ে পটানোর ধান্দা। মোটকথা আপনি যেমনই হোন না কেন, পাবলিক চুলকাবে, তাদের চুলকানির সমস্যা।
মন বললো সমুদ্রে চল
কাজ বললো অফিস
মনকে বোঝাই সুযোগ হলে
আবার ঘুরে আসিস।
কিপটা জ্যোৎস্না-
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, ৮০ ৮০ বলে জ্যোৎস্না ৭০ দিয়েছে।
বিফ লাভার জ্যোৎস্না-
বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, খাসি খাসি বলে জ্যোৎস্না গরু দিয়েছে।
মন খারাপ থাকা খারাপ কিছু না। যাদের মন বলে কিছু একটা আছে, তাদেরই মাঝে মাঝে একটু মন খারাপ হয়।
হানিফ সংকেতের বাসায় অভিযান। বিপুল পরিমাণে মহামূল্যবান বই ও পরিবেশবান্ধব গাছ উদ্ধার!
পৃথিবীতে অপেক্ষার দাম কমে গেছে। আগে একটা চিঠি দিয়ে মানুষ দশদিন অপেক্ষা করতো। এখন দশজনকে মেসেজ পাঠিয়ে মানুষ একটা রিপ্লাইয়ের অপেক্ষায় থাকে।
আগে ভালো লাগা, তারপর ভালো করে লাগা। আগেই লাগানোর চিন্তা করে আগানো ঠিক না।
মেয়েদের সাথে কথা বলার চেয়ে মদ খাওয়া ভালো। তবে মদ খেয়ে মেয়েদের সাথে কথা বলতে পারলে আরো ভালো লাগে।
চাওয়া ভালো। তবে খুব করে চাইতে নেই। খুব করে চাইলে অবশেষে না পেলে মেনে নেয়া যায় না। না পাওয়ার কষ্টগুলো কোথা থেকে এসে জড়ো হয়। জ্বরও হয়, মনের।
ভাত আমাদের প্রিয় খাবার। আমরা বারো মাসই ভাত খাই। এই হিসেবে আমরা সবাই বারো ভাতারি।
অফিস খোলা কিন্তু যানবাহন বন্ধ ব্যাপারটা অনেকটা প্রেম করবো কিন্তু যা হবে বিয়ের পরের মতো।
লজ্জায় মুখ দেখাতে পারিনি, তাই পাছা দেখিয়ে চলে আসলাম।
যে দেশে পোলাপান ইয়াবাকে “বাবা” বলে ডাকে, সেই দেশে বাবাদের শুধু বাবা দিবসই না, অন্য দিবসেও শান্তি নেই।
তোমার প্রতি আমার কোন রাগ নেই। যা আছে তাকে অভিমান বলতে পারো। অভিমান আছে বলে তুমি কিছু মনে করো না আবার। যা ক্ষতি, শুধু আমার, তোমার কোন দোষ নেই তাতে।
শুক্রবারে নিজের বাসায় পোলাও মাংস না থাকা যতটা কষ্টের, পাশের বাসা থেকে পোলাও মাংসের গন্ধ আসা তারচেয়ে বেশি কষ্টের।
জোর করে টিকিয়ে রাখা সম্পর্ক জমে যাওয়া গরুর মাংসের মতো। রান্না যতই ভালো হোক, মজা পাওয়া যায় না।
মনতো আর রাউটার না। একবার অফ করে অন করলে তোমাকে ভুলে যাবো!
জিব্বার মধ্যে সিভিটই আমাদের LSD।
অনেক হাহা রিঅ্যাকশনের মধ্যে কিছু লাইক রিঅ্যাকশন যেন এক বালতি দুধে গরুর মুত।
বাসা থেকে বাইরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে।
বাংলা শর্ট ক্যাপশন 2024
ওয়াটসাপ স্টোরিতে যদি রোমান্টিক স্ট্যাটাস, বা স্টাইলিশ স্ট্যাটাস দিতে চান তাহলে নিচের লেখাগুলি দেখতে পারেন।
এক্সের আশীর্বাদে ভালোই আছি।
বাসায় এসি থাকায় গরম নিয়ে স্ট্যাটাসও দিতে পারতেছি না।
– ভাই! ভাবী কি প্রেগন্যান্ট?
– নাহ, ইফতার একটু বেশি খাইছে।
বিল গেটসেরই ব্রেকআপ হয়ে যায়, আমরা কোন বাল।
যতটা বৃষ্টি শহরে, তার চেয়ে বেশি হৃদয়ে।
এই ঝড়ে
আমার মন
তোমার বারান্দায়
আছে পড়ে।
মিথ্যের শহরে কেন যে তুমি আমায় নিয়ে ভাবো
যে যাই বলুক, যাই সাধুক আমি তোমার কাছে যাবো।
তোমাকে মেসেজ পাঠাতে গিয়ে কতোবার শুধু প্রোফাইল থেকে ঘুরে এসেছি, সে কথা আমার ঈশ্বর জানে।
তোমার জন্যে লিখতে গিয়ে কতবার যে ব্যাকস্পেস চেপে গুটিয়ে নিয়েছি হাত.. সে কথা আমার ঈশ্বর জানেন।
বিশ্বাসতো সেদিনই উঠে গেছে যেদিন শীতের মাস ডিসেম্বরে ফ্যান ছেড়ে ঘুমাতে হয়েছে।
শালার মশা, রক্ত না খেয়ে চর্বি খেলে এতদিনে আমার সিক্স প্যাক থাকতো।
জীবনে মোটিভেশন না লাগলেও সিঙ্গারার সাথে পেঁয়াজ অবশ্যই লাগে।
দেখানো রাগটাই দেখলে, জমানো অভিমানটুকু জানলে না।
চা মূলত অনেক প্রকারঃ
দুধ চা, লিকার চা, আদা চা, লেবু চা, বিচার চা, মাফ চা, ধইন চা, এদিক চা, সেদিক চা, এটা চা, ওটা চা।
বৃষ্টি পড়ে টাপুরটুপুর নদে এলো ঢেউ
বাজারে আসছে আইফোন 15, কিনে দিবে কেউ?
বন্ধু তুমি আছো সুখে, আগুন জ্বলে আমার বুকে!
জীবনযুদ্ধে হোঁচট খেয়ে পড়ে গেলে ব্যারিস্টার সুমনের মতো বলতে হবে- “মাডিত ফরনই লাগবো।”
রূপবতী মেয়েদের ফেসবুক প্রোফাইলে বেশিক্ষণ ঘোরাঘুরি করা যায় না। মনে হয় এই বুঝি বউ দেখে ফেলবে।
কেমন আছিস? কোথায় আছিস? বেঁচে আছিসতো?
ইউনিক ক্যাপশন বাংলা
ভালোবাসার মানুষকে নিয়ে, প্রেমিকা কিংবা ভালো লাগার মানুষকে নিয়ে যদি ফেসবুক ক্যাপশন, ফেসবুক স্ট্যাটাস খোঁজে থাকেন তাহলে এই আর্টিকেল আপনার জন্য, এই আর্টিকেলে দেওয়া হয়েছে সেরা সেরা ফেসবুক স্ট্যাটাস।
মানুষ মানুষকে প্রশংসা করতে গেলে কার্পণ্য করে। আবার অনেক প্রশংসা ঠিক প্রশংসাও না, বুক ভরা হিংসা।
শেয়াল ডাকে হুক্কাহুয়া
আমি কসাই তুমি বুয়া!
আমি শুধু তোমাকে ফলো করিনা, লাভ কেয়ারও দেই।
তুমি ভাতের মতো নরম, ভর্তার মতো ঝাল।
লিপস্টিকের দাগ দেখে বোঝা গেলো- এটা তোমার মাস্ক।
লিভারপুলও লিগ জিতে যাচ্ছে অথচ আমি এখনও তোমার মন জিততে পারলাম না।
আগুন সুন্দরী এক মেয়ের ছবি দেখে ইনবক্সে হাই লিখতে গিয়েছিলাম। পরে প্রোফাইল চেক করে দেখি ফেস অ্যাপ দিয়ে মেয়ে সেজে বসে আছে এক দাড়িওয়ালা ইতর পোলা।
একটু বুদ্ধিমান না হলে প্রেম করা যায় না। আর বেশি বুদ্ধিমানদের প্রেম বেশিদিন টিকে না। প্রেমের পর গাধা হয়ে যাওয়া ভালো, বিয়ের পরও তাই।
ঘুমিয়ে আছে বাবুর বাবা সব বাবুরই অন্তরে।
আমি তারায় তারায় রটিয়ে দিবো তুমি চামার!
মনডা চায় লাইভে আইসা কিছু মানুষরে থাবড়াই!
সাধারণ আম- ল্যাংড়া আম, ফজলি আম।
কেমিস্ট্রির আম- পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম
হতাশার আম- কী করবাম, আমার কী কাম, বিধিবাম
খারাপ আম- আকাম, কুকাম, বদনাম
এবারও বাজেটে বাড়েনি তোমার কাছে আমার দাম।
বেঁচে আছি, এইতো জরুরী খবর।
জানি আসবেনা তুমি, তোমার খবর
ঝড় ঝরবার আগে কিংবা বৃষ্টির পর।
মেয়েরা শুধু নোবেলদেরই বেল দেয়। ভালো ছেলেদের তারা ভাই বানায়, রিলেশনে জড়ায় না, বিবাহ করেনা।
শুয়ে তারা দেখলে আশেপাশের সবকিছু যেন উধাও হয়ে যায়। মনে হয় আকাশে ভাসছি, কেউ ডাকলে বলবো- তারাগ্রস্থ আছি, ফিরে তাকাবো না।
সময়োপযোগী বিড়িবিরোধী স্লোগান-
আসিতেছে আম্পান
বন্ধ করো ধূমপান
ছবির সাথে ছবি মিলাইতে পারো, আমার সাথে তোমাকে মিলাইতে পারো না।
তোমার জামা গোলাপি
তুমি খাও জিলাপি
হৃদয়ের হিসাবে
তুমি ঋণ খেলাপি।
বন্ধু তখনই চিনা যায়, যখন বিপদ আসে।
১৮+ ফেসবুক স্ট্যাটাস
বউ, প্রেমিকা ও সিঙ্গেল মেয়েদের নিয়ে ফেসবুকে দেওয়ার জন্যে ১৮+ ফেসবুক স্ট্যাটাস খোজতেছেন? চিন্তার কোন কারণ নেই, এই সেকশনে রয়েছে ১৮+ কিছু স্ট্যাটাস, যেগুলো পড়লে হাসতে হাসতে দম বন্ধ হওয়ার অবস্থা হবে। দেরী না করে এখান থেকে নিয়ে নিন ফেসবুকে দেওয়ার জন্যে ১৮+ ফেসবুক স্ট্যাটাস।
দুই মহিলা চুলাচুলি করতেছে। এখানে দোষ কার? এই দুই মহিলার স্বামীর। –উইম্যান চাপ্টার।
কামের মধ্যে প্রেমের মূল না থাকিলে ভোগের বিকাশ পরিপূর্ণ এবং স্থায়ী হয় না।
যখন মুখের ভাষা বন্ধ হয়ে যায়, তখন প্রেমিক-প্রেমিকারা চোখের ভাষায় কথা বলে। যখন চোখও কথা বলে না, তখন হৃদয়ে-হৃদয়ে বাণী বিনিময় হয়।
একটি পুরুষ আর একটি নারীকে যদি একত্রে কোথাও রাখ, অল্প কিছু জিনিসই তাদের করার থাকে। তারা পরস্পরকে জড়িয়ে ধরে। উষ্ণ করে তোলে একে অপরকে। বাকি থাকে সবই শূন্য আর মৃত।
এক ছাগল আমার সব পোস্টে এংরি রিএক্ট দিচ্ছে। পরে খবর নিয়ে জানতে পারলাম এই ছেলে আমার সাবেক প্রেমিকার বর্তমান প্রেমিক।
জীবনের শ্রেষ্ঠতম মোটিভেশনাল বাক্য — “ডরাইলেই ডর। ভইরা দিলে কিয়ের ডর?”
দ্যাট অকোয়ার্ড মোমেন্ট…যখন খেয়াল করলেন ভাইরাল হওয়া কোনো ভিডিওর বিছানার চাদর আর আপনার ঘরের বিছানার চাদর একই রকম। খাটের দিকে তাকাইলেই নিজেরে নষ্ট মনে হয়!
জীবনটা বিএনপি হইয়া গেলো। যে সিদ্ধান্তই নেই,কয়দিন পর দেখা যায় সেটা ভুল সিদ্ধান্ত ছিলো!
– আমাকে কখনো ছেড়ে যাবা না তো? — বাংলা একাডেমি ‘ঈদ’ বানান ‘ইদ’করেছে।কিন্তু আমি নতুন ‘ইদ’পেয়ে পুরোনো ঈদ কে ছেড়ে দেই নি। এখনো সবসময় ঈদ-ই লিখি। ইউ ক্যান ট্রাস্ট অন মি।ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না!
এই দেশে লাক্স-চ্যানেল আই ছাড়া অন্য কোনো চামড়া ব্যবসায়ী,চামড়ার প্রকৃত দাম দেয় না!
রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু শিঙাড়া অনন্ত- যৌবনা!
শুভ জন্মদিন চেগুয়েভারা। আপনি থাকবেন আমাদের বুকে। –জনৈক টিশার্ট ব্যাবসায়ী।
রোজা শেষ হওয়ার পরের সময়টা খুব ভাল্লাগে। নিজে খারাপ কাজ করলেও দোষটা দিব্যি শয়তানের উপর চাপিয়ে দেয়া যায়।
সবাই পর্দা চায়,সবাই মানসিকতা পরিবর্তন চায়। আবার সবাই লিংকও চায়। বড়ই আজিব দেশ আমার।
চুমুতে চিনি নেই, মধুও মেশানো থাকে না–তবুও চুমুর মতো মধুর স্বাদ জগতে আর কিছুতে নেই।
কামনা আর প্রেম এ দুটো হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন।
প্রেমিকারা যারা প্রেমিকদের ‘বাবু’ বলে ডাকে, তাদের জন্য মা দিবসের শুভেচ্ছা।
সেহেরি, জালেবি, তারাবি বলার দিন শেষ। ঈদ মোবারক, বাংলাদেশ!
পরের জন্মে আমি সেই আপু হতে চাই, যার জামাই মৌলিক চাহিদার পাশাপাশি ঈদে নতুন আইফোন মডেল উপহার দেয়।
এই গরমে নিজেকে চুলায় বসানো কড়াইয়ের মতো মনে হচ্ছে, পানি পড়লেই ছ্যাঁত করে উঠছি।
রেস্টুরেন্ট থেকে ফেরার সময় পকেটে টিস্যু না ঢোকালে নিজেকে আসল বাঙালি মনে হয় না।
সাহস, সততা, ও শক্তি থাকলেই ৭ মার্চের মতো ভাষণ দেওয়া সম্ভব। বর্তমানে বড় নেতা থেকে পাতি নেতা পর্যন্ত বঙ্গবন্ধুকে নকল করে ভাষণ দিচ্ছে, কিন্তু জনগণের হৃদয় জয় করতে পারছে না কারণ তাদের ভেতরে আসল বিষয় অভাব।
আমার এক্স এর কথা মনে হলে আস্তাগফিরুল্লাহ বলি, শয়তান তাড়ানোর লোক হয়ে উঠি।
মোবাইলে টিপতে টিপতে মুচকি হাসি খুবই বিপজ্জনক, আম্মু ভাবেন প্রেম করছি।
জীবনে কিছু একটা থাকে যা কখনো মুছে যায় না, সেটা হলো প্রিয় মানুষের রেখে যাওয়া মধুর স্মৃতি।
বুদ্ধিমান ছেলেরা সিগারেট খায় না, কারণ তারা জানে তাদের ঠোঁটগুলো তাদের স্ত্রীর প্রাপ্য।
আজকের ছেলেরা যেহেতু সব গাদা, তাই আমি এখনো সিঙ্গেল আছি।
যে কোনো জিনিস ডিলিট হয় দ্রুত, কিন্তু ডাউনলোড হয় না ততো দ্রুত; সেটা মোবাইল অ্যাপস হোক বা সম্পর্ক হোক।
অহংকার ও হিংসা দুটো ত্যাগ করো, কারণ আমি ও তুমি এই পৃথিবীতে দুই দিনের অতিথি।
শেষ কথা
এই দীর্ঘ লেখাতে আমরা অনেক ধরনের ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন দেখলাম, আপনারা চাইলে এখান থেকে পোস্টগুলি কপি করে আপনাদের নিউজফিডে শেয়ার করতে পারেন, এছাড়া ফটোর কাভার, স্টোরি কিংবা ফেসবুক রিলেও এইসব সুন্দর সুন্দর স্ট্যাটাসগুলি ব্যবহার করতে পারেন।
আমরা এই লেখার প্রায় শেষে চলে এসেছি, আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী লেখাতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ!