Last Updated on 5th October 2024 by Mijanur Rahman
বিবাহ বার্ষিকী প্রতিটি মেয়ের জীবনের এক অবিস্মরণীয় দিন, পুরুষের জন্যেও এই দিনটি গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এই দিনে স্বামী বা স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ম্যাসেজ দিতে চাই। তবে সমস্যা হচ্ছে উপস্থিত সময়ে আমাদের মাথায় কোন রোমান্টিক কথা বা লেখা আসেনা।
তাই আজকের এই লেখা। এই লেখাতে পাবেন বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ম্যাসেজ, বিবাহ বার্ষিকী শুভেচ্ছা স্ট্যাটাস, কবিতা, এবং বিবাহ বার্ষিকী গল্প। তার আগে চলুন দেখে নেই বিবাহ বার্ষিকী কি, এবং কেন।
বিবাহ বার্ষিকী
বিয়ের ১ বছর পূর্তিকে বিবাহ বার্ষিকী বলে। আরো সহজ করে বললে বিবাহ বার্ষিকী হচ্ছে বিয়ের এক বছর পূর্তি। প্রত্যেক স্বামী স্ত্রীর ক্ষেত্রে বছরে একবার এই দিন আসে। তাই সব দম্পতি বিবাহ বার্ষিকী দিনটিকে বিশেষ হিসাবে বিবেচনা করে থাকেন। তাই এইভাবে প্রত্যেক বছর বিবাহ বার্ষিকীকে প্রথম বিবাহ বার্ষিকী, দ্বিতীয় বিবাহ বার্ষিকী, তৃতীয় বিবাহ বার্ষিকী এইভাবে গণনা করা হয়।
বিবাহ বার্ষিকীকে ইংরেজীতে Wedding Anniversary বলা হয়ে থাকে। এই দিনে স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামিকে শুভ বিবাহ বার্ষিকী কিংবা হ্যাপি ওয়েডিং এনেভার্সারি বলে উইশ কিংবা আশীর্বাদ করে থাকেন।
বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা
বিবাহ বার্ষিকী শুভেচ্ছা হচ্ছে এই দিন উপলক্ষে কিছু রোমান্টিক কথাবার্তা, যা আমরা ম্যাসেজ কিংবা সরাসরি আদানপ্রদান করে থাকি। ভয়ের কোন কারণ নাই, এই লেখাতে আমরা সুন্দর সুন্দর কিছু রোমান্টিক বিবাহ বার্ষিকী শুভেচ্ছা কবিতা, শুভেচ্ছা ম্যাসেজ তুলে ধরবো। এই শুভেচ্ছা বার্তাগুলি কোন স্ত্রী তার স্বামীকে কিংবা স্বামী তার স্ত্রীকে দিতে পারবেন। ফলে আপনাদের সম্পর্ক হবে আরো মধুর ও রোমান্টিক। তাহলে চলুন দেখে নেই বার্তাগুলি।
স্বামীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
এই সেকশনে পাবেন বিবাহ বার্ষিকী শুভেচ্ছা স্বামীকে দেওয়ার জন্যে। এইগুলি আপনি আপনার ফেসবুক স্ট্যাটাস কিংবা ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারেন।
ওগো আজকের এই দিনে আমি শুধু একটা কথাই বলতে চাই, তুমি আমার জীবনকে দিয়েছো পূর্ণতা, আমি আমার সবকিছুর বিনিময়ে তোমাকে সারাজীবন পাশে চাই। হ্যাপি এনিভার্সারি।
প্রিয় আজকে আমাদের বিবাহের ৫ বছর, অথচ মনে হচ্ছে এইতো কয়েকদিন আগে তোমার সাথে আমার পরিচয়, কিংবা আমাদের বিয়ে হইছে মাত্র কয়দিন হলো হাতে গুনে, দেখতে দেখতে আমাদের ৫ নাম্বার বিবাহের বার্ষিকী চলে আসলো, প্রতিটা সময়ই আমার মন হয় আল্লাহ আমাদের দুইজনকে বানিয়েছেন একে অপরের জন্য, আজকের এই দিনে একটাই চাওয়া আল্লাহ যেনো আমাদের এইভাবে জনম জনম ভরে একসাথে চলার তৌফিক দান করেন। হ্যাপি এনিভার্সারি প্রিয়তম।
আজকে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তোমাকে কখনো বলা হয়নি কতটা ভালোবাসি, বলা হয়নি কখনো তুমি আমার জীবনে নাহ আসলে ভালোবাসা কি সেটা বুঝার, বলা হয়নি তুমি ছাড়া আমার জীবন অচল, আজকে আমাদের বিবাহ বার্ষিকীতে বলছি তোমাকে অনেক অনেক ভালোবাসি প্রিয়, এভাবেই সারা জীবন আমি আমার পাশে তোমাকেই চাই, শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তম।
প্রিয়তম প্রতিদিনই তোমাকে কতবার ভালোবাসি বলি, তাও মনে হয় তুমাকে ভালোবাসি বলা হয়নি, কতরকম করে ভালোবাসা প্রকাশ করার জন্য ভালোবাসি শব্দটা সাজাই, তাও কম পড়ে যায়, যতরকম ভাবেই ভালোবাসি বলি তাও কম পড়ে যায়, আজকে আমাদের বিবাহ বার্ষিকী তে চিৎকার করে বলতে ইচ্ছা করছে ভালোবাসি প্রিয়তম, আজকে আমাদের বিবাহ বার্ষিকীতে তুমি দূরে আছো তাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ম্যাসেজে দিলাম। হ্যাপি এনিভার্সারি প্রিয়তম।
প্রিয়তম, প্রতিটা সময় আল্লাহর কাছে চাইতাম আমার মন মতো করে একটা মানুষ যেনো আমার ভাগ্যে জুটে স্বামী হিসাবে, আল্লাহ আমার চাওয়া পূর্ণ করে দিয়েছেন তুমার মতো একজন মানুষ আমার লাইফে স্বামী হিসাবে দিয়ে, দেখতে দেখতে আজ আমাদের বিবাহ বার্ষিকী চলে আসলো, আজকে আমাদের বিবাহ বার্ষিকী একটাই চাওয়া আল্লাহ যেনো আমাদের এভাবেই জনম জনম ভর এক সাথে থাকার তৌফিক দান করে। হ্যাপি এনিভার্সারি প্রিয়তম।
প্রিয়তম প্রতিটা মেয়ের সামনের পথ চলার জন্য একটা মানুষ দরকার,আমারও দরকার ছিলো একটা মানুষের, আর সে মানুষটা তুমি, আমার জীবন রঙিন করে তুলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের বিবাহ বার্ষিকীতে একটাই চাওয়া আমি যেনো সারাজীবন তুমার পাশে থেকে তোমাকে ভালোবাসতে পারি, তোমাকে সাপোর্ট করতে পারি, সারাজীবন তোমার পাশে থাকতে পারি। হ্যাপি এনিভার্সারি প্রিয়তম।
আজকে আমাদের বিবাহ বার্ষিকীতে তোমাকে নিয়ে লিখতে গেলে শেষ হবে না, যত লিখি না কেনো কম পড়ে যাবে,কারণ আমাদের ভালোবাসা প্রতিদিনই নতুন করে জন্মায়, প্রতিটা সময়ই আমার মনে হয় তুমি ছাড়া আমি অচল, আমার জীবন শূন্য, আজকে আমাদের বিবাহ বার্ষিকীতে একটাই চাওয়া তুমি যেভাবে আছো সারাজীবন আমার পাশে এভাবে থেকো। হ্যাপি এনিভার্সারি প্রিয়তম।
আজকে আমাদের বিবাহ বার্ষিকী, প্রতিদিন তুমাকে ভালোবাসি বলা হয় নাহ, ভালোবাসি বলার প্রয়োজন মনে করি নাহ, আমাদের সংসার জীবনে আমারা একজন আরেকজনে কতটা ভালোবাসি সেটা আমারা নিজেরা উপলব্ধি করতে পারি, আমাদের জন্য প্রতিদিনই বিবাহ বার্ষিকী। তাও আজকে আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে তোমাকে বলছি ভালোবাসি প্রিয়তম, হ্যাপি এনিভার্সারি।
আজকে আমাদের বিবাহ বার্ষিকী, আজকের এই দিনে তুমি আমার থেকে অনেক দূরে, অথচ আমার মনে হচ্ছে তুমি আমার কাছেই আছো, তোমার পাশে বসেই তোমাকে ম্যাসেজ দিচ্ছি, আজকে আমাদের বিবাহ বার্ষিকীতে তোমাকে কাছে পেতে খুব ইচ্ছা করছে, তোমাকে একটু ছুয়ে দেওয়ার ইচ্ছে করছে, তোমাকে জড়িয়ে ধরার ইচ্ছা করছে, যা আপাতত সম্ভব না, কারণ তুমি অনেক দূরে, মিস ইউ প্রিয়তম, হ্যাপি এনিভার্সারি।
আজকে আমাদের বিবাহ বার্ষিকী, আজকের দিনে তোমাকে অনেক মিস করছি, তোমাত ভালোবাসা, তোমার কেয়ারিং, তোমার আদর, তোমার শাসন, সব মিস করছি, বিবাহ বার্ষিকী তে অনেকের অনেক চাওয়া থাকে, আমার একটাই চাওয়া সুখে দুঃখে আমরা যেনো সারাজীবন এভাবে থাকতে পারি একসাথে। হ্যাপি এনিভার্সারি।
আজকের এই দিনে তুমি আমার জীবনে এসে আমার জীবনকে আরো দিগুণ রাঙিয়ে দিয়েছো, তুমি আমার জীবনে না আসলে আমি জানতামই না, জীবনের প্রকৃত মানে কি, আমার জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয়তম, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা প্রিয়, হ্যাপি এনিভার্সারি।
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়, আমার জীবনের বিশেষ কিছু দিনের মধ্যে আজকের দিনটাও বিশেষ, আর দিনটা বিশেষ হওয়ার পিছনের কারণটাই একমাত্র তুমি, আমার জীবনে এত ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলাম নাহ যেই ভালোবাসা তুমি আমাকে দিয়েছো, এই ভালোবাসার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না, ভালোবাসা নিও প্রিয়। হ্যাপি এনিভার্সারি।
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা নিও প্রিয়, গত বছর গুলার মতো করে আমাদের ভালোবাসা যেনো এমন থাকে, সারাজীবন যেনো আমরা এমন ভাবে একজন আরেকজনকে ভালোবাসতে পারি, একসাথে থাকতে পারি। হ্যাপি এনিভার্সারি।
জীবনে অনেক অনেক ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, এর মাঝে তুমার মতো একজন ভালো মানুষকে আমার জীবন সঙ্গী হিসাবে পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, পৃথিবীর প্রতিটা মেয়ের কপালে যেনো তোমার মতো মানুষ জুটে। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি এনিভার্সারি।
আজকের এই বিশেষ দিনে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, আজকের এইদিন আমাদের জীবনে বার বার ফিরে আসুক। আজকের এই দিনে তুমি আমার জীবনে এসে আমার জীবন রাঙিয়ে দিয়েছো, হ্যাপি এনিভার্সারি।
স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
এই সেকশনে পাবেন, বিবাহ বার্ষিকী শুভেচ্ছা স্ত্রীকে দেওয়ার জন্যে।
আজকে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী 🎉, আমার বিশ্বাস হচ্ছে না তোমার মতো একজন মানুষ আমার জীবন সঙ্গী। আজকে আমি তোমাকে প্রমিজ করছি, সারা জীবন তোমাকে আগলে রাখবো আমার বুকের মাঝে ❤️। হ্যাপি এনিভার্সারি প্রিয়তমা।
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়তমা 💕! দেখতে দেখতে আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী চলে আসছে। এই তিন বছরে তোমার থেকে এত ভালোবাসা, এত কেয়ার পেয়েছি যা লিখে প্রকাশ করা সম্ভব না। আমি সারাজীবন তোমাকে এভাবে চাই। হ্যাপি এনিভার্সারি 🎊!
শুভেচ্ছা প্রিয়তমা 💖! তোমাকে জীবনসঙ্গী হিসাবে পেয়ে আমার জীবন আজ পূর্ণ। আজকে আমাদের বিবাহ বার্ষিকীতে একটাই চাওয়া, তুমি যেমন আগলে রেখেছো সারাজীবন এভাবেই রেখো। হ্যাপি এনিভার্সারি 🎂!
ভালোবাসা নিও প্রিয়তমা, আজ আমাদের বিবাহ বার্ষিকী 🌸। ভাবতেই পারছি না এতগুলো দিন কিভাবে চোখের পলকে কেটে গেলো। তুমি আমার জীবনে এসে সব রাঙিয়ে দিয়েছ। অনেক ভালোবাসা, হ্যাপি এনিভার্সারি 🎈!
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা 🌷! জীবনে যত ঝড়-তুফান আসুক, তোমার সাথেই যেন সবকিছুর মোকাবিলা করতে পারি। সারাজীবন তোমাকে পাশে রাখতে চাই। হ্যাপি এনিভার্সারি 💞!
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা 🎉। জীবনে কোনো ভালো কাজের ফলস্বরূপ তোমাকে সঙ্গী হিসেবে পেয়েছি। আজকের দিনে দোয়া করি, আমৃত্যু তুমি আমার জীবনসঙ্গী থাকো। হ্যাপি এনিভার্সারি 💫!
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়তমা 💕! তোমার মতো একজন মানুষ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। সারাজীবন তোমাকে আগলে রাখবো। হ্যাপি এনিভার্সারি 💖!
আজ আমাদের বিবাহ বার্ষিকী 💍। একযুগ পার হলো, সুখ-দুঃখ, মান-অভিমানের মাঝে তুমি সবসময় আমার পাশে থেকেছো। বাকি জীবনও যেনো তুমি এভাবেই পাশে থেকো। হ্যাপি এনিভার্সারি 💓!
অনেক ভালোবাসা প্রিয়তমা 💌। আজ আমাদের বিবাহ বার্ষিকীতে তুমি পাশে নেই, কিন্তু মনে হয় তুমি ছায়া হয়ে আছো। তোমার স্মৃতিতে ভর করে আছি। হ্যাপি এনিভার্সারি 🎀!
বাহ্যিক দিক থেকে তুমি হয়তো পাশে নেই, কিন্তু মনের দিক থেকে তুমি সবসময় আমার কাছে 💖। আজ আমাদের বিবাহ বার্ষিকী, আশা করি আরো অনেক বছর আমরা একসাথে থাকবো। হ্যাপি এনিভার্সারি 💞!
মানুষের জীবনে যেমন পাওয়া-না পাওয়া থাকে, আমার জীবনের সব না পাওয়ার মাঝে তুমি সেরা পাওয়া 💝। তোমাকে পেয়ে জীবনের সব কষ্ট ভুলে গেছি। হ্যাপি এনিভার্সারি 🎉!
আজকের এই দিনটা আমি কখনো ভুলতে পারবো না 🎊। কারণ আজকের দিনে তোমাকে পেয়েছি আমার জীবনের অর্ধাঙ্গী হিসেবে। আজীবন তোমার পাশে থাকতে চাই। হ্যাপি এনিভার্সারি 🌸!
আজকের এই বিশেষ দিনটি বারবার আমাদের জীবনে ফিরে আসুক 💖। তুমি আমার জীবনের সব খুশির কারণ। হ্যাপি এনিভার্সারি 🎈!
আজকের দিনে হয়তো আমি তোমাকে তোমার মনমতো কিছু দিতে পারিনি, কিন্তু তোমার থেকে অনেক ভালোবাসা পেয়েছি 💕। হ্যাপি এনিভার্সারি 🎂!
তোমার কাছে আমার চাওয়া ছিলো শুধুই পবিত্র ভালোবাসা 💞, আর তুমি আমাকে সেই ভালোবাসা দিয়েছ। বিবাহ বার্ষিকীতে একটাই চাওয়া, আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। হ্যাপি এনিভার্সারি 🌹!
নিজের বিবাহ বার্ষিকী ইসলামিক শুভেচ্ছা
নিজের বিবাহ বার্ষিকীতে ফেসবুকে দেওয়ার জন্যে এই সেকশনে দেওয়া হলো কিছু অসাধারণ ইসলামিক শুভেচ্ছা। এগুলো নিজের বিবাহ বার্ষিকী ইসলামিক শুভেচ্ছা হিসাবেই পরিচিত, আপনি নিজের বিবাহ বার্ষিকীতে নিজের ছবিতে কিংবা নিজের স্ত্রীকে এই শুভেচ্ছা বার্তাগুলি প্রেরণ করতে পারেন।
আলহামদুলিল্লাহ, আজ আমাদের বিবাহের আরেকটি বছর সম্পন্ন হলো। আল্লাহ আমাদের এই বন্ধনকে জান্নাতের পথে নিয়ে যাক এবং আমাদের ভালোবাসাকে ইবাদতের অংশ করে তুলুক। 🤲💕 শুভ বিবাহ বার্ষিকী, প্রিয়তমা! 🌙💍
শুভ বিবাহ বার্ষিকী, আল্লাহ যেন আমাদের একে অপরের জন্য রহমত করে রাখেন। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা যেন একসাথে জান্নাতের পথে চলতে পারি। আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে সুখী রাখুন। 💖🌹
আল্লাহর রহমতে আমাদের এই সম্পর্ক স্থাপিত হয়েছে, আমি দোয়া করি আমাদের ভালোবাসা আখিরাতেও স্থায়ী হোক। তোমার সাথে জান্নাতের পথে চলতে চাই। শুভ বিবাহ বার্ষিকী, প্রিয়তমা! 💕🤲
আলহামদুলিল্লাহ আমাদের বিবাহ বার্ষিকীতে, আল্লাহ যেন আমাদের সম্পর্ককে বারাকাহপূর্ণ করেন এবং জীবনের প্রতিটি সাফল্য ও চ্যালেঞ্জে আমরা একে অপরের পাশে থাকতে পারি। শুভ বিবাহ বার্ষিকী! 🌸💞
আজকের এই বিশেষ দিনে দোয়া করি, আল্লাহ আমাদের সম্পর্ককে ইবাদতের একটি মাধ্যম করে তুলুন। আমরা যেন একে অপরের প্রতি রহমত হয়ে জান্নাতের পথে চলতে পারি। শুভ বিবাহ বার্ষিকী, প্রিয়তমা! 💖🌙
বিবাহ বার্ষিকী কবিতা
এই সেকশনে রয়েছে কিছু রোমান্টিক বিবাহ বার্ষিকী কবিতা।
১)
দুঃখ আছে সুখ আছে, আছে মিষ্টি জ্বালা
এই দিনে সব পেয়েছি, পড়াই যখন বিয়ের মালা।
২)
তোমার দেওয়া সবকিছুই এই সংসারে দামি
বিনিময়ে কোন কিছুই দিলাম না গো আমি
৩)
অভিযোগ যদি থাকে তোমার মনে করে দিও আমায় ক্ষমা
এই শুভদিনে তোমায় আমি জানাই শুভেচ্ছা প্রিয়তমা।
৪)
তোমার সাথে ঘর বেধেছি ১ যুগ আগে
আজো তোমায় একলা পেলে মনে জোয়ার জাগে।
৫)
তুমি আমার প্রথম পুরুষ প্রথম ভালো লাগা
তোমার ঘর ফেরার আশায় এখনো রাত জাগা।
বিবাহ বার্ষিকী স্ট্যাটাস
বিবাহ বার্ষিকীতে সোশ্যাল মিডিইয়ায় যেসব লেখা ছন্দ বা কবিতা দেওয়া হয় তাকে বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বলে, বিবাহিত জীবনের সুখ ও বিরহের কিছু বিবাহ বার্ষিকী স্ট্যাটাস নিচে দেওয়া হলঃ
প্রতিটি পুরুষ সুখী হতে চায় 🙂 আর সুখী হাওয়ার কারণ, একটা মেয়ের পবিত্র ভালোবাসা, তোমার পবিত্র ভালোবাসায় আজ আমি সুখী প্রিয়তমা।
একসাথে চলেছি দুজন, চোখেতে চোখ মনেতে মিলেছে মন, ভালোবাসি প্রিয়তম।
বিবাহ একটি সামাজিক বন্ধন, এই বন্ধন মিষ্টি, মধুর ও রোমান্টিক। দেখতে দেখতে আমাদের বিবাহের ১ বছর হয়ে গেলো, আজ আমাদের বিবাহ বার্ষিকী।
বিয়ের মতো পবিত্র জিনিষে দেরী করার মানে চরম বোকামি, আমি অনেক চালাক বলেই অনেক আগে বিয়ে করে ফেলেছি, আজ আমাদের বিবাহ এনেভার্সারি, শুভ বিবাহ বার্ষিকী।
আমি অনেক ভাগ্যবান যে বিয়ে করেছি, এবং ভালো একজন জীবনসঙ্গী পেয়েছি, বিয়ে না করলে বুঝতেই পারতাম না বিবাহিত জীবন কত মধুর!
আজ আমাদের বিশেষ দিন 💖 বিবাহ বার্ষিকী। এতগুলো বছর পরেও তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আমি আজীবন তোমার সঙ্গেই থাকতে চাই। শুভ বিবাহ বার্ষিকী, প্রিয়তমা! 🌸💍
আরেকটি সুন্দর বছর পেরিয়ে গেলো 🎉। এই যাত্রা কখনো সহজ ছিল না, কিন্তু তোমার ভালোবাসা আর সঙ্গ আমার জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করেছে। শুভ বিবাহ বার্ষিকী! 💖💫
আজ আমাদের বিবাহ বার্ষিকী, যত ঝড়-ঝাপটা আসুক না কেন, আমরা একসাথে আছি এবং এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। শুভ বিবাহ বার্ষিকী, প্রিয়তম! 💕🌷
আজকের দিনটা আমাদের জন্য বিশেষ 💞, কারণ এই দিনেই আমরা একে অপরকে পেয়েছিলাম। সবকিছু ছাপিয়ে তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। শুভ বিবাহ বার্ষিকী! 🎂💖
শুভ বিবাহ বার্ষিকী! 💍 প্রতিদিন আমি নিজেকে আরও ধন্য মনে করি, কারণ আমি তোমার মতো একজন অসাধারণ মানুষকে সঙ্গী হিসেবে পেয়েছি। সারাজীবন এই বন্ধন অটুট থাকুক। 💕🎉
বিবাহ বার্ষিকী স্ট্যাটাস ইংরেজি
স্বামী কিংবা স্ত্রীকে বিবাহ বার্ষিকীতে ইংরেজী শুভেচ্ছা দিতে চাইলে নিচের বিবাহ বার্ষিকী স্ট্যাটাস ইংরেজি মেসেজগুলি হতে পারে আপনার সেরা পছন্দ, এখানে রয়েছে কিছু ইউনিক ও স্টাইলিশ বিবাহ বার্ষিকী ইংলিশ শুভেচ্ছা, এগুলো নিজের, বন্ধুর, ভাই ভাবীর বিবাহ বার্ষিকীতে কাজে আসবে।
Happy Anniversary, my love! 💕 It’s hard to believe how time flies when I’m with you. Every moment with you feels like a beautiful dream. I promise to cherish you forever. 💍❤️
Celebrating another year of love and happiness! 🌹 You make life more meaningful, and I am beyond blessed to have you by my side. Happy Anniversary, my forever partner. 💖🎉
Happy Wedding Anniversary, sweetheart! 🎂💫 You are the reason behind my smiles and the light in my life. I’m so lucky to have you as my life partner. Here’s to many more years together. 💑
Another year, another reason to fall in love with you again. 🥰 Thank you for filling my life with endless joy and love. Happy Anniversary, my soulmate! 💖💍
Wishing the happiest anniversary to the one who completes me. 💕 You’re not just my spouse, you’re my everything. I look forward to spending the rest of my life with you. Happy Anniversary, love! 🎉
Happy Anniversary, my love! 🌷 With every passing year, my love for you grows stronger. I can’t wait to create more beautiful memories with you. 💖💫
Celebrating a lifetime of love and togetherness today! 💐 You are my forever and always. Happy Anniversary, my dearest! Let’s continue this beautiful journey together. 💞
On our anniversary, I just want to say thank you. 🙏 Thank you for your love, your care, and for making my life complete. I couldn’t imagine my world without you. Happy Anniversary! 💖💍
Happy Anniversary to my one and only. 💕 You are my heart, my soul, and my world. Together, we’ve built a life filled with love and happiness. Here’s to many more years of love. 💑
To the love of my life, happy anniversary! 🌹 Every day with you is a blessing, and every moment is a treasure. I am so grateful to have you by my side. Cheers to forever! 💖🎉
আজ আমাদের শুভ বিবাহ বার্ষিকী
আমারয়া অনেকেই নিজের বিবাহ বার্ষিকীতে ফেসবুক স্ট্যাটাস দিতে চাই, তবে অনেকেই ক্রিয়েটিভ কিছু না পেয়ে মনের কথা প্রকাশ করতে পারিনা, তবে এই লেখাতে নিজের বিবাহ বার্ষিকীতে ফেসবুকে দেওয়ার জন্যে কিছু ইউনিক ও সেরা স্ট্যাটাস তুলে ধরা হলো।
বিয়ে নিয়ে একটা ভয়ের মধ্যে থাকতাম, অথচ দেখতে দেখতে চলে এলো আমাদের ম্যারেজ এনিভার্সারি। আজ আমাদের শুভ বিবাহ বার্ষিকী, এই দিনে এটাই বলতে চাই, বিবাহ হচ্ছে এ যুগের সবচেয়ে সুন্দর ও রোমান্টিক আইডিয়া।
আজ আমাদের শুভ বিবাহ বার্ষিকীতে আমি আল্লাহপাকের কাছে এই প্রত্যাশা করি, আল্লাহ যেন আমাদের সাংসারিক জীবনে শান্তি ও আল্লাহর তরফ থেকে বরকত নাজিল করেন।
আমাদের পবিত্র বন্ধনের আজ দুই বছর পূর্ণ হলো, এই দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাতে চাই, আল্লাহ আমাকে খুব ভালো একজন জীবনসঙ্গী দিয়েছেন, এবং প্রত্যেকে যেনো ভালো একজন জীবনসঙ্গী পায়।
সুখ ও দুঃখ মিলেই বিবাহিত জীবন, আজ আমাদের বিবাহ বার্ষিকী, এই দিনটাতেই আমরা দুজন প্রথমে এক বন্ধনে আবদ্ধ হই, আল্লাহ যেনো আমাদের আজীবন এভাবে সুখে শান্তিতে রাখেন।
একজন ভালো পার্টনার পাওয়া মানে জীবনে জয়ী হওয়া, সে হিসাবে আমি বলতে পারি আমি একজন সুখী ও জয়ী মানুষ। আজ আমাদের শুভ বিবাহ বার্ষিকী, এবং আমার ভালো মনের পার্টানারকে আমি ধন্যবাদ জানাতে চাই আমার জীবন এতো রঙ্গিন করার জন্যে।
পরিশেষে
তো বন্ধুরা এই ছিলো আজকের লেখা বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা যা স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানাতে ব্যবহার করতে পারবেন, এগুলো শুধু বিবাহ বার্ষিকীতে ব্যবহার করা যাবে এমন নয়, চাইলে যেকোন সময় এগুলো বউকে ম্যাসেজ হিসাবে দিতে পারেন।
এতে করে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে আরো মধুর ও মজবুত। আজকের মতো এখানেই বিদায় নিচ্চি, দেখা হবে আগামী লেখাতে। সবাই ভালো থাকবেন।