বাংলাদেশে বর্তমানে ৮টি বিভাগ রয়েছে, ৮টি বিভাগে রয়েছে সর্বমোট ৬৪টি জেলা। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় বিভাগ ছিলো ৪টি, যথাক্রমেঃ রাজশাহী, ঢাকা চট্টগ্রাম, ও খুলনা। ক্রমান্বয়ে বাড়তে বাড়তে বর্তমানে বাংলাদেশে ৮টি বিভাগ প্রাশাসনিক বিভাগের মর্যাদা পেয়েছে, এবং বর্তমানে আরো ২টি নতুন বিভাগ প্রাস্তাবিত রয়েছে।
বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগ হলঃ
ক্রমিক নাম্বার |
বিভাগের নাম |
বিভাগ প্রতিষ্ঠার সাল |
১ |
ঢাকা বিভাগ |
১৮২৯ |
২ |
চট্টগ্রাম বিভাগ |
১৮২৯ |
৩ |
রাজশাহী বিভাগ |
১৮২৯ |
৪ |
খুলনা বিভাগ |
১৯৬০ |
৫ |
১৯৫৪ |
|
৬ |
বরিশাল বিভাগ |
১৯৯৩ |
৭ |
রংপুর বিভাগ |
২০১০ |
৮ |
ময়মনসিংহ বিভাগ |
২০১৫ |

প্রস্তাবিত বিভাগ ২টি হলঃ
- মেঘনা বিভাগ
- পদ্মা বিভাগ
এই দুইটি প্রস্তাবিত বিভাগ প্রাশাসনিক বিভাগের মর্যাদা পেলে ভবিষ্যতে বাংলাদেশে প্রাশাসনিক বিভাগ হবে সর্বমোট ১০টি।
বিঃদ্রঃ এই ব্লগের প্রত্যেকটা ব্লগ পোস্ট Sylhetism ব্লগের নিজস্ব ডিজিটাল সম্পদ। কেউ ব্লগের কোন পোস্ট কিংবা আংশিক অংশ ব্লগের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কপি পেস্ট করে অন্য কোথাও প্রকাশ করলে ব্লগ কর্তৃপক্ষ ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করার অধিকার রাখে। এবং অবশ্যই কপিরাইট ক্লাইম করে যে মাধ্যমে এই ব্লগের পোস্ট প্রকাশ করা হবে সেখানেও কমপ্লেইন করা হবে।
এই ব্লগের কোন লেখায় তথ্যগত কোন ভুল থাকলে আমাদের Contact পেইজে সরাসরি যোগাযোগ করুণ, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তথ্য যাচাই করে লেখা আপডেট করে দিবো।
Nice
Good