স্বপ্নে মাছ দেখলে কি হয়, কুমীর, ব্যাঙ, কচ্ছপ, কাঁকড়া দেখলে কি হয়? ২০২৪

স্বপ্নে মাছ দেখলে কি হয়

Last Updated on 7th April 2024 by Mijanur Rahman

স্বপ্নে কি দেখলে কি হয়, বা কোন স্বপ্নের ইসলামিক ব্যাখ্যা কি? তা নিয়ে আমাদের চিন্তার শেষ নাই। আমরা মোটামুটি সবাই কমবেশি স্বপ্ন দেখি, কেউ বেশি কেউ কম। আমাদের স্বপ্নগুলি হয়ে থাকে বিভিন্ন ধরণের, কেউ হয়তো স্বপ্নে সাপ, পশুপাখি, কেউ ধন দৌলত, কেউ মাছ কিংবা জলজ প্রাণী দেখে থাকি।

আজকের লেখাটা আমরা সাজিয়েছি কিছু জলজ প্রাণী নিয়ে, যেমন মাছ, কুমীর, ব্যাঙ, কচ্ছপ, কাঁকড়া স্বপ্নে দেখলে কি হয়? তার ইসলামিক ব্যাখ্যা কি হয়।

স্বপ্নে মাছ দেখলে কি হয়

স্বপ্নে প্রায়শই আমরা মাছ দেখে থাকি, এবং স্বপ্নে মাছ দেখলে কি হয়, তার ইসলামিক ব্যাখ্যা কি তা নিয়ে চিন্তা করি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ইবনে শীরীনের বইয়ে স্বপ্নে মাছ দেখার ব্যাখ্যা সম্পর্কে কি কি বলা হয়েছে।

স্বপ্ন
অর্থ
স্বপ্নে তাজা মাছ দেখার অর্থ হবে
তাজা মাছ স্বপ্নে দেখলে তার অর্থ সম্পদ এবং গনীমতের মাল অর্থবোধক
স্বপ্নে বড় মাছ দেখলে তার অর্থ হবে
স্বপ্নে বড় মাছ বেশী পরিমাণে দেখতে পাওয়া আর মাছের পুরাটা অথবা তার কিছু অংশ লাভ করা অর্থ তার – সম্পদ এবং গনীমতের মাল পাওয়ার অর্থবোধক করা
স্বপ্নে ছোট মাছ দেখালে তার অর্থ হবে
কিন্তু মাছগুলি আকারে ছোট হলে তার ব্যাখ্যা হবে দুঃখ-কষ্টে পতিত হওয়া
স্বপ্নে দুটি মাছ দেখালে তার অর্থ হবে
স্বপ্নে একটি কিংবা দুটি মাছ দেখতে পেলে এক অথবা দুজন স্ত্রীলোকের অর্থ প্রকাশ করে
স্বপ্নে যদি গোশত, চর্বি, চামড়া খাবে তার অর্থ হবে
তাজা মাছের গোশত, চর্বি , চামড়া যে খাবে কিংবা মালিক হবে, সে ব্যক্তি সম্পদ ও গনীমতের মাল হাসিল করবে, আর এই সম্পদ ও গনীমত হয় বাদশাহর পক্ষ থেকে, না হয় কোন মহিলার পক্ষ থেকে অর্জিত হবে
পক্ষান্তরে স্বপ্নে দেখা মাছটি শ্তকনা কিংবা লবণাক্ত হলে থার ব্যাখ্যা হবে
সে ব্যক্তি ভাই, খাদেম কিংবা গোলাম দ্বারা বিড়ম্বনার শিকার হবে, এমতাবস্থায় মাছটি ছোট- বড় হওয়ার মধ্যে কোন পার্থক্য নেই-সর্বাবস্থায় একই ব্যাখ্যা

স্বপ্নে কুমীর দেখলে কি হয়

স্বপ্নে কুমীর দেখলে কি হয়? ইসলামিক ব্যাখ্যা কি? এইসব প্রশ্নের উত্তর নিয়ে এই সেকশন। চলুন দেখে নেওয়া যাক স্বপ্নে কুমীর দেখার ইসলামিক তাবীর।

স্বপ্ন
অর্থ
স্বপ্নে কুমীর দেখার অর্থ হবে
স্বপ্নে কুমীর দেখতে পাওয়া ধূর্ত শক্র, চোর-ডাকাত ইত্যাদি অর্থ বোধক, যার প্রতি শক্র মিএ কারো আস্থা বজায় থাকে না
স্বপ্নে দেখা কুমীরের গোশত , চামড়া, হার-হাড্ডি দেখার অর্থ হবে
এ সমস্তই শক্র- সম্পওির অর্থ প্রকাশ করে, তাই স্বপ্নে কোন ব্যক্তি এসবের একটা কিছু লাভ করেছে মর্মে দেখতে পাওয়ার অর্থ-সমপরিমাণ শক্র-সম্পওি সে প্রাপ্ত হবে

স্বপ্নে ব্যাঙ দেখলে কি হয়

স্বপ্নে ব্যাঙ দেখলে কি হয়? স্বপ্নে ব্যাঙ দেখার ইসলামিক ব্যাখ্যা নিয়ে এই সেকশন।

স্বপ্নে ব্যাঙ দেখলে কি হয়
স্বপ্নে ব্যাঙ দেখলে কি হয়
স্বপ্ন
অর্থ
স্বপ্নে ব্যাঙ দেখার অর্থ হবে
স্বপ্নে একটি অথবা দুটি ব্যাঙ দেখতে পাওয়ার অর্থ ইবাদতগুযার মুসল্লী-মুওাকী লোক আপন সাধনায় যে নিমজ্জিত রয়েছে
স্বপ্নে ব্যাঙের সংখ্যা অধিক হলে তার অর্থ হবে
আর স্বপ্নে ব্যাঙের সংখ্যা অধিক পরিমাণে  দেখতে পাওয়া খোদাই লশকর এবং তাঁর সৃষ্ট বান্দা অর্থবোধক
স্বপ্নে যদি কেউ কোন বাড়ী গ্রাম মহল্লা বা জনপদে অধিক পরিমাণে ব্যাঙের আনাগোনা-উপস্থিতি লক্ষ্য করে তার অর্থ হবে
উক্ত স্থানের অধিবাসীদের উপর আল্লাহর আযাব ও আসমানী গযব নাযিল হবে

স্বপ্নে কচ্ছপ দেখলে কি হয়

আমরা অনেকেই ঘুমন্ত অবস্থায় স্বপ্নে কচ্ছপ দেখে থাকি, এবং চিন্তা করি স্বপ্নে কচ্ছপ দেখলে কি হয়, এইসব প্রশ্নের উত্তর নিয়ে এই সেকশন

স্বপ্ন
অর্থ
স্বপ্নে কচ্ছপ দেখতে পাওয়ার অর্থ হবে
স্বপ্নে কচ্ছপ দেখতে পাওয়া পারদর্শী আলেম, সূক্ষ্রদর্শী মুজতাহিদ, ইবাদতগুযার ও মুওাকী, পরহেযগার ব্যক্তি  অর্থবোধক, তাই স্বপ্নে যদি কেউ কেবল কচ্ছপ দেখতে পায় , তা দখল করে কজায় নিয়ে আসে ও হস্তগত করে
স্বপ্নে যদি দেখে ঘরে নিয়ে আসে তার অর্থ হবে
দর্শনকারী কোন আলেমের সান্নিধ্য লাভ করবে এবং তাদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়ে মধুর সম্পর্ক গড়ে উঠবে
স্বপ্নে কচ্ছপের গোশত খেয়েছে মর্মে যদি দেখতে পায় তার অর্থ হবে
আলেমের নিকট থেকে সে  (আধ্যাত্নিক বিষয়ে) কিছু জ্ঞান লাভ করবে
স্বপ্নে যদি  রাস্তা কিংবা ময়লা-আবর্জনার ভাগাড়ে কচ্ছপ দেখতে পায় তার অর্থ হবে
সে স্থানে ইলমের কোল মূল্য দেয়া হয় না
স্বপ্নে যদি কচ্ছপটি বেশ নিরাপদে আছে তার অর্থ হবে
সে স্থানে ইলমের মূল্যায়ন করা হয় এবং যথাযথ মর্যাদা দেয়া হয়
স্বপ্নে কচ্ছপ দেখলে কি হয়
স্বপ্নে কচ্ছপ দেখলে কি হয়

স্বপ্নে কাঁকড়া দেখলে কি হয়

এবার চলুন দেখে নেওয়া যাক স্বপ্নে কাঁকড়া দেখলে কি হয়, ইসলাম কি বলে।

স্বপ্ন
অর্থ
স্বপ্নে কাঁকড়া দর্শন করার অর্থ হবে
বিরাট প্রভাব-প্রতিপওি ও মর্যাদা- শালী ব্যক্তি, কোন বিষয় সে পুনর্বিবেচনা করতে রাজি নয় , কিন্তু তার অস্তিত্ব আল্লাহর দেয়া বরকত থেকে বঞ্চিত
অতএব স্বপ্নে কাঁকড়া দেখার অর্থ হবে
মূলত অহংকারী, দাম্ভিক ও শান-শওকতের অধিকারী ব্যক্তি দ্বারা করা হয়
সর্ব প্রকার জলীয় ও সামুদ্রিক প্রাণী স্বপ্নে দেখের অর্থ হবে
তাদের আকার-আকৃতি ও গুণ-বৈশিষ্ট্যের ভিওিতে নির্ণয় করাই বিধানসম্মত, তাই এসব দেখতে পাওয়ার ব্যাখ্যা রাজা-বাদশা, আমীর উমারার সাহায্যকারী ও সমর্থক অর্থ করাই নাঞ্ছনীয়, তবে এক্ষেত্রে সাহায্যকারী ও পাইক-পেয়াদার সংখ্যা তাদের নিজ নিজ পদ-মর্যাদা অনুপাতে নিরূপিত হবে


স্বপ্নে কাঁকড়া দেখলে কি হয়

ত বন্ধুরা স্বপ্নে মাছ দেখলে কি হয়, কুমীর, ব্যাঙ, কচ্ছপ, কাঁকড়া দেখলে কি হয়? এই আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়।

Author

Leave a Comment

Scroll to Top