তথ্য কি?
তথ্য বা ইনফরমেশন (Information) হল একটি বার্তা, যা বুঝা যায়, বহন করা যায়, লেখা যায়, পড়া যায়। অর্থাৎ, কোন অর্থবহ প্রক্রিয়াজাত ডেটাকে (Data) তথ্য বলে।
কম্পিউটারের ভাষায় তথ্য হচ্ছে কিছু প্রক্রিয়াজাত ডেটা, যার উপর ভিত্তি করে কোন নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়।
তথ্য কাকে বলে? তথ্যের সংজ্ঞা কি?
কোন নির্দিষ্ট বার্তা যা অর্থ বহন করে তাকেই তথ্য বলে।
তথ্যের উদাহারণ
- আপনি রাস্তায় কোন অপরিচিত ব্যক্তিকে জিজ্ঞেস করলেন এখন কয়টা বাজে? তার দেওয়া উত্তরটা হচ্ছে একটা নির্দিষ্ট তথ্য।
- আমটার দাম কত? দোকানদারের দেওয়া উত্তর হচ্ছে একটা নির্দিষ্ট তথ্য। যা থেকে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন, আমটা কিনবেন কি না।

বিঃদ্রঃ এই ব্লগের প্রত্যেকটা ব্লগ পোস্ট Sylhetism ব্লগের নিজস্ব ডিজিটাল সম্পদ। কেউ ব্লগের কোন পোস্ট কিংবা আংশিক অংশ ব্লগের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কপি পেস্ট করে অন্য কোথাও প্রকাশ করলে ব্লগ কর্তৃপক্ষ ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করার অধিকার রাখে। এবং অবশ্যই কপিরাইট ক্লাইম করে যে মাধ্যমে এই ব্লগের পোস্ট প্রকাশ করা হবে সেখানেও অভিযোগ সাবমিট করা হবে।
ধন্যবাদ, ব্লগ কর্তৃপক্ষ।