ভেড়া স্বপ্নে দেখলে কি হয়, বকরী স্বপ্নে দেখলে কি হয়? ২০২৪

ভেড়া স্বপ্নে দেখলে কি হয়

Last Updated on 7th April 2024 by Mijanur Rahman

ভেড়া স্বপ্নে দেখলে কি হয়, বা বকরী স্বপ্নে দেখলে কি হয়, যদি এইসব প্রশ্নের উত্তর খোঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন, এই লেখায় আজকে ভেড়া কিংবা বখরি (বকরীও) স্বপ্নে দেখলে যা হয় তার ইসলামিক ব্যাখ্যা ও অর্থ নিয়ে আলোচনা করবো। লেখাতে পাবেনঃ

  • ভেড়া স্বপ্নে দেখলে কি হয় ও তার ইসলামিক ব্যাখ্যা
  • বকরী  স্বপ্নে দেখলে কি হয় তার অর্থ ও ইসলামিক ব্যাখ্যা

তাহলে চলুন দেখা নেওয়া যাক ইসলাম এইসব প্রাণী দেখলে স্বপ্নকে কীভাবে ব্যাখ্যা করে।

ভেড়া স্বপ্নে দেখলে কি হয়

ভেড়া হল গৃহপালিত একটা পশু, আগেকার দিনে আরবে খুব বেশি ভেড়া, ছাগী, পালন করা হতো। ভেড়া কিংবা বকরী যদি আপনাদের স্বপ্নে আসে তাহলে এর নানান অর্থ হয়ে থাকে। চলুন দেখে নেই সেই সব ইসলামিক ব্যাখ্যা।

রিলেটেডঃ স্বপ্নে গরু দেখলে কি হয়? স্বপ্নে গাভী দেখলে কি হয়?

স্বপ্নে ভেড়া দেখা
অর্থ
ভেড়া স্বপ্নে দেখার  তার অর্থ
ইতােপূর্বে বর্ণিত স্থূলকায় মােটাসােটা ব্যক্তি, যে হবে সামাজিক মর্যাদায় অধিষ্ঠিত, শক্তিশালী, ধনবান, সম্ভ্রান্ত ও বীরত্বের অধিকারী।
কেউ যদি স্বপ্নে দেখে ভেড়ার মালিক হয়েছে তার
সে মান-মর্যাদা ও সম্পদের অধিকারী হবে এবং স্থূলকায় শক্তিমানকে বশীভূত করে নিতে সক্ষম হবে।
কেউ যদি স্বপ্নে দেখে গোশত লাভের জন্য ভেড়া হত্যা করে ফেলেছে তার অর্থ
কোন মর্যাদাবান শক্তিশালী ব্যক্তির উপর সে প্রাধান্য বিস্তার করবে এবং সফল হবে।
কেউ যদি দেখে চামড়া  খসিয়ে নিয়েছে তার অর্থ
সে পরাভূত লােকটির অর্থ-সম্পদ দখল করে নিবে এবং তারা পরস্পর একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
কেউ যদি  দেখে ভেড়াটির গোশত খেয়েছে  তার অর্থ
সে আলােচ্য ব্যক্তির মাল আত্মসাৎ করবে।
কেউ যদি স্বপ্নে দেখে ভেড়ার পিঠে আরোহন করেছে তার অর্থ
তার দ্বারা সে কল্যাণ লাভ করবে।
কেউ যদি স্বপ্নে দেখে নিজের পিঠে ভেড়া চড়ছে তার অর্থ
হবে- সে এক ব্যক্তির ভরণ-পােষণের ব্যয় বহন করছে।
কেউ যদি স্বপ্নে দেখে ইচ্ছা -করে তোলেনি ভেড়া নিজেই তার উপর সওয়ার হয়ে আছে তার অর্থ
ইতােপূর্বে বর্ণিত প্রতিপক্ষ লােকটি তার উপর সওয়ার হবে তথা প্রাধান্য বিস্তার করবে এবং তাকে অক্ষম করে দিবে।
কেউ যদি স্বপ্নে  দেখে ভেরাটিকে সে নীচে ফেলে   দিয়েছে তার অর্থ
স্বপ্নদ্রষ্টা প্রতিপক্ষের উপর জয়ী হবে এবং তার শক্তি-সামর্থ বিলীন হয়ে যাবে।
কেউ যদি স্বপ্নে দেখে সে এক পাল ভেড়ার মালিক তার অর্থ
প্রভাবশালী ও  উচ্চতর লােকদের সে আপন প্রভাববলয়ের অধীন করে নিবে।

রিলেটেডঃ কুকুর, বিড়াল, বাঘ স্বপ্নে দেখার ইসলামিক ব্যাখ্যা

বকরী  স্বপ্নে দেখলে কি হয়
বকরী  স্বপ্নে দেখলে কি হয়

বকরী  স্বপ্নে দেখলে কি হয়

যদি স্বপ্নে বকরী দেখেন তাহলে এইটার অর্থ ভেড়ার থেকে ভিন্ন হয়ে থাকে, চলুন দেখে নেই কি সেই অর্থ।

স্বপ্নে বকরী দেখা
অর্থ
কেউ যদি স্বপ্নে দেখে সে বকরী লাভ করেছে  অথবা মালিক হয়েছে তার অর্থ
সে গুণসম্পন্না স্ত্রী লাভ করবে।
কেউ যদি  স্বপ্নে  দেখে গোশত খাওয়ার জন বকরী  কুরবানি করে তার অর্থ
সে কল্যাণের অধিকারী হবে।
কেউ যদি স্বপ্নে  দেখে গোশত খাওয়ার জন্য বকরী জবাই করেনি  তার অর্থ
সে কোন মহিলাকে বিয়ে করবে।
কেউ যদি স্বপ্নে  দেখে ঘর থেকে বকরী বের হয়ে গেছে বা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে তার অর্থ
স্ত্রী সম্পর্কে সে এমন পরিস্থিতির শিকার হবে, যা তার অপছন্দ ও মনােবেদনার কারণ হবে।
কেউ যদি স্বপ্নে দেখে বকরীর চর্বি তার অর্থ
বকরীর গােশত, চামড়া, দুধ, পশম, চর্বি, বকরীর লেদা ইত্যাদির মধ্য থেকে যে ব্যক্তি এর কোন একটি লাভ করেছে মর্মে স্বপ্ন দেখে, তার জন্য তা গনীমতের মালপ্রাপ্তির নিদর্শন।
কেউ যদি স্বপ্নে দেখে বকরীর বাচ্চা তার অর্থ
তার সন্তান জন্ম হবে।
কেউ যদি স্বপ্নে দেখে গোশত লাভের জন বকরীর বাচ্চা জবাই করছে তার অর্থ
তার সন্তান অথবা বংশের কেউ মারা যাবে।
কেউ যদি স্বপ্নে বাচ্চার গোশত আহার করছে  তার অর্থ
তাহলে উক্ত বকরীর বাচ্চার কল্যাণে সে সম্পদ লাভ করবে।
কেউ যদি স্বপ্নে দেখে রান্না করা বকরীর গোশত আহার করছে  তার অর্থ
দর্শনকারী সজীবতা, প্রাচুর্য ও উত্তম রিযিকপ্রাপ্ত হবে।
কেউ যদি স্বপ্নে দেখে বকরীর কাচাঁ গোশত ভক্ষণ করছে গোশত দ্বারা ব্যক্তিকে আঘাত করছে তার অর্থ
সে কোন লােকের নিন্দাচর্চায় লিপ্ত আছে এবং তার গােশত ভক্ষণ করছে অথবা কথার দ্বারা তার ক্ষতিসাধনে লিপ্ত আছে।
কেউ যদি স্বপ্নে ভুনা করা গােশত আহার করে তার অর্থ
তাহলে সে দুশ্চিন্তা ও কষ্ট-যাতনা জড়িত রিযিক লাভ করবে। এমনকি তার হতাশার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। যাওয়া বিচিত্র নয়।
কেউ যদি স্বপ্নে দেখে ঘরে বা অবস্থানের জায়গায়, চামড়া ছাড়িয়ে দেয়া হয়েছে  তার অর্থ
সেখানে কোন লােক মারা যাবে।
কেউ যদি স্বপ্নে দেখে বকরীর কিছু চামড়া ছড়ানো হয়েছে তার অর্থ
সে অংগের সাথে সংশ্লিষ্ট লােকটি মৃত্যুমুখে পতিত হবে।
কেউ যদি দেখে স্বপ্নে বকরীর পা অথবা অংগ খেয়েছে তার অর্থ
তাহলে এটা তার বংশের কোন লােক মারা যাওয়ার অর্থ প্রকাশ করে।
কেউ যদি স্বপ্নে বকরীর পঁজর কিংবা পাশের অংশ দেখতে পায় তাহলে
সেখানে কোন স্ত্রীলােক মারা যাবে।
কেউ যদি স্বপ্নে  বকরী চড়ায় তার অর্থ
জনগণের উপর তার কর্তৃত্ব কায়েম হবে।
কেউ যদি স্বপ্নে খাসি-পাঠা দেখে
স্বপ্নে খাসি-পাঠা দেখতে পাওয়া অদৃষ্ট ও ইজ্জত-সম্মানের অর্থবােধক।
কেউ যদি স্বপ্নে দেখে মাদী দুম্বা বকরীর এর অর্থ
তবে মানের ক্ষেত্রে বকরীর সমপর্যায়ের নয়, তুলনামূলক নিম্ন শ্রেণীর।

ভেড়া স্বপ্নে দেখলে কি হয়, বকরী  স্বপ্নে দেখলে কি হয়? ইসলামিক ব্যাখ্যা

Author

Leave a Comment

Scroll to Top