আমলকির উপকারিতা ও অপকারিতা ২০২৩

আমলকির উপকারিতা ও অপকারিতা

Last Updated on 24th August 2023 by Mijanur Rahman

আমলকি এক প্রকার ভেষজ ফল। এর বৈজ্ঞানিক নাম – Phyllanthus emblica. আকারে ছোট, একটু কষ কষ এবং তেঁতো স্বাদের এই আমলকিতে রয়েছে কমলার চেয়েও অধিক ভিটামিন সি। প্রথমে একটু কষ ভাব থাকলেও পরে একটা মিষ্টি স্বাদ পাওয়া যায়। আমলকি শুধু স্বাস্থ্যের পক্ষেই ভালো নয়, এটি ত্বক ও চুলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ

সঠিকভাবে আমলকির ব্যবহারে আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন অনেকগুলি উপকারিতা, তবে এই উপকারিতাগুলি পেতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে আমলকি খাওয়ার নিয়ম ও এ সম্পর্কে থাকতে হবে পরিপূর্ণ ধারণা। কেননা অতিরিক্ত আমলকি খাওয়ার অপকারিতাও বেশ চোখে পড়ার মতো।

তো সে যাই হোক, আজকের লেখাতে আমরা জানবো আমলকির উপকারিতা ও অপকারিতা, ব্যবহার ও খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত। তাহলে চলুন দেরী না করে জেনে নেই আমলকি খাওয়ার উপকারিতা ও অপকারিতা।

বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস

আমলকি খাওয়ার উপকারিতা ও অপকারিতা জানার আগে চলুন জেনে নেই এর বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসগুলি

নাম
শ্রেণীবিন্যাস
জগৎ
Plantae
বিভাগ
Flowering plant
শ্রেণী
Magnoliopsida
বর্গ
Malpighiales
পরিবার
Phyllanthaceae
গোত্র
Phyllanthaceae
উপগোত্র
Flueggeinae
গণ
Phyllanthus
প্রজাতি
P. emblica
দ্বিপদী নাম
Phyllanthus emblica L
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস

আমলকির কিছু প্রতিশব্দ-

Cicca emblica (L.) Kurz

Diasperus emblica (L.) Kuntze

Dichelactina nodicaulis Hance

Emblica arborea Raf.

Emblica officinalis Gaertn.

Phyllanthus glomeratus Roxb. ex Wall. nom. inval.

Phyllanthus mairei H.Lév.

Phyllanthus mimosifolius Salisb.

Phyllanthus taxifolius D.Don

স্থানীয় নাম

বাংলা ভাষায় – amloki (আমলকী)

ইংরেজি ভাষায় – amla অথবা Indian gooseberry

সংস্কৃত ভাষায় – amalika (अमलिक)

মৈথিলী ভাষায় – Dhatric (धात्रिक)

হিন্দী ভাষায় –  āmlā (आमला)

গুজরাটী ভাষায় – āmla (આમળાં)

উর্দূ ভাষায় –  aavnlaa (awla)

মারাঠী ভাষায় –  āvaḷā (आवळा)

গারো ভাষায় – ambare (अमबरे)

মিজো ভাষায়- sunhlu

নেপালী ভাষায় – amalā (अमला)

উড়িয়া ভাষায় – anlaa (ଅଁଳା)

পাঞ্জাবী ভাষায় –  Aula (ਔਲਾ)

মালায়ালম ভাষায় – nellikka (നെല്ലിക്ക)

মণিপুরী ভাষায় –  heikru

আরবী ভাষায় – halïlaj or ihlïlaj (اهليلج هليلج)

খাসি ভাষায়- sohmylleng

তেলুগু ভাষায় –  rasi usiri ( రాశి ఉసిరి కాయ)

তামিল এবং কানাড়া ভাষায় nellikkaai or nellikaayi

চীনা ভাষায় –  anmole (庵摩勒)

বাহ্যিক বর্ণনা

উচ্চতা: ৮ থেকে ১৮ মিটার পর্যন্ত হতে পারে।

পাতা : ঝরা প্রকৃতির, হালকা সবুজ রঙের, পাতা যৌগিক পকৃতির এবং আকারে ছোট ( ১/২ ইঞ্চি হয়)

ফল : হালকা সবুজ বা হলুদ রঙের এবং গোলাকার। আগস্ট – নভেম্বর এই সময়ে ফল পাওয়া যায়।

কাঠ : অণুজ্জল লাল বা বাদামি লাল বর্ণের।

বংশবিস্তার: বীজের মাধ্যেমে।

আমলকির বিস্তার

বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, চীন, কম্বোডিয়া, হংকং, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, দক্ষিণ আমেরিকায় আমলকির বিস্তার হয়

এছাড়া বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই আমলকি গাছ দেখা যায়।

আমলকির পুষ্টিগুণ

প্রতি ১০০ গ্রাম আমলকীতে থাকে –

উপাদান
পুষ্টিগুণ
ক্যারোটিন 
৯ মাইক্রো গ্রাম
থায়ামিন 
০.০৩ মিলি গ্রাম
রিবোফ্লাভিন 
০.০১ মিলি গ্রাম
লৌহ 
১.২ মিলি গ্রাম
ভিটামিন সি
৬০০ মিলি গ্রাম
ক্যালসিয়াম 
৫০ মিলি গ্রাম
ফসফরাস 
২০ মিলি গ্রাম
ক্যালোরি 
৪৪
কার্বোহাইড্রেট 
১০.২ গ্রাম
ফাইবার
৪.৩ গ্রাম
ফ্যাট 
০.৬ গ্রাম
ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড
৪৬ মিলি গ্রাম
ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড
২৭১ মিলি গ্রাম
ভিটামিন এ 
২৯০ IU (International Unit – আন্তর্জাতিক একক)
আমলকির পুষ্টিগুণ

এছাড়াও আমলকিতে রয়েছে এলাজিটানিন, এমব্লিকানিন এ, এমব্লিকানিন-বি,  পানিক্যাফোলিন, পলিফেনল, ফ্ল্যাভোনয়েড, কেমফেরল, এলাজিক এসিড, গ্যালিক এসিড, আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে

আমলকিতে, ভিটামিন সি রয়েছে –

  • পেয়ারার চেয়ে ৩ গুন বেশি
  • কাগজি লেবুর চেয়ে ১০ গুণ বেশি
  • কমলার চেয়ে ১৫ থেকে ২০ গুণ বেশি
  • আপেলের চেয়ে ১২০ গুণ বেশি
  • আমের চেয়ে ২৪ গুণ বেশি
  • কলার চেয়ে ৬০ গুণ বেশি

আমলকির উপকারিতা ও অপকারিতা

উপকারিতা

আমলকি খাওয়ার নিয়ম ও উপকারিতার এই পর্যায়ে চলুন দেখে নেই আমলকির উপকারিতা সম্পর্কে বিস্তারিত।

স্বাস্থ্যরক্ষায় আমলকি আমলকির উপকারিতা

  • আমলকি দাঁত এবং মাড়ি সুস্থ রাখে
  • ক্ষুধামন্দা দূর করে মুখের রুচি বাড়ায়।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে
  • রিউমেটয়েড আর্থ্রাইটিস (Rheumatoid arthritis) এবং অস্টিওপোরোসিস (Osteoporosis) রোগে আমলকির রস কাজ করে।
  • প্যানক্রিয়াটাইটিস (Pancreatitis) নামক রোগে আমলকি কার্যকর। আমলকি প্যানক্রিয়াটাইটিস রোগের কারণে সৃষ্ট ক্ষত সারাতে সক্ষম।
  • আমলকির ফল, পাতা এবং ছাল থেকে ডায়াবেটিস, ক্যান্সার, কিডনির কিছু রোগের ওষুধ তৈরি করা হয়ে থাকে।
  • আমলকি মানুষের রক্তে কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে পারে।
  • লিভারের কর্মক্ষমতা পুনরুদ্ধার করে।
  • স্কার্ভি বা দন্তরোগ সারাতে আলমকির জুড়ি মেলা ভার।
  • আমলকী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের (Central nervous system) উপর কাজ করে।
  • আমলকির নিযাস দীর্ঘমেয়াদি সর্দি কাশি থেকে রক্ষা করে। আমলকির রস এবং মধু একত্রে মিশিয়ে খেলে সর্দি কাশির প্রকোপ কমে।
  • আমলকি  হৃদযন্ত্র ও মস্তিষ্কের শক্তিবর্ধন করে।
  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।
  • বহুমূত্র অর্থাৎ ডায়বেটিস রোগে উপকারী।
  • চোখ উঠলে কাঁচা আমলকিরর রস ব্যবহারে চোখে আরাম মিলে।
  • দূষিত পদার্থ শরির  থেকে বের করতে সাহায্য করে।
  • আমলকিতে থাকা ভিটামিন সি ও ক্যালসিয়াম হাড় মজবুত করতে সাহায্য করে ।
  • হাড়ের ভেতরের রক্ত চলাচল স্বাভাবিক রাখে।
  • চোখের পেশিগুলোকে মজবুত  করে তোলে।
  • দৃষ্টিশক্তি প্রখর করে।
  • চোখের ছানি পড়া প্রতিহত করে।
  • গলব্লাডার স্টোন (Gallbladder stone) সৃষ্টি হতে বাধা দান করে।
  • অগ্নাশয়ের কার্যকারিতা বাড়ায়।
  • গলা ও মুখের আলসার হতে রক্ষা করে।
  • দাঁত ও মুখের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।
  • বিপাক ক্রিয়া ঠিক রাখতে সহায়তা করে।
  • রক্তে এন্টি অক্সিডেন্ট (Anti oxidant) এবং এন্টি ইনফ্লেমেটরি (Anti inflammatory) উপাদান বাড়িয়ে রক্ত পরিষ্কার রাখে।
  • রক্তে হিমোগ্লোবিনের (Haemoglobin) মাত্রা বাড়ায়।
  • রক্তে লোহিত রক্ত কণিকার ( RBC – Red blood cell) পরিমাণ বাড়ায়।
  • দুধের সাথে আমলকির গুঁড়ো মিশিয়ে দিনে দুই বার খেতে পারেন এতে করে এসিডিটির সমস্যা কমবে।
  • আমলকির জুস  বা রস পেপটিক আলসার প্রতিরোধ করে।
  • আমলকীর গুঁড়া এবং মধুর মিশ্রন প্রতিদিন খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে।
  • প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয়।
  • ব্রঙ্কাইটিস ( Bronchitis) এবং এজমার (asthma) ক্ষেত্রে আমলকীর জুস উপকারী।
  • শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট কমিয়ে ওজন কমাতে সাহায্য করে।
  • আমলকিতে থাকা অ্যামিনো অ্যাসিড এবং এন্টিঅক্সিডেন্ট  হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায়।
  • ফোড়ন দেওয়া আমলকির রস পান করলে জ্বর কমে।
  • আমলকির রস এবং কর্পূর মিশিয়ে মাড়িতে লাগালে দাঁত ব্যাথা হতে মুক্তি পাবেন।

ত্বকের ক্ষেত্রে আমলকির উপকারিতা

  • আমলকি ত্বক সুস্থ রাখে।
  • বিভিন্ন ধরনের চর্মরোগ থেকে রক্ষা করে।
  • আমলকি ও মধুর মিশ্রণ ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
  • আমলকির পেস্ট বানিয়ে মুখে লাগালে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হওয়ার পাশাপাশি বলিরেখাও কমে।

চুলের ক্ষেত্রে আমলকির উপকারিতা

  • আমলকি ব্যবহারে চুল সুস্থ ও সুন্দর থাকে।
  • আমলকির তেল চুল পড়া কমায়।
  • চুলের খুসকির সমস্যা দূর করে।
  • আমলকি বেটে তা চুলে লাগালে অকালে চুল পাকা বন্ধ হবে।
  • আমলকিতে থাকা অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুল গোড়া থেকে মজবুত করে।
  • উজ্জ্বল ত্বকের পাওয়ার জন্য –

আমলকির পেস্ট, মধু ও দই মিশিয়ে ত্বকে লাগান  এবং ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ব্যবহারে উজ্জ্বল ত্বক পাবেন।

মেছতা থেকে মুক্তির জন্য

আমলকির রস এবকং চালের গুঁড়ো দিয়ে একটি স্ক্রাবার তৈরী করুন। মিশ্রণটি ত্বকে ভালোভাবে ঘষুন। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন। এই স্ক্রাবার মেছতার সমস্যা দূর করবে

চুল পড়া রোধের জন্য

আমলকি ভালো মতে ধুয়ে কেটে নারকেল তেলের সাথে মিশিয়ে ২০মিনিট ফুটিয়ে নিন। এরপর এটি ছেকে নিন। ঠান্ডা হলে একটি বোতলে ঢেলে সংরক্ষণ করুন।  এই তেলটি সপ্তাহে ৩-৪ দিন চুলে মালিশ করুন। ২-৩ ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন। খুব শীঘ্রই ভালো ফল পাবেন।

পাকা চুলের জন্যে

একটি পাত্রে নারকেল তেল,জবা ফুল, জবা পাতা এবং কয়েকটি আমলকি টুকরো করে একত্রে  মিশিয়ে ২০ মিনিট ধরে ফুটিয়ে নিন। লক্ষ্য রাখবেন যেন তেলটি পুড়ে না যায়। এরপর মিশ্রনটি  ঠান্ডা হলে তা ভালো করে ছেকে বোতলে ঢেলে রাখুন। সপ্তাহে ৪ দিন রাতে তেল মালিশ করে ঘুমাবেন এবং সকালে শ্যাম্পু করবেন। পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন।

উকুন তাড়াতে

এক টুকরো আমলকি  চুলের গোড়ায় ভালো করে ঘষুন। কিছুক্ষন রেখে উকুন মারার শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর চিরুনি দিয়ে ভালো মত চুল আঁচড়ে নিন। সব উকুন ঝরে যাওয়া পর্যন্ত এই পদ্ধতি অবলম্বন করুন।

ত্রিফলা

আমলকি, হরিতকী এবং  বহেড়াকে একত্রে ত্রিফলা বলা হয়। ত্রিফলা রাতে ভিজিয়ে সকালবেলা ছেঁকে খালি পেটে শরবত হিসেবে খেলে পেটের নানা রোগ ভালো হয়।

আমলকি খাওয়ার নিয়ম

সকালে খালি পেটে ১০ মিলি গ্রাম আমলকির রস পান করতে পারেন। পরবর্তীতে সুবিধা অনুযায়ী পরিমান বাড়িয়ে ২০ মিলি গ্রাম করতে পারেন। তবে দৈনিক ২০ মিলি গ্রামের বেশি খাওয়া উচিত না। দিনে  দুই বার পান করতে পারেন। এছাড়া দিনে ২-৩ টা করে গোটা আমলকি খেতে পারেন।

আর যদি আমলকির গুড়ো সেবন করতে চান, তবে সকাল বেলা খালি পেটে পানির সাথে গুলিয়ে খেতে পারেন।

আমলকির ব্যবহার

১. সরাসরি কাঁচা ফল হিসেবেঃ আমলকি খাওয়ার সবচেয়ে সেরা উপায় কাঁচা ও গোটা ফল হিসেবে খাওয়া। চাইলে সাথে একটু লবন মিশিয়ে খেতে পারেন।

২. শুকনো ফল হিসেবেঃ ছোট ছোট টুকরো করে লবন, মরিচ গুড়ো দিয়ে মাখিয়ে কড়া রোদে বেশ কয়েক দিন শুকিয়ে নিন।এরপর একটি কৌটায় সংরক্ষন করএ রাখুন,অনেকদিন খেতে পারবেন।

৩. শুকনো আমলকির গুঁড়োঃ রোদে আমলকি ভালোভাবে শুকিয়ে তা গুঁড়ো করে খেতে পারেন।প্রতিদিন সকালে পানিতে গুলিয়ে খেতে পারেন বা বিভিন্ন শরবতের সাথে মিশিয়ে খেতে পারেন।

৪. আমলকির রসঃ আমলকির রস ও খেতে পারেন।প্রতিদিন আমলকির রস পান করা স্বাস্থ্যের পক্ষে  উপকারী।

৫. আমলকির তেলঃ আমলকির তেল ত্বক ও চুল উভয়ের জন্য খুবই উপকারি। ত্বক ও চুলের পুষ্টি যোগাতে সাহায্য করে। বিভিন্ন তেল ও শ্যাম্পু তৈরিতে আমলকি ব্যবহার করা হয়ে থাকে।

৬. আমলকির আচারঃ খাওয়ার সাথে আমলকির আচার খেতে পারেন এতে করে হজম শক্তি বৃদ্ধি পাবে।

আমলকির অপকারিতা বা পার্শ্বপ্রতিক্রিয়া

১) আমলকিতে রয়েছে উচ্চ পরিমানে ভিটামিন সি ও ফাইবার,তাইঅতিরিক্ত আমলকি খেলে পেটের নানা সমস্যা দেখা দিতে পারে। যেমন-  অম্বল, পেট খারাপ, কোষ্টকাঠিন্য।

২) বেশি আমলকি খেলে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকে

৩) আমলকিতে উচ্চ পরিমানে পটাশিয়াম থাকায় কিডনি রোগি বা ডায়বেটিস রোগিদের সমস্যা হতে পারে

৪) সার্জারি হলে আমলকি খাওয়া থেকে বিরত থাকুন। রক্ত পাতলা হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই এই সময়ে আমলকি না খাওয়াই ভালো।

৫) অন্তঃসত্ত্বা (Pregnant) বা স্তন্যদানকারী মায়েরা আমলকি খাওয়া থেকে বিরত থাকুন।

৬) আমলকির প্রভাবে এলার্জিও হতে পারে। তাই যাদের এলার্জি ধাচ আছে তারা একটু বুঝে শুনে আমলকি খাবেন।

৭) মাথার ত্বক শুষ্ক হলে বা ত্বক শুষ্ক (Dry skin) হলে আমলকি না খাওয়াই ভালো। এই অবস্থায় আমলকি খেলে ত্বক আরো শুষ্ক হয়ে যেতে পারে।

পরিশেষে

আমলকি অত্যন্ত পুষ্টিগুনসম্পন্ন একটি ভেষজ ফল। এর উপকারিতার শেষ নেই। তবে আমলকি খাওয়ার পর প্রচুর পরিমানে পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। সহজে ভিটামিন সি এর চাহিদা পুরনের জন্য আমলকির জুড়ি নেই। আমাদের প্রতিদিনের খাদ্য তালিয়ায় আলমকি রাখলে তা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত কার্যকরি হবে।

তো বন্ধুরা এই ছিলো আমাদের আজকের আয়োজন আমলকির উপকারিতা ও অপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা, যদি এই লেখা সম্পর্কে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

সচরাচর জিজ্ঞাসা

আমলকি কিভাবে খেতে হয়?

সকালে খালি পেটে ১০ মিলি গ্রাম আমলকির রস পান করতে পারেন। পরবর্তীতে সুবিধা অনুযায়ী পরিমান বাড়িয়ে ২০ মিলি গ্রাম করতে পারেন। তবে দৈনিক ২০ মিলি গ্রামের বেশি খাওয়া উচিত না। দিনে  দুই বার পান করতে পারেন। এছাড়া দিনে ২-৩ টা করে গোটা আমলকি খেতে পারেন। আর যদি আমলকির গুড়ো সেবন করতে চান, তবে সকাল বেলা খালি পেটে পানির সাথে গুলিয়ে খেতে পারেন।

আমলকির বৈজ্ঞানিক নাম কি?

আমলকি ইংরেজি কি?

Author

Scroll to Top