স্বপ্নে মৃত মানুষ দেখার ইসলামিক ব্যাখ্যা ও তাবীর | ২০২৪

স্বপ্নে মৃত মানুষ দেখলে কি হয়

Last Updated on 15th July 2024 by Mijanur Rahman

আমরা স্বপ্নে বিভিন্ন সময় অনেক কিছু দেখে থাকি। আমাদের আপনজনের মৃত্যু বা আত্মীয় স্বজনের মৃত্যু, এগুলো দেখে মানসিক চাপ সৃষ্টি হয় এবং মনের মধ্যে দুশ্চিন্তা বিরাজ করে। নিজের মনে অনেক রকম প্রশ্ন জাগ্রত হয়।

কাউকে জিজ্ঞাসা করলে একেকজন এক এক রকম বক্তব্যপেশ করে এ নিয়ে দুটানার সৃষ্টি হয়। মূলকথা স্বপ্নে মৃত ব্যক্তিকে কি অবস্থায় দেখেছেন,কার্যকলাপ কি ছিলো সব কিছু মনে রাখতে হবে। আজকে আমি তুলে ধরবো স্বপ্নে মৃত মানুষ দেখলে কি হয়, ইসলাম কি বলে ও তার ইসলামিক ব্যাখ্যা কি।

স্বপ্নে মৃত মানুষ দেখলে কি হয়
স্বপ্নে মৃত মানুষ দেখলে কি হয়

স্বপ্নে মৃত মানুষ দেখলে কি হয়

স্বপ্ন
ইসলামিক ব্যাখ্যা
স্বপ্নে মৃত্যু দেখলে তার অর্থ হচ্ছে
স্বপ্নে মৃত্যু দেখলে দ্বীনী বিপর্যয় এবং দুনিয়াতে উচ্চ মর্যাদা লাভের প্রমাণ।কিন্তু এর শর্ত হলো তার সাথে কান্নাকাটি ও চিৎকার থাকতে হবে,লাশকে কবর এর উদ্যেশে নিয়ে যাবে কিন্তু দাফন করবে না।যদি দেখে দাফন করে ফেলেছে তাহলে দর্শনকারীর দ্বীনী বিষয়ে কল্যাণ ও সংশোদনের আশাত অনেক দূরে। বরং তার জীবনে শয়তানের প্রভাব ও দুনিয়ার মোহ- মায়া থাকে ধীরে ধীরে প্রবল ভাবে গ্রাস করবে।তদ্রূপ যে সংখ্যক মানুষের জানাযায় সে যোগদান করেছে তার সমপরিমাণ মানুষ তার প্রভাব বলয়ে বিচরণ করবে।তাদের সবার উপরে সে প্রাধান্য বিস্তার করে দোর্দন্ড প্রতাপে নেতৃত্ব করেবে।
স্বপ্নে নিজের মৃত্যু দেখলে তার অর্থ হচ্ছে
স্বপ্নে নিজের মৃত্যু দেখলে বাস্তব জীবনে তার দ্বীন ও ঈমানের দুর্বলতা এবং দৃষ্টিশক্তিতে অন্ধত্বের প্রভাব প্রতিফলিত হবে।
জীবিত অবস্থায় কেউ যদি স্বপ্নে নিজেকে কবরবাসী দেখে তাহলে তার অর্থ হচ্ছে
সে কারাবন্দী হবে অথবা ব্যক্তিগত ব্যপার নিয়ে কঠিন সমস্যার সম্মুখীন হবে।
কেউ যদি দেখে সে কবর খুঁড়ছে তার অর্থ হলো
আপন মহল্লা বা শহরে সে একটি ঘর নির্মাণ করবে।
কোন ব্যক্তি ঘুমন্ত অবস্থায় মৃত লোককে দেখতে পায় এবং তার সাথে কোন বিষয় জানতে চায় আর সে বলে দেয়,এইরকম স্বপ্ন দেখার অর্থ
এই রকম স্বপ্ন সত্য ও সঠিক।এতে কম বেশ বা ব্যতিক্রমের কোন সম্ভাবনা নাই ।অর্থাৎ  মৃত ব্যক্তি যদি বলে সে ভাল অবস্থায় আছে তাহলে সে সুখেই আছে পরকাল তার শান্তিতে কাটছে । মৃত ব্যক্তির সাথে যদি নিজের ও পরের যে অবস্থার কথা বলবে তা সত্য ও সঠিক রুপে নিতে হবে।কেননা মৃত ব্যক্তি বর্তমানে মাকামে হক তথা চরম সত্য জগতে বাস করছে ,যেখানে মিথ্যার কোন স্থান নেই। কাজেই যে সংবাদ সে প্রাদান করছে তাতে কোন মিথ্যার  আশ্রয় নেয়ার তার কোন সুযোগই নেই।
মৃত ব্যক্তিকে যদি উত্তম অবস্থায় দেখতে পায় । যেমন পরিধানে সাদা কিংবা সবুজ কাপড় ও মুখে হাসি অথবা সে খুশির সংবাদ প্রধান করে, এমন স্বপ্ন দেখলে
এটা মৃত ব্যক্তির পরকালীন জীবন সুখ ও শান্তির নির্দেশন।
কেউ যদি মৃত ব্যক্তিকে মলিন চেহারা,ময়লা কাপড়,জীর্ণ বসন,এলোমেলো চুলে এবং রাগানিত অবস্থায় দেখতে পায়, এমন স্বপ্ন দেখলে
মৃত ব্যক্তির পরকালীন জীবনে দুঃখময় এবং সে বিপদগ্রস্ত।
মৃত ব্যক্তিকে কেউ যদি অসুস্থ দেখে স্বপ্নে তাহলে এর অর্থ
সে ব্যক্তি গুনার প্রতিদান ভোগ করছে ।
ইতিপূর্বে মারা গেছে এমন মানুষকে কেউ দ্বিতীয়বার মারা যাচ্ছে এবং আরও দেখলে চিৎকার ও বিলাপহীন অবস্থায় তার জন্য কান্নাকাটি করছে, এমন স্বপ্ন দেখলে
বাস্তবে  পরিবারের কারো বিয়ে হবে।
স্বপ্নে কান্নার সাথে উচ্চস্বরে বিলাপ ও চিৎকার করতে দেখলে এর অর্থ হবে
বাস্তব জীবনে তার সন্তান বা বংশের কোন লোক মারা যাবে।
স্বপ্নে মৃত লোকের জন্য কবর খনন করছ দেখলে এর অর্থ দাঁড়ায়
বস্তবে মৃত লোকের পরিচিত হলে তার জাগতিক ও পরকালীন বিষয়ে দর্শনকারী এমন তার পথ অনুসরন করবে এবং অপরিচিত হলে দর্শনকারীর এমন বিষয় অর্জনের চেষ্টা করবে যা তার পক্ষে হাসিল করা সম্ভব হবে না।
স্বপ্নে মৃত ব্যক্তি হতে কিছু গ্রহন দেখলে তার অর্থ
মৃত ব্যক্তি হতে কিছু গ্রহন উত্তম কিন্তু তাকে কিছু দেয়া অশুভ লক্ষণ।কেউ যদি দেখে মৃত ব্যক্তি তাকে কোন জাগতিক বস্তু দান করেছে তা হলে সে কল্যাণনের অধিকারী হবে ও ধারণা করে নাই এমন জায়গা থেকে রিযিক লাভ করবে ।
স্বপ্নে যদি কোন জীবিত ব্যক্তি দেখে সে কোন মৃত ব্যক্তিকে জীবিত ব্যক্তির কাপড় বা তার পরিধানের কাপড় পরার জন্য দিয়েছে এবং সেটি মৃত ব্যক্তি গ্রহণ করেছে,পরেও ফেলেছে, এমন স্বপ্ন দেখলে
জীবিত ব্যক্তি মারা যাবে এবং মৃত্যুর পর মৃত ব্যক্তির সাথে মিলিত হবে।
স্বপ্নে দেখল মৃত ব্যক্তির সাথে কোলাকুলি করছে অথবা তাকে হত্যা করে ফেলেছে এমত অবস্থায় এর অর্থ দাড়াবে
দর্শনকারী জীবিত লোকটির বয়স বৃদ্ধি পাবে ।
কেউ স্বপ্ন দেখল,তার ঘরে মৃত ব্যক্তি প্রবেশ করেছে এবং সে ও মৃত লোকের সাথে রয়েছে ,কিন্তু ঘরটা তার অপরিচিত,এ অবস্থায় এর অর্থ দাড়াবে
তাহলে সে ব্যক্তি মারা যাবে এবং মৃত্যুর পর মৃত ব্যক্তির সাথে মিলিত হবে।
কেউ যদি স্বপ্ন দেখে তার ঘরে রুগ্ন মৃত ব্যক্তি প্রবেশ করেছে তাহলে
তার  রোগ স্থায়িত্ব লাভ করবে এমঙ্কি সে মৃত্যুবরণ ও করতে পারে।
কেউ যদি দেখে মৃত ব্যক্তির অঙ্গ-প্রতঙ্গ বিষ ব্যথায় জর্জরিত, এমন স্বপ্ন দেখলে
সে অঙ্গ যার সাথে সংশিষ্ট কবর জগতের তার সম্পর্কে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে।
স্বপ্নে যদি দেখে মৃত ব্যক্তি তার কাছ থেকে রুটি কিংবা আংটি গ্রহণ করেছে , এমন স্বপ্ন দেখলে
তার ছেলে ,মেয়ে তাকলে মারা যাবে বা ধন-সম্পদ থাকলে বিনষ্ট হয়ে যাবে ।
স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হয়

বিঃদ্রঃ  এই ব্লগের প্রত্যেকটা ব্লগ পোস্ট Sylhetism ব্লগের নিজস্ব ডিজিটাল সম্পদ। কেউ ব্লগের কোন পোস্ট কিংবা আংশিক অংশ ব্লগের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কপি পেস্ট করে অন্য কোথাও প্রকাশ করলে ব্লগ কর্তৃপক্ষ ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করার অধিকার রাখে। এবং অবশ্যই কপিরাইট ক্লাইম করে যে মাধ্যমে এই ব্লগের পোস্ট প্রকাশ করা হবে সেখানেও কমপ্লেইন করা হবে।

এই ব্লগের কোন লেখায় তথ্যগত কোন ভুল থাকলে আমাদের Contact পেইজে সরাসরি যোগাযোগ করুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তথ্য যাচাই করে লেখা আপডেট করে দিবো।

এই ব্লগের কোন স্বাস্থ বিষয়ক পোস্টের পরামর্শ নিজের বাস্তব জীবনে প্রয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের মতামত নিবেন, আমরা স্বাস্থ বিষয়ে কোন বিশেষজ্ঞ না, আমাদের উদ্দেশ্য ও লক্ষ হচ্ছে সঠিক তথ্য পরিবেশন করা। সুতারাং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার অবশ্যই আমরা নিবো না।

ধন্যবাদ, ব্লগ কর্তৃপক্ষ।

Author

1 thought on “স্বপ্নে মৃত মানুষ দেখার ইসলামিক ব্যাখ্যা ও তাবীর | ২০২৪”

  1. বদরুদ্দীন সেখ

    স্বপ্নে আমাকে ছোবল দিয়েছে তার পর আমার বন্ধুরা সাপ টাকে টুকরো করে দিচ্ছি, সোনালী রঙের সাপ

Leave a Comment

Scroll to Top