স্বপ্নে দুধ দেখলে কি হয়? দুধ ও পানীয় দ্রব্য পান করার ইসলামিক ব্যাখ্যা

স্বপ্নে দুধ দেখলে কি হয়

Last Updated on May 13, 2022 by Mijanur Rahman

স্বপ্নে দুধ দেখলে কি হয়? বা স্বপ্নে দুধ খেলে কি হয়? যদি এইসব প্রশ্নের উত্তর খোঁজে থাকেন তাহলে এই লেখা আপনার জন্য। এই লেখাতে পাবেনঃ

  • স্বপ্নে দুধ দেখলে কি হয়
  • স্বপ্নে দুধ খেতে দেখলে কি হয়
  • স্বপ্নে পশুর দুধ দেখলে কি হয়
  • স্বপ্নে কুকুর, বিড়াল, বাঘের দুধ দেখলে কি হয়

এবং আরো অনেক ধরনের দুধ জাতীয় জিনিষ স্বপ্নে দেখার অর্থ ও ইসলামিক ব্যাখা।

স্বপ্নে দুধ দেখলে কি হয়

দুধ বলতে আমরা সাধারণত গরুর দুধকেই বেশি জানি, তবে এছাড়াও আরো অনেক ধরনের পশু আছে দুধ দিয়ে থাকে। ত এইসব পশু কিংবা মানুষের দুধ স্বপ্নে পান করলে ইসলাম কি বলে? এই আর্টিকেলে তার ইসলামিক ব্যাখ্যা দেওয়ার সামান্য চেষ্টা।

স্বপ্নে দুধ পান করা বা দেখা
অর্থ ও ইসলামিক ব্যাখ্যা
 স্বপ্নে দুধ দেখা মানে
ইসলামের নৈতিক চরিত্র এবং নবী করীম (দঃ)-এর সুন্নত।
কেউ যদি স্বপ্নে দেখে অচেনা ধরনের দুধ পান করেছে বা দুধ তার হস্তগত হয়েছে
তাহলে অর্থ হবে সে ব্যক্তি কল্যাণের অধিকারী হবে এবং তার দ্বীনী অবস্থা ভাল থাকবে।
কেউ যদি স্বপ্নে দুধের জাত ও মাঠা, মাখন ইত্যাদি জাত সম্পর্কে দেখে, তার ব্যাখ্যা হচ্ছে
সে হালাল সম্পদ পাবে এবং উত্তম রুজি তার ভাগ্যে নসীব হবে, যার দ্বারা তার উপকার সাধিত হবে।
কেউ যদি স্বপ্নে পনীর দেখে সাধারণত তার অর্থ
সম্পদ, কল্যাণ এবং দর্শনকারীর সুখ-সমৃদ্ধির আলামত।
কেউ যদি স্বপ্নে দেখে গরু মহিষ এবং উটনীর দুধ
এ সমস্ত দুধের সবগুলিই উওম, কিন্তু বকরী ও ভেড়ীর দুধ গাভীর দুধের তুলনায় নিম্নমানের। বন্য উটনীর দুধ দ্বীনী যােগ্যতা ও ধর্মীয় উন্নতির অর্থবােধক।
কেউ যদি খচ্চরের দুধ পান করতে দেখে
তাহলে দর্শনকারী ভয়-ভীতি এবং দুঃখ-বিড়ম্বনার শিকার হবে। গৃহপালিত গর্দভীর দুধ পানকারী কঠিন রােগে আক্রান্ত হবে, অবশ্য পরবর্তীতে সুস্থ হয়ে উঠবে।
কেউ যদি হালাল জাতীর সকল বন্য পশ্ত  এবং হরিণীর দুধ করতে দেখে
তার ইসলামিক ব্যাখ্যা হল, যােগ্যতা এবং বৈধ আয়-উপার্জনের ইঙ্গিতবাহী। ঘােড়ীর দুধ পানকারী সুনাম-সুখ্যাতির অধিকারী হবে।
কেউ যদি বাঘিনীর দুধ পান করতে
তার মানে শত্রুর উপর জয়ী হওয়ার নিদর্শন।

কুকুরীর দুধ পানকারী শত্রু ভয়ে ভীত থাকবে আর অচিরেই সে ক্ষতির সম্মুখীন হবে।

কেউ যদি স্বপ্নে দেখে চিতা বাঘিনীর দুধের অর্থ হলো
সে ভীতির শিকার হবে এবং তার শত্রু সৃষ্টি হবে।
কুকুরীর দুধ পান করা দেখা মানে
শত্রু ভয়ে ভীত থাকবে আর অচিরেই সে ক্ষতির সম্মুখীন হবে।
কেউ যদি স্বপ্নে দেখে শিয়ালনীর দুধ পান করে তার অর্থ
আনন্দ-উল্লাস এবং অর্থ-সম্পদ প্রাপ্তির নিদর্শন। বনরুই, পাণ্ডা ইত্যাদি প্রাণীর দুধ পান করা রােগ-ব্যাধি ও কলহ-বিবাদের আলামত।
কেউ যদি স্বপ্নে শূকরীর দুধ পান করতে দেখে
পানকারীর মস্তিষ্কবিকৃতি দেখা দিবে।
কেউ যদি স্বপ্নে দেখে স্তন থেকে দুধ নিজে করুক কিংবা পান করানো হোক তার অর্থ
উভয় অবস্থায় পানকারী বন্দী অথবা আর্থিক দৈন্যদশায় পতিত হবে। কেননা, দুই বৎসর বয়সের পরে দুধ পান করা নিষেধ।
কেউ যদি স্বপ্নে দেখে তার স্তন থেকে দুধ গড়িয়ে পড়ছে তার অর্থ
মাল-দৌলত এবং আয়-উপার্জন তার প্রতি ছুটে আসবে।
কেউ যদি স্বপ্নে দেখে কিন্ত দুধ গড়িয়ে পড়ার পরিবর্তে যদি পান করেছে দেখতে পায় তার অর্থ
বিপরীত অর্থে হবে। অর্থাৎ, কল্যাণ কিংবা অর্থ-বিত্তের সাক্ষাত পাওয়ার আশা তার সুদূর পরাহত।

রিলেটেডঃ ভেড়া স্বপ্নে দেখলে কি হয়, বকরী স্বপ্নে দেখলে কি হয়?

রিলেটেডঃ স্বপ্নে গরু দেখলে কি হয়? স্বপ্নে গাভী দেখলে কি হয়?

রিলেটেডঃ কুকুর, বিড়াল, বাঘ স্বপ্নে দেখার ইসলামিক ব্যাখ্যা

Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top